PDA

View Full Version : মধ্যপ্রাচ্যে ক্রিপ্টো আয়ে শীর্ষে সৌদি আরব



SUROZ Islam
2024-03-21, 06:21 PM
http://forex-bangla.com/customavatars/2008115733.jpg
আগের বছরের টালমাটাল পরিস্থিতির তুলনায় ২০২৩ সালে শক্তিশালী পুনরুদ্ধার দেখেছে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজার। এর ইতিবাচক প্রভাব দেখেছেন সৌদি আরবের বিনিয়োগকারীরাও। ৩৫ কোটি ডলারের বেশি আয় করে তারা উপসাগরীয় অঞ্চলে শীর্ষস্থান অর্জন করেছেন বলে এক প্রতিবেদনে জানায় চেইন্যালাইসিস। খবর অ্যারাবিয়ান বিজনেস। বিশ্লেষক সংস্থাটির তথ্যানুসারে, ২০২৩ সালে বৈশ্বিক ক্রিপ্টোর বাজারে বিনিয়োগকারীদের মোট অর্জন ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার।
২০২৩ সালে ক্রিপ্টোর বাজারে মোট লেনদেন ছিল ১৫ হাজার ৯৭০ কোটি ডলার, যা ২০২১ সালের চেয়ে কম। তবে ২০২২ সালের আনুমানিক ১২ হাজার ৭১০ কোটি ডলার ক্ষতির চেয়ে উল্লেখযোগ্য পুনরুদ্ধার হয়েছে গত বছর। এ বছর বেশির ভাগ দেশের মতোই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগকারীরাও ইতিবাচক অবস্থানে ছিলেন। তারা আয় করেছেন ২০ কোটি ৪০ লাখ ডলার। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলে এটি দ্বিতীয় অবস্থান। শীর্ষ থাকা সৌদি আরবের বিনিয়োগকারীদের আয় ছিল ৩৫ কোটি ১০ লাখ ডলার।