PDA

View Full Version : ফরেক্স বিজনেসের ক্ষতিকর দু'টি ইমোশন



Russel
2014-02-09, 04:36 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।

noman9t9
2014-02-09, 05:25 PM
আপনি কোন জিনিসই আপনার আবেগ দিয়া অর্জন করতে পারবেন না আপনি যদি মনে করেন আপনি সব অর্জন করতে পারবেন যদি ও হয় তাহলে ওই বেশি সময় এর জন্য না ক্ষণিক এর জন্য তাই বলতে চাই আপনি যদি ফরেক্স করতে চান আগে আবেগ কে একটু দূরে রাখুন তার পর করুন

FXSam
2014-02-09, 05:47 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।

লোভ ভয় কে যদি আমরা দূর করতে না পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা কখনই লাভবান হতে পারব না । ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য । ফরেক্স থেকে লাভ করতে হলে আমাদের কে এখানে অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে যাতে করে আমরা কখনো লসের সম্মুখীন হয়ে না যাই ।

shihab
2014-02-09, 06:45 PM
লোভ আর ভয় দুটোই ট্রেডিং এর জন্য ব্যাস খারাপ, আপনি যতদিন না পর্যন্ত এই দুটো জিনিস কে নয়ন্ত্রন করতে পারছে, আপনি ফরেক্স এ সফল হতে পারবেন না।

tariqulboy
2014-02-09, 06:59 PM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

momtaj
2014-02-09, 07:05 PM
আমার মতে সবচেয়ে ক্ষতিকর দুটো ইমোশন তৈরী হয় যে কারনগুলোতে সেগুলো হলঃ
১, টানা লস খাওয়া, এবং
২, টানা লাভ করা।
কিভাবে!!? কারন যখন একটানা লস করতে থাকে তখন লস পোষাতে গিয়ে ইমোশনে পড়ে আরও লস খায়।
আবার টানা লাভ করে লোভ সামলাতে না পেরে শুধুমাত্র ইমোশনের কারনে রিস্কি ট্রেড করে লসের সম্মুখীন হয়ে থাকে।

sumon1231
2014-02-12, 11:30 AM
সবাই জানে লোভ ভাল না আর ফরেক্স মার্কেটে তো না। ফরেক্স মার্কেটে আপোণী যদি কোন রকম ধারনা ছাড়া ব্যবসা করেন এবং পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না। আর একটা জিনিস হচ্ছে ভয় করা এ দুটি যদি আপনার মাঝে থাকে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না। বরং আপনার সময় এবং টাকার ক্ষতি হবে।

shihab
2014-02-12, 11:08 PM
আমার লোভ বেরে যায় যখন আমি মার্কেট এ পিন বার দেখি, তখন নিজের ইমশন আর লোভকে কন্ট্রোল করতে পারিনা, নিয়ম ভেঙ্গে আমি একটু বেশি লট এর অর্ডার দিয়ে থাকি কারন আমি জানি পিন বার দেখে ১০ বার ট্রেড নিলে ৬ থেকে ৭ বারি সেটা আমার টার্গেট এ হিট করবে, কিন্তু সেটা অবশ্যই ৪ ঘণ্টা এবং ১ দিন এর পিন বার।

shanta Islam
2014-02-12, 11:18 PM
ফরেক্স ব্যবসার দুটি ক্ষতিকর দিক হচ্ছে লোভ এবং হতাশা। লোভে পরে ফরেক্স ট্রেড করতে আসলে সর্বস্ব হারাতে হবে ট্রেডারকে। তার ব্যবসায় ক্ষতি হলে কোনভাবেই হতাশ হওয়া যাবে না । বরং পুনঃরায় চেষ্টা করতে হবে।

noman9t9
2014-02-13, 02:15 AM
ফরেক্স কোন মতেই লসের হতে পারে না কিন্তু আমরা আমাদের কারনে লস এর সম্মুখীন হই আর আমার ধারনা আমরা অনেকই মনে করি ফরেক্স করে আমরা টাকা ইনকাম করতে পারভ অনেক শর্ট টাইম যার জন্য আমরা অনেক এই লস করি এইটা হল আমাদের অজ্ঞতার শামিল

kawsar42nt
2014-02-13, 03:04 AM
লোভ আর অজ্ঞতাই হলই আমার মতে ফরেক্স এর দুটি বড় ইমোশন। অজ্ঞতার কারনেই বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকে। আর লোভের কারনে অনেক ট্রেডার অকালেই ফরেক্স থেকে ঝরে যায়। তারা ভাবে ফরেক্স টাকা বানানোর একটা যন্ত্র। যা তাদের বড় ভুল বলে আমার মনে হয়।

Tomen
2014-02-13, 10:20 AM
ফরেক্স ট্রেড এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তবে সবচাইতে বিপদজনক ইমোশন হলো আপনি যখন মার্কেট এ থাকেন তখন আপনি খেয়াল করবেন মার্কেট আপনার সামনেই খুব দ্রুত উঠানাম করছে। তখন আপনি হয়তো ইমোশনের কারনে বাই বা সেল দিয়ে দিলেন। কিন্তু এটা আপনি কখনো করবেন না। আর একটা হল লস রিকভার করতে গিয়ে ইমোশন এর কারনে ওভারট্রেড করা এটাও পরিহার করুন।

Jahangir2812
2014-02-13, 11:21 AM
আমার মনে হয় ফরেক্স ব্যবসার সব চেয়ে ক্ষতিকর দিক হচ্ছে মার্কেট সম্পর্কে না বুঝে ট্রেড অপেন করা। মার্কেট সম্পর্কে কোন ধরনের নিউজ না জেনেই মার্কেট উঠা নামার উপর ভিত্তি করে ইমোশনের প্রলোভনের উপর ভিত্তি করে ট্রেড অপেন করা। মানি ম্যানেজম্যান্ট এর বিষয় খেয়াল না করে এবং ওাভার ট্রেড অপেন করার মাধ্যমে ফরেক্স ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন।

fxkabir
2014-02-13, 06:55 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট ক্ষতিকর দুটি দিঘ হল লোভ এবং ভয় । আমরা অনেক সময় আবেগ বোক্ত হয়ে যায় আসলে আবেগ দিয়ে জীবন চলে না তাই আবেগ দিয়ে ট্রেড করলে লস হবে সাভাবিক । আপনে কখনো ভয় নিয়ে ট্রেড করবেন না কারণ ভয় থাকলে সামনে এগিয়ে যেতে পারবেন না । আর ফরেক্স মার্কেট লোভ করবেন না অতি লোভে তাথি নষ্ঠ তাই লোভ করবেন না ।

ashiknirob
2014-02-13, 08:15 PM
ফরেক্স মার্কেট টা গোটা বিশ্ব ব্যাপী প্রসারিত আর এখানে এটি একটি বিজনেস আর এই বিজনেস এর ক্ষতিকর দিক দুটি হলো লোভ আর ভয় । এই দুইটা জীনিস ফরেক্স মার্কেট এর জন্য ক্ষতি। কারন যার মাঝে লোভ জিনিস টা আছে আমি কনফার্ম যে সে এখানে লস খাবে এবং ক্ষতি র মুখমুখি হবে। তাই আমি মনে করি ফরেক্স বিজনেস এর জন্য ক্ষতিকর দুটি দিক হলো ভয় এবং লোভ।

kamrul12
2014-02-13, 09:06 PM
ফরেক্সের জন্য ইমোশন খুব খারাপ ব্যপার।দুটি ইমোশন হল লোভ আর ভয়।লোভ জিনিসটা হল ফরেক্সে সবচেয়ে খারাপ। লোভের কারনে অনেকের ইনভেস্ট শুন্য হয়েছে। আর এখানে লসের ভয় করলে চলবেনা।লস লাভ দুটিই ফরেক্সে হবে তাই সব মেনে নিতে হবে।

Younusfx
2014-02-13, 09:21 PM
ফরেক্স ব্যবসায়ের অনেক ক্ষতিকর ইমোশন আছে তাদের মধ্যে দুটি মূল ইমোশন হল ধৈর্যহীনতা এবং লোভ । এই দুটি বিষয় থেকে যারা ধারনা না নেয় তারাই কোনকিছু না ভেবে ট্রেড করে । ফলে অল্প সময়েই তারা ক্ষতিগ্রস্থ হয় ।

robin
2014-02-16, 05:36 PM
লোভ আর ইমসন হল ফরেক্স মার্কেট এর সব থেকে বড় ক্ষতিকর দিক আমাদের কে এই মার্কেট হতে লাভ করতে হলে এই ক্ষতিকর ত\ দিক হতে আমাদের কে মুক্ত হয়ে ট্রেড করতে হবে তাহলে আমরা এখানে লাভবান হতে পারব ফরেক্স মার্কেট এ ক্ষতি হলে তা আমাদের জন্য কখনও ভাল হবে না ।

jaki
2014-02-16, 11:01 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না। লোভে পরে ফরেক্স ট্রেড করতে আসলে সর্বস্ব হারাতে হবে ট্রেডারকে। বরং আপনার সময় এবং টাকার ক্ষতি হবে।

aquibrkc
2014-02-17, 02:33 AM
লোভ এবং ভীতি, এই দুটি জিনিস ফরেক্সের ট্রেডারদের জন্য সবচেয়ে ক্ষতিকর। ট্রেডারদেরকে অবশ্যই এই দুটি থেকে নিজেদের দূরে রাখতে হবে।

jony
2014-02-17, 03:36 AM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।

আমি আমার লোভটা নিয়ন্ত্রন করতে পারছি না । ভই পাই না ট্রেড এ তাই লোভ করে ট্রেড করে ভই যদি পেতাম তাহলে ইমশন ত্যাগ করতে পারতাম ।

sabuj
2014-02-17, 09:46 AM
হ্যাঁ আমি এক মত। লোভ করলে আপনি লস করবেন। এবং ভয় থাকলে ও আপনি ট্রেড করতে পারবেন না। সুতরাং লোভ ও ভয় ত্যাগ করতে হবে।

Tomen
2014-02-17, 09:54 AM
ফরেক্স এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তার মধ্যে লোভ করাটা অত্যন্ত খারাপ। কারন লোভ করতে গিয়ে আপনি আপনার একাউন্টটা জিরো বানিয়ে ফেলতে পারেন। তাই সব সময় লোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আবার অনেকে লস রিকভার করার জন্য ওভারট্রেডিং করে। এটা আরেকটা ভয়ানক জিনিস। কারন আপনি যদি ওভারট্রেডিং করেন তখন দেখবেন মার্কেট এক সময় আপনার প্রতিকুলে যাচ্ছে।

Forex
2014-02-17, 04:06 PM
ইমসন নিয়ে ফরেক্স করলে আপনি কখনই লাভ করতে পারবেন না এ জন্য আপনাকে ভাল করে ফরেক্স শিখতে হবে কারন ফরেক্স শিখতে না পারলে আপনি এই মার্কেট হতে কখনই লাভ করতে পারবেন না । ফরেক্স মার্কেট এ বিজনেস করতে হলে আপনাকে লোভে ত্যাগ করতেই হবে ।

MasterFX2014
2014-02-18, 10:33 AM
ফরেক্স মার্কেটে লোভ ভাল না ।ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

Hamidur Rahman Jibon
2014-02-18, 10:41 AM
ফরেক্স মার্কেটে লোভ ভাল না ।ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়।

আবু নাঈম
2014-02-18, 11:19 AM
ফরেক্স ট্রেড এ সবথেকে বড় ক্ষতিকর দিক হল লোভ যারা লোভ সামলাতে পারে না তাদের জন্য ফরেক্স ট্রেড মোটেই উপযোগী নয় তাদের ফরেক্স ট্রেড না করায় ভাল কারন তারা ফরেক্স ট্রেডে অবশ্র্ই লস করবে আর একটি ক্ষতিকর দিক হল আবেগ কারন আবেগ দিয়ে ফরেক্স ট্রেড করা যায না ্

sabuj
2014-02-18, 11:35 AM
লোভ আপনার জীবন ধ্বংস করে দেবে। ফরেক্স এ ও তেমন। লোভ থেকে নিজেকে বিরত রাখুন। প্লিজ মনে ভয় রেখে ট্রেড করবেন না।

FXSam
2014-02-19, 12:03 AM
ফরেক্স মার্কেট এ সব সময় আমাদের কে লোভ গ্রাস করে থাকে এ থেকে বাচতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এ ভাল করে ট্রেড করা শিখতে হবে তাহলেই আমরা ফরেক্স হতে আয় করতে পারব । ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট এর সহায়তা নিতে হবে তাহলে আপনি সফল হবেন ।

rifat104
2014-02-19, 07:41 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে

saidul1234
2014-02-20, 04:08 PM
ভাই আমি আপনার সাথে একমত , আমি ও মনে করি লোভ এবং ভয় থাকলে ফরেক্স ব্যবসা করা যায় না । লোভ মানুষকে ধংস করে এবং ভয় তার স্বপ্নের পথে বাধা দেয় । এই দুটোই মিলে মানুষ সহলতার মুখ দেখতে পারে না । এ দুতি থাকে ফরেক্স থেকে তাকা আয় করা সম্ভব হবে না । তাই এ দুটি ইমোশন কে গুড বাই করতে হবেই ।

rifat101
2014-02-20, 07:18 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবে

pulok
2014-02-20, 07:51 PM
লোভে থেকে আমাদের কে বাচতে হবে কারন আমরা যদি এখানে লোভ করি তাহলে আমরা এই মার্কেট হতে কোন কিছু করতে পারব না তাই আমাদের কে লোভে সাম্লে ফরেক্স ট্রেডিং করতে হবে তাহলে আমি আপনি এই মার্কেট হতে অনেক লাভ করতে পারব বলে আমি মনে করে থাকি ।

rifat101
2014-02-20, 10:39 PM
তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।

আবু নাঈম
2014-02-28, 09:12 PM
ফরেক্স মার্কেট এ আবেগকে নিয়ন্ত্রন করতে হবে আবেগ দিয়ে কোন কিছু অর্জন করা যায় না তাই সকলের উচিত আবেগ নিয়ন্ত্রন করে তারপর ট্রেড করা তাহলে ক্ষতি হওয়ার সম্ভবনা কম থাকে ।

kolim
2014-02-28, 10:18 PM
ফরেক্স কোন মতেই লসের হতে পারে না কিন্তু আমরা আমাদের কারনে লস এর সম্মুখীন হই আর আমার ধারনা আমরা অনেকই মনে করি ফরেক্স করে আমরা টাকা ইনকাম করতে পারভ অনেক শর্ট টাইম যার জন্য আমরা অনেক এই লস করি এইটা হল আমাদের অজ্ঞতার শামিল

১, টানা লস খাওয়া, এবং
২, টানা লাভ করা।
কিভাবে!!? কারন যখন একটানা লস করতে থাকে তখন লস পোষাতে গিয়ে ইমোশনে পড়ে আরও লস খায়।
আবার টানা লাভ করে লোভ সামলাতে না পেরে শুধুমাত্র ইমোশনের কারনে রিস্কি ট্রেড করে লসের সম্মুখীন হয়ে থাকে।

jahangiralam
2014-03-02, 11:23 PM
আমার মতে ফরেক্স বিজনেসের ক্ষতিকর দু'টি ইমোশন হলো লোভ এবং ধৈর্য না ধরা এ দুটি আমাদের ফোরেক্স ট্রেডিং এর জন্য খুবই ক্ষতিকর কারন লোভ হলো এমন একটি বিষয় যার মাধ্যমে আপিনি আপনার সমস্ত মূলধন হারাতে পারেন এবং ধৈর্য না ধরার কারনে আপনার ট্রেডিং এর ক্ষেত্রে আপনি ভূল সিম্ধান্ত নিতে পারেন যা আপনার ফোরেক্স ট্রেডিং এর জন্য খুবই ক্ষতিকর এবং ঝুকিসরূপ।

mamun4earn
2014-03-03, 12:17 AM
ফরেক্স মার্কেটে বিজনেস করতে হলে আমাদের মনে রাখতে হবে লোভ করা যাবে না মনে রাখতে হবে লোভে আপনার বিনিয়োগে অনেক ক্ষতি হতে পারে।আর আপনি যখন লস করবেন মনে রাখতে হবে ফরেক্স ট্রেডে জেমন লাভ হয় আবার লস ও হয় তাই আমাদের ভেঙ্গে পরলে চলবে না।মনে রাখবেন লস থেকে শিক্ষা নিয়ে লাভ করতে হবে।কারন আপনি যেমন পরিশ্রম করবেন তেমন লাভ করবেন

munz
2014-03-05, 12:44 AM
লোভ ভয় কে যদি আমরা দূর করতে না পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা কখনই লাভবান হতে পারব না ।

munz
2014-03-07, 12:44 AM
লোভ ভয় কে যদি আমরা দূর করতে না পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা কখনই লাভবান হতে পারব না । ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য ।

Seema
2014-03-07, 12:28 PM
আপনি আপনি আপনি Aso হবে জিনিস সম্পর্কে জানতে জন্য হবে thigns abuot জানতে হবে যে Aout জানতে হবে যে জিনিস সম্পর্কে জানা প্রয়োজন. কিছু জিনিস সম্পর্কে জানতে সময় প্রয়োজন কিভাবে আপনি Aso জানতে হবে যে.

Strangers
2014-03-07, 12:45 PM
ফরেক্সে বিজনেস করতে হলে লোভ এবং ভয় এই দুটোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এ দুটোর জন্য আপনি কখনই ফরেক্সে সফল হতে পারবেন না। তবে লোভের চেয়ে আমি ভয়কেই বেশি ক্ষতিকর বলবো। অনেকে আছে যারা লস হবার ভয়ে কাজ করতে চায়না। এতে করে ট্রেড না করার কারনে আপনি কখনই লাভ করতে পারবেনা। তবে লোভ এবং ভয়কে দুটোকেই এড়িয়ে চলা উচিত।

zahidbd9
2014-03-07, 02:03 PM
আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার পোস্ট এ যে দুটি ইমোসন এর কথা বলেছেন এই দুইটি ইমোসন আসলেই আমাদেরকে ফরেক্স মার্কেট এ সাফল্য বয়ে আনতে অন্তরায় সরূপ কাজ করে আমাদের ফরেক্স মার্কেট এ সফল হতে যেমন লোব কে নিয়ন্ত্রণ করতে হয় ঠিক তেমনি ভয় কে ও জয় করতে হয় তবে খিয়াল রক্তে হবে ফরেক্স মার্কেট এ যেমন প্রফিট হয় তেমনি লস ও হয় কিন্তু লস যাতে প্রফিট কে ছাড়িয়ে না যায় সব কিছু বুঝে শুনে ট্রেড করতে হবে তাহলেই দোফল হব আমরা একদিন

bmbiplob
2014-03-07, 02:44 PM
লোভ ভয় কে যদি আমরা দূর করতে না পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা কখনই লাভবান হতে পারব না । ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য । ফরেক্স থেকে লাভ করতে হলে আমাদের কে এখানে অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে যাতে করে আমরা কখনো লসের সম্মুখীন হয়ে না যাই ।

fxjony
2014-03-07, 10:22 PM
আমার যদি ইমোশনাল হয়ে ট্রেড করি তাহলে এখানে থেকে কখনই আমরা লাভ করতে পারব না তাই আমাদের কে সব সময় ফরেক্স মার্কেট হতে এমসন মুক্ত হয়ে ট্রেড করতে হবে কারন ফরেক্স হল একটি স্বাধীন বেবসা এখানে আপনি যদি বেশী চিন্তা গ্রস্থ হয়ে পরেন তাহলে আপনি লস করে ফেলতে পারেন বলে আমি মনে করি ।

imran95
2014-03-07, 11:48 PM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

rafin95
2014-03-07, 11:57 PM
লোভ ভয় কে যদি আমরা দূর করতে না পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা কখনই লাভবান হতে পারব না । ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য । ফরেক্স থেকে লাভ করতে হলে আমাদের কে এখানে অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে যাতে করে আমরা কখনো লসের সম্মুখীন হয়ে না যাই ।

rafin95
2014-03-08, 12:23 AM
লোভ ভয় কে যদি আমরা দূর করতে না পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা কখনই লাভবান হতে পারব না । ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য । ফরেক্স থেকে লাভ করতে হলে আমাদের কে এখানে অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে যাতে করে আমরা কখনো লসের সম্মুখীন হয়ে না যাই ।

robin
2014-03-08, 11:48 PM
আমি ফরেক্স এ কচটি হয় এমন কিছু দেখি না ফরেক্স থেকে চাইলেই সবাই লাভকরতে পারে এ জন্য আমাদের কে এই মার্কেট থেকে বেশী করে ট্রেডিং শিখতে হবে এ জন্য আমাদের কে ভাল করে ফরেক্স হতে অবিজ্ঞতা অর্জন করতে হবে অবিজ্ঞতা ছাড়া আমরা এই মার্কেট এ কেউ কিছুই করতে পারি না ।

Forex
2014-03-11, 07:43 PM
লোভ ও বেশী ট্রেড করার ফলে আমাদের বেশী লস হয় তাই আমাদের কে ফরেক্স মার্কেট থেকে আমাদের এই লোভ কে কমাতে হবে এবং ভাল করে ফরেক্স বুঝে ট্রেড করতে হবে তবেই আমরা আমাদের লস কে কমিয়ে নিয়ে যেতে পারব বলে আমি মনে করি ফরেক্স থেকে আমাদের কে সব সময় লোভ কমিয়ে ট্রেড করতে হবে ।

pulok
2014-03-12, 05:26 PM
ফরেক্স মার্কেট এ আমাদের অনেক ক্ষতিকর দিক আছে এ জন্য আমাদের কে বেশী করে ফরেক্স মার্কেট হতে ডেমো ত্রদ করে শিখতে হবে আর ধীর ও ইমোশনাল নিয়ে ফরেক্স মার্কেট এ থাকতে হবে কারন ধৈর্য হীন মানুষ ফরেক্স এ লাভ করতে পারে না তাই ধৈর্য ও ইমসন এর অনেক দরকার রয়েছে ।

Waheduzzaman rasel
2014-03-12, 05:32 PM
আমাদের অন্য কোন স্থানে ইমোশন থাকলেও ফরেক্স বিসনেসে ইমোশন থাকতে নেই। এ ব্যবসায় ইমোশোনের কোন স্খান নেই। ইমোশন থাকলে এ ব্যবসায় বেশিদুর এগোনো সম্ভব হবে না। আপনিকে ইমোশনের বাইরে এসে বাস্তবের সামনে দারাতে হবে। তবেই হবে নয়তো নয়।

FXSam
2014-03-14, 04:03 AM
আমি চাই সব সমইয় আমাদের মন হতে ইমসন কে দূর করে সঠিক ভাবে ফরেক্স শিখতে কারন ফরেক্স শিখতে পারলে আমারা অনেক সহজে ফরেক্স থেকে টাকা আয় করতে পারব । ফরেক্স মার্কেট থেকে টাকা উপার্জন করা কোন সহজ বেপার না তাই আমাদের কে এই ব্যাপারে দৃষ্টি রাখতে হবে ।

fxjony
2014-03-15, 01:57 PM
ফরেক্স বিজনেস করতে হলে আমাদের কে বেশী করে ট্রেডিং শিখতে হবে তবেই আমরা এই মার্কেট হতে ভাল করে ট্রেড করা শিখতে পারব এ জন্য আমরা চাই সব সময়ে ভাল করে ট্রেডিং শিখতে এবং এ থেকে আয় করতে ফরেক্স করার জন্য আমাদের কে বেশী করে ট্রেড শিখতে হবে ।

pulok
2014-03-16, 08:52 PM
ফরেক্স থেকে আমাদের অনেক ক্ষতি হতে পারে ভুলের জন্য তাই আমাদের এই ক্ষতি কে কমিয়ে এনে আমাদের কে ট্রেড করতে হবে তবেই আমরা পারব এই মার্কেট থেকে সব সময় লাভ করতে আমাদের কে বেশী করে সব সময় মনে রাখতে হবে ফরেক্স করতে হলে আমাদের বেশী করে এখ্যানে ট্রেডিং শিখতে হবে ।

forex4earn
2014-03-16, 09:07 PM
ফরেক্স বিজনেসে আমি কোন জিনিসই আপনার আবেগ দিয়া অর্জন করতে চাই না আমি চাই আমার পরিশ্রম আর অভিজ্ঞতা দিয়ে ফরেক্স্ব থেকে আয় করতে।আর আমি মনে করি আপনি যদি লস করলে ইমোশ্নাল হ্যে প্রেন তাহলে আপনি লাভ নয় আরো ক্ষতি করতে পারেন বলে আমি মনে করি।তাই আমাদের মনে রাখতে হবে ফরেক্স এমন একটি বাজার যেখানে ভুল করলে ভুলের মাসুল দিতে হয় ক্ষতি করে তাই সাবধান হয়ে যান আগে থেকেই।

robin
2014-03-18, 03:53 AM
ফরেক্স বিজনেস আমাদের জন্য অনেক ক্ষতিকর আমি মনে করি আমাদের কে সব সময় এই মার্কেট হতে বেশী করে ট্রেড করার জন্য আমাদের কে ভাল ট্রেডিং শিখে ট্রেড করতে হয় কারন আমাদের কে বেশী করে ট্রেড করতে হলে সব সময় এই মার্কেট থেকে বেশী করে আমাদের কে ফরেক্স শিখে নিয়ে ট্রেডিং করতে হবে ।

zhbony
2014-03-18, 07:11 AM
আসলে বিজনেসে ইমোশন ব্যাপারটা খুবই ক্ষতিকর। কেননা ইমোশন দিয়ে ব্যবসায় প্রফিট করা যায় না। আবেগ দিয়ে নয় জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বিজনেস পরিচালনা করতে হয়। তাই আমার মনে হয় ফরেক্সের ক্ষেত্রে ক্ষতিকর দুটি ইমোশন হল লোভ এবং। ভয়ের কারণে হয়ত আপনি বেশীদুর এগিয়ে যেতে পারবেন না, তবে লোভ করলে আপনার লস অনিবার্য। তাই ফরেক্স বিজনেস করতে হলে অবশ্যই লোভ এবং ভয় থেকে নিজেকে দূরে রাখতে হবে।

Forex
2014-03-19, 04:26 AM
আমাদের ফরেক্স বুজনেস করতে হলে সব সময় এই মার্কেট থেকে বেশী করে ট্রেডিং এর অবিজ্ঞতা অর্জন করতে হয় অবিজ্ঞতা ছাড়া আমরা এই মার্কেট থেকে কোন কিছু লাভ করতে পারব না তাই আমাদের কে সব সময় এই মার্কেট হতে বেশী করে ত্রেদিউং এর জন্য ভাল করে ট্রেড শিখতে হবে ।

remal2014
2014-03-19, 02:44 PM
আপনার যদি ফরেক্স এ ভয় এর আবেগ থাকে তাহলে আপনে ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন । তাই আমি মনে করি যদি কেউ ফরেক্স থেকে উন্নতি করতে চাই তাহলে তাকে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে । আর ফরেক্স এ র বিষয়ে সচেতন থাকতে হবে । আবেগ আর ভয় আপনাকে দূর করতে হবে ।

ovimani
2014-04-16, 02:06 PM
আমি মনে করি ফরেক্স ব্যাবসায় বেশি লোভ এবং ভয় এই দুই টার কারনে ফরেক্স ব্যাবসায় সফল হওয়া কষ্ট কর হয়ে উঠে- আপনি যদি আপনার লোভকে নিয়ন্ত্রন করতে না পারেন তাহলে আপনি কখনো-ই সফল হতে পারবেন না, আর ট্রেড করার সময় যদি আপনার ভিতর ভয় জিনিস টা কাজ করে তাহলে আপনি নির্ঘাত লস করবেন । ফরেক্স ব্যাবসায় লোভ এবং ভয় কে এরিয়ে না চলতে পারলে আপনাকে আপনার ট্রেড অ্যাকাউন্টের সব অর্থ হারাতে হবে ।

mofiz
2014-04-17, 01:08 PM
ফরেক্স কখনো লোভ এবং ভয়ের হতে পারে না। কিন্তু অনেক সময় আমরা লোভ এবং ভয়ের কারণে ইনকাম হতে সরিয়ে পড়ি। আমরা যদি লোভ এবং ভয় কে জয় করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে জীবনে উন্নতি করতে পারব। আর এই ইনকাম হচ্ছে ফরেক্স। ফরেক্স একজন বেকার কে একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

hnvd
2014-04-27, 11:59 AM
আপনি কোন জিনিসই আপনার আবেগ দিয়া অর্জন করতে পারবেন না আপনি যদি মনে করেন আপনি সব অর্জন করতে পারবেন যদি ও হয় তাহলে ওই বেশি সময় এর জন্য না ক্ষণিক এর জন্য তাই বলতে চাই আপনি যদি ফরেক্স করতে চান আগে আবেগ কে একটু দূরে রাখুন তার পর করুন ............

mklp
2014-04-27, 12:19 PM
আপনি কোন জিনিসই আপনার আবেগ দিয়া অর্জন করতে পারবেন না আপনি যদি মনে করেন আপনি সব অর্জন করতে পারবেন যদি ও হয় তাহলে ওই বেশি সময় এর জন্য না ক্ষণিক এর জন্য তাই বলতে চাই আপনি যদি ফরেক্স করতে চান আগে আবেগ কে একটু দূরে রাখুন তার পর করুন .

rmahmud
2014-05-08, 08:03 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এ দুটি জিনিষ কে পরিত্যাগ করতে না পারলে ব্যবসায় টিকা সম্ভব না । ফরেক্স মার্কেটে যদি কোন রকম পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না। আর একটা জিনিস হচ্ছে ভয় করা এ দুটি যদি আপনার মাঝে থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না। বরং আপনার সময় এবং টাকার ক্ষতি হবে ।

s alam
2014-05-09, 11:28 AM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্য। তাই লোভকে মনে বাসা বাধতে দেওয়া যাবে না। তাহলে আপনি ক্ষতি থেকে অনেকটা সুরক্ষিত। আয় ভয় হচ্ছে আপনার প্রধান দূর্বলতা। ভয় আপনাকে কোন ভাল কাজ করতেও বাধা প্রদান করে। তাই এই বয়কে জয় করতে হবে। ভয়কে জয় করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞানী হতে হবে।

Paris Bala
2014-05-09, 01:23 PM
ফরেক্স এ লস হয় তখনি যখন আমারা আমাদের লোভ না সামলাতে না পারি । লোভ করে যদি না বুঝে ট্রেড নেয়া হয় আমাদের লস নিশ্চিত । আর একটা জিনিস ভয় ।যদিও লোভ ও ভয় সমানুপাতিক, তারপরেও ভয় জয় করে সামনে আগাতে হবে । যদি ফরেক্স এর এই দুটি ক্ষতিকর দিক, লোভ ও ভয় দূর না করতে পারেন ফরেক্স এ আপনার জন্য বিশেষ কিছুই অপেক্ষা করে নেই ।

Rahul
2014-05-11, 09:55 AM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবে

mishuamld
2014-05-26, 10:21 AM
আমরা যদি লোভ এবং ভয় কে জয় করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে জীবনে উন্নতি করতে পারব। আর এই ইনকাম হচ্ছে ফরেক্স। ফরেক্স একজন বেকার কে একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

Niloy223
2014-05-29, 02:11 AM
আমার কাছে ফরেক্স এর দুতি ক্ষতিকর ইমশন হল ধয়রয এবং লভ । এই ২ তা জিনিস জয় করতে পারলে ফরেক্স এর মাদ্ধমে অনেক প্রফিত করা সম্ভব । সথিক সময়ে সথিক সিন্দধান্ত আপনাকে এনে দিতে পারে সাফল্য

fanboxbd
2014-05-29, 01:08 PM
আমার দৃষ্টিতে ফরেক্স ক্ষতিকর দু'টি ইমোশন হল লোভ এবং ধৈর্য্য, ফরেক্স ট্রেডে লোভ সংবরন করতে হবে এনং ধৈর্য্য ধারন করতে হবে

sichoctg
2014-05-29, 06:32 PM
ফরেক্স বিজনেসের প্রধান ২টি ইমোশন লোভ এবং ভয়। ফরেক্স বিজনেসে চ্যালেন্স নিতে হবে তার মানে এই নয় যে চ্যালন্স টা লোভের পর্যায় না যায় । অতিরক্তি ভয় থাকলে ও ফরেক্স সফল হওয়া সম্ভব না। এই ব্যবসার আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে অনভিজ্ঞতা। যা আপনার ব্যবসাকে অনেক ক্ষতির সম্মুখীন করে তুলবে।

sammi
2014-11-21, 07:11 PM
কোন ব্যবসাতেই ইমোশনের কোন জায়গা নাই। ইমোশন মানেই ব্যবসাই লস। ফরেক্স এ একটি ক্ষতিকারণ ইমোশনাল হল লোভ। যেমন আপনি মার্কেট দেখতেছেন হঠাৎ দেখলেন কিছু বোঝার আগেই মার্কেট হয়ত অনেক বেশী আপ এ দিকে চলে যাচ্ছে বা মার্কেট ডাউন এর দিকে যাইতেছে তখন আনি কিছু না বুজেই সেদিকে একটা ট্রেড ওপেন করলেন হয়ত তখন ই আপনি লস করে ফেললেন। আর একটা হল ভয় কারণ আপনি হয়ত লস করতে করতে আর সাহস পাচ্ছেন না ফরেক্স এ আসতে।

FXSam
2014-11-21, 07:56 PM
লোভ আর ভয় হচ্ছে ফরেক্স মার্কেট এর সব থেকে খারাপ ও ক্ষতিকর ইমোশন আমি সব সময় চাই এই মার্কেট থেকে আমাদের লোভ কে দূর করতে তাই আমাদের কে বেশী করে সব সময় এই মার্কেট থেকে ভয় দূর করতে হবে । কারন আমরা চাই এখানে কখনই যেন লস না করি আর লস যাতে না হয় সে জন্য আমাদের কে এই মার্কেট থেকে লাভ করতে হলে ভয় আর লোভ মুক্ত থাকতে হবে ।

Mahadi0805
2014-11-22, 01:51 AM
লোভ এবং ভয় এই দুইটি ইমোশন ফরেক্স মার্কেটের জন্য মারাত্মক ক্ষতি কর। এই দুই ইমোশনের প্রভাবে প্রয়শয় ফরেক্স মাকের্টে ানেক বড় ক্ষতির সম্মিখিূন হতে হয় ট্রেডাদের।

ali.kamal
2014-12-13, 03:57 PM
ফরেক্স ব্যবসায়ে ট্রেডাররা লস বা ক্ষতির মুখ দেখেন দুটি ইমোশনাল কারনে আর এই দুটি ইমোশন হলো লোভ ও ভয়। অনেক ট্রেডার অনেক টাকা লাভের লোভে পড়ে সব মুলধন হারিয়ে ফেলে আবার অনেকে ভয়ে ট্রেড না করে লসের মুখ দেখতেই থাকে।

mahadihasan0001
2014-12-13, 04:23 PM
হ্যা বন্ধু লোভ এবং ভয় ফরেক্সের জন্য মারাত্বক ক্ষতিকর কারন লোভের কারনে একাউন্ট জিরো হয়ে যায় আর ভয়ের কারনে ট্রেড না নিয়ে লাভ হতে বন্চিত হতে হয়। ধন্যবাদ।

Sreepad2014
2014-12-14, 05:20 PM
ফরেক্স বিজনেসের ক্ষতিকারক
দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই
দুইটি ইমোশন যদি কন্লট্রোল
করতে না পারেন তাহলে আপনার
ব্যাবসা লাটে উঠবে।
তবে ভয়ের চেয়ে লোভ
বেশি ক্ষতিকারক। কারন লোভের
কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন
হতে পারেন

gangchil
2014-12-16, 11:41 AM
আমার মতে ফরেক্স ট্রেডিং এর প্রধান দুটি খতিকর ইমশন হল ১) লোভ করা, আর ২) মাথা গরম করা। এই দুটিই আপনার লস এর মুল কারন। এই দুটিকে কন্ট্রোল করতে না পারলে আপনার ফরেক্স ট্রেড না করাই ভালো। এই দুটির কারনে আপনার লস হবেই।

Babu11
2014-12-16, 11:45 AM
শুধু ফরেক্সেই না ইমসন এর কোন ব্যবসাতেই কোন জাইগা নাই। তবে ফরেক্স বিজনেসের জন্য সবচেয়ে ক্ষতিকর ২ টি এমসন হল লোভ ও ভয়।

roni11
2015-06-06, 02:00 PM
ফরেক্স মারকেটের মধ্যে সব চেয়ে ক্ষতিকর দুটি দিক হল লোভ আর ভয় এই দুটি জার মধ্যে আছে সে কন দিন ফরেক্স মারকেটে সফল হতে পারে না এমশন ফরেক্স ট্রেডারকে বিসাল কতি করে ট্রেড করার মন মানশিকতা নস্ট করে দেয় আর এমন জার আছে তার ট্রেড করার সময় ট্রেডের নিওম নিতি গুল এমশন নস্ট করে দেয়।

Talha
2015-06-06, 07:59 PM
লোভ আর ভয় দুটোই ট্রেডিং এর জন্য
খুবই খারাপ, আপনি যতদিন পর্যন্ত
এই দুটো জিনিস কে নিয়ন্ত্রন করতে
পারবেন আপনি ফরেক্স এ সফল হতে
পারবেন। কাজেই এই দুটি জিনিসকে নিয়ন্ত্রন করা প্রোয়জন সফল হওয়ার জন্য।

TselimRezaa
2015-06-24, 12:18 PM
আপনি ঠিকই বলেছেন। ফরেক্স মার্কেটের জন্য ক্ষতিকর দুটি ইমোশন হলো লোভ এবং ভয়। লোভ এবং ভয় এমন ইমোশন যা আপনাকে পেছন থেকে টেনে ধরবে। লোভের কারনে আপনি অনেক ভুল সিদ্ধান্ত নেবেন। কারন মার্কেট সবসময় প্রচুর মুভ করে। তাই সুযোগ যখন আসে তখন সেটাকে কাজে লাগাতে হবে। লোভ করা যাবেনা। আর হ্যা ভয়ও করা যাবেনা।

shuvo01
2015-06-24, 12:54 PM
আসলে কোনো কাজ করতে হলে প্রথমেই সাহস থাকা খুবই জরুরি । তাই এখানে কাজ করতে হলে অধিক সাহস আর াধিক অনুশীল করা খুবই জরুরি । ফরেক্স এ কাজ করতে হলে ধর্যৈ খুবই গুরুত্বপূর্ণ । ধৈর্য দরে কাজ করলে অবশ্যই সাফল্য লঅভ করা সম্ভব করা যাবে ।

raju0000
2015-06-24, 10:32 PM
জি আমি বরাবর এর মতিন সবার কাছ থেকে শুনে আসচি লোভ এবং রাগ এ দুটি হলো ফরেক্স এর মূল ২ বড় শত্রু. আসলে এরা যেভাবে কাজ করে তা অনেকটা এমন, যখন আপনি তাকে প্রফিট বেবহার করেন না, এবং লোভে এ পরে অপেক্ষা করতে থাকেন আরো লাভ এর আশায়, সেক্ষেত্রে এই সমসা তা হয়, এখানেআপনি আরো লাভের আশায় মার্কেট উল্টো ঘুরা শুরু করে, আবার হতে পারে রাগের বসে আপনি ভুল সিধান্ত নিলেন.

daredevilcps9
2015-06-24, 10:54 PM
লোভ ও হতাশা ফরেক্স বিজনেসের ক্ষতিকারক দুটি ইমোশন কারণ আমরা লোভের কারণে বারবার ট্রেড করে থাকি এবং একসময় লসের সম্মুখীন হই যা পরবর্তীতে হতাশায় রুপ নেয়।

Abdul Momin Chy262
2015-06-24, 11:02 PM
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু । আপনি যদি বেশি লোভের আসায় ট্রেড করেন তাহলে দেখবেন যেকোনো সময় আপনি অনেক বড় লস করে বসবেন । আর যদি আপনার মনে ভয় থাকে তাহলে কখনইই খুব বেশি সফল হতে পারবেন না । আর ফরেক্সে বেলায় তো আর না । তাই ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে ভয় এবং লোভ নিয়ন্ত্রণ করে করতে হবে । তবেই আসা করা যায় আপনি সফল হবেন ।

bonushunter
2015-06-24, 11:28 PM
হ্যা একদম সঠিক কথা ফরেক্স ব্যবসায় লোভ এবং ভয় এই দুই ইমোশন কন্ট্রোল করতে পারলে ফরেক্স এ সফলতা আসবেই। তাই প্রতেক ট্রেডারের উচিত এই দুটো কন্ট্রোল করা। আমার যারা নতুন ট্রেডার তারা সুধু এই দুই কারনেই ফরেক্স এ সবসমায় লস করি।

mpapayar
2015-06-25, 04:53 PM
লোভ ভয় কে যদি আমরা দূর করতে পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা লাভবান হতে পারব । ফরেক্স কোন মতেই লসের হতে পারে না কিন্তু আমরা আমাদের কারনে লস এর সম্মুখীন হই । ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হওয়া যাই ।

Fxaziz
2015-07-25, 09:25 PM
ফরেক্স মার্কেট এ ভয় পাওার কোন কারন নাই।সব বিজনেসেই লাভ লস উভইটি রয়েছে তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ লস উভইটি রয়েছে। ফরেক্স মার্কেট এ আপনি কি লাভ করবেন না লস করবেন তা নির্ভর করবে আপনার ট্রেড এর উপর। ফরেক্স মার্কেট এ লোভ এর কোন স্থান নেই। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করলেন তো আপনি ফরেক্স মার্কেট থেকে জোরে পরলেন। তাই ভয় এবং লোভ উভইটি দুর করুন তারপর ট্রেড করুণ।

BD ONLINE
2015-10-26, 05:48 PM
লোভ এবং ভয় বাদেও আরো একটি ইমোশন আছে সেটাও ফরেক্স এর জন্য খুবই ক্ষতিকর। আর তা হল সেন্টমেন্টার হয়ে ট্রেড করা। আপনি লোভ এবং ভয় দুটোকেই কন্টোল করে রাখলেন। মার্কেটের সামনে অনেকক্ষন বসে আছেন। মার্কেট বুঝতেছেন না তাই কোন ট্রেড ও করতে পারছেন না। এক সময়ে অধৈর্য হয়ে উঠলেন। মেজাঝ গেল খারাপ হয়ে। মেজাঝ গরম করে উল্টা পাল্টা ট্রেড করে বসলেন। দেখলেন ট্রেড ওপেন করার পরে মার্কেট আপনার বিপরীতে আরো চলে গেল। আবারো ট্রেড করলেন। এটাই হল সেন্টিমেল্টাল ট্রেড। তাই সেন্টিমেন্টকেও আপনার কন্টোল করতে হবে।

mlbasumata
2015-10-26, 07:05 PM
ফরেক্স ট্রেডিং-এ অনেকগুলি ইমোশনকে কন্ট্রোল করে চলতে হয়, যেমন- লোভ, ক্রোধ, অতিরিক্ত দূ:সাহস, ভয়, আবেগ ইত্যাদি। উল্লেখিত প্রতিটি ইমোশন বিবেক দংশন করে, আর বিবেক দংশন হলে সঠিক সিদ্ধান্তের ক্ষমতা লোপ পায়। সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ট্রেডে লস করবেন। কাজে সংযমে থাকুন, মাথা ঠান্ডা রাখুন; সুখ-দু:খ নিয়ে যেমন আমাদের জিবন ঠিক তেমনি লাভ-লস নিয়েই ফরেক্স জিবন।

Imran2
2015-10-26, 07:29 PM
লোভ আর অভিজ্ঞতাই হল আমার মতে ফরেক্স এর দুটি বড় ইমোশন । অভিজ্ঞতার কারনেই বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকে । আর লোভের কারনে অনেক ট্রেডার অকালেই ফরেক্স থেকে ঝরে যায় । তারা ভাবে ফরেক্স টাকা বানানোর একটা যন্ত্র । যা তাদের বড় ভুল বলে আমার মনে হয় ।এই ভুলগুল নিয়ম মেনে চলতে পারলেই আপনি ফরেক্সে উন্নতি করতে পারবেন ।

monorom
2015-10-27, 12:23 AM
আমরা ইমোশন বলতে আবেগ বুঝে থাকি । ফরেক্স ট্রেডিং এ আবেগ অনেক বড় লসের কারন হয়ে দারায় । আপনি আবেগের বসে অনেক ভুল ট্রেড এন্ট্রি নিয়ে অনেক বড় লস এর সম্মুখীন হতে পারেন । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ পুরাপুরি ত্যাগ করতে হবে । একটি ট্রেড এ লস হয়ে গেলে আবেগ এর বসে কোন এনালাইসিস ছাড়া কোন ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না এতে আরও বেশি লস হতে পারে । এবং ফরেক্স ট্রেডিং এ কোন প্রকার লোভ করা যাবে না ।

Fxaziz
2015-10-27, 12:41 AM
হ্যাঁ ভাই আপনি খুব সুন্দর কিছু কথা বল্লেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে বা ফরেক্স মার্কেট এ সফল হতে হলে আমাদের কে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে।ফরেক্স মার্কেট এ লোভের কোন স্থান নাই।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ করা জাবেনা।আরেকটি হচ্ছে ভই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে ভি পাওয়া জাবেনা।এই দুইটি বিষয় যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড এর সময় দুরে রাখতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।

sharifulbaf
2016-01-19, 06:24 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমাদের অনেক ক্ষতিকর জিনিস আছে যার জন্য আমরা ফরেক্স মারকেট এ ট্রেডিং করতে গিয়ে আমাদের ব্যালেন্স জিরো করে ফেলি,প্রথম হচ্ছে লোভ ফরেক্স মার্কেট এ লোভ করা যাবেনা,আর ইমোশনাল হয়ে ট্রেডিং করা যাবেনা,তা থেকে।বিরত থাকিতে হবে।

mim191
2016-01-19, 08:30 AM
আমার মনে হয় আপনি কোন জিনিসই আপনার আবেগ দিয়া অর্জন করতে পারবেন না আপনি যদি মনে করেন আপনি সব অর্জন করতে পারবেন যদি ও হয় তাহলে ওই বেশি সময় এর জন্য না ক্ষণিক এর জন্য তাই বলতে চাই আপনি যদি ফরেক্স করতে চান আগে আবেগ কে একটু দূরে রাখুন তার পর করুন।

Mdalam
2016-01-20, 04:51 AM
ফরেক্স ব্যবসাই লভ ও ভই পেলে ক্ষতি হবে। ফরেক্স ব্যবসাই লোভ করলে অল্প সময়ের মধ্যে ক্ষতি হতে পারে এবং ট্রেড করতে ভই পেলে ক্ষতি হবে। লোভ থেকে বিরত থেকে ভইকে জই করে ফরেক্সে কাজ করতে হবে তাহলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।

Realifat
2016-01-20, 06:44 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স বিজনেসে ইমোশন বলতে লোভ এবং মনের ভয় এই দুটো বেশি বিপজ্জনক। লোভের কারনে অনেকসময় ওভারট্রেডিং বা আন্দাজে ট্রেড করা হয় বলে লস হবে। আর ভয়ের কারনে ভালোভাবে ট্রেড কররা যায় না এবং বেশি প্রফিটও করা যায় না। সর্বোপরি এসব কারনে লোভ এবং ভয় ফরেক্স বিজনেসের দুইটি ক্ষতিকর ইমোশন।

RUBEL MIAH
2016-02-13, 02:18 PM
ফরেক্স বিজনেসের অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে । তার মধ্যে নিম্নে দুইটি দিক দেয়া হল :
(১) লোভ
(২) আবেগ

MotinFX
2016-02-13, 02:37 PM
আপনার কথার সাথে আমি একমত কারন ফরেক্স মার্কেটে লোভ এবং ভয় আমাদের জন্য ক্ষতি কর। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এই দুইটাকে জয় করতে হবে তাহলে ফরেক্স থেকে স্বাধীন ভাবে আয় করতে পারব। লোভ করার ফলে বড় ভলিউমে ট্রেড করা বড় লসের সম্মুখিন হয় এবং ভয় থাকার কারনে সুযোগ হাত ছাড়া করা।

Marufa
2016-02-13, 08:44 PM
যারা ভাল মানের প্রফেশনাল ট্রেডার তারা একটি ট্রেডের জন্য দুই সপ্তাহ অপেক্ষা করে থাকেন । একটি কার্যকরী এবং ভাল ট্রেডিং প্লান মত ট্রেড আসতে দুই সপ্তাহ লাগতে পারে । তাই অধৈর্য হওয়া যাবে না । ট্রেডে লস করার চাইতে ট্রেড না করাই ভাল । সব সময় আমাদের মনে রাখতে হবে সর্বপোরি ফলাফল কি ।

Vision
2016-02-27, 08:58 PM
লোভ ,ভয় ,দ্বিধা এসব কিছু হল মানবিক খারাপ গুণ । ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তারা হয়ত জানে যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক আমরা যে জিনিসটাকে জয় করতে পারি না হল ভয় আর লোভ । আর ভয়ের চেয়ে লোভ অনেক বেশি ক্ষতিকর । ভয়ে থাকলে মানুষ নিয়ন্ত্রিত ট্রে্ড করে শুধুমাত্র টাকা হারানোর ভয়ে । কিন্ত যখন আমরা লোভের বশবর্তী হয়ে ওভার ট্রেডিং করি তখন অনেক বেশি লসের সম্মুখীন হয়ে থাকি যা আমাদের একাউন্ট পর্যন্ত জিরো করে দিতে পারে ।

razu777
2016-02-27, 11:46 PM
আমি বলবো আমার লোভ বেরে যায় যখন আমি মার্কেট এ পিন বার দেখি, তখন নিজের ইমশন আর লোভকে কন্ট্রোল করতে পারিনা, নিয়ম ভেঙ্গে আমি একটু বেশি লট এর অর্ডার দিয়ে থাকি কারন আমি জানি পিন বার দেখে ১০ বার ট্রেড নিলে ৬ থেকে ৭ বারি সেটা আমার টার্গেট এ হিট করবে, কিন্তু সেটা অবশ্যই ৪ ঘণ্টা এবং ১ দিন এর পিন বার।

real80
2016-02-28, 11:52 AM
ফরেক্স ট্রেডিং ঈকজন ট্রেডারকে সবচেয়ে বেশি ক্ষতি করে তার লোভ এবং ভয়। লোভের কারনে একজন ট্রেডার তার একাউন্ট জিরো করে ফেলে। একটি দুইটি ট্রেডে লাভ করতে পারলেই অনেকেই মানি ম্যানেজমেন্ট ভুলে গিয়ে পরবর্তী ট্রেডে বড় লটের ট্রেড করে ফেলে। তখন যদি লস আসে তাহলে ট্রেডারের জন্য ভীষণ ক্ষতি হয়। এই জন্য লোভ ত্যগ করা উচিত। ভয়ে ভয়ে ট্রেড করলে চলবে না। নিজের উপর আস্থা রাখতে হবে।

hkabirshas
2016-02-28, 06:04 PM
সত্যিই ফরেক্স মার্কেটে লোভ ও ইমোশন হচ্ছে ক্ষতির কারণ। পর পর কয়েকটি ট্রেডে লাভ হলে লোভে পড়ে আরো বড় ট্রেড করলে লস হবার সম্ভাবনা থাকে। আবার কিছুক্ষণ কয়েকটি ট্রেডে লস হলে সেই লস রিকভার করার জন্য ইমোশনাল হয়ে আরো ট্রেড করে লসের সম্মুখীন হতে পারে। তাই এখানে বেশী লোভ করা থেকে বিরত থাকা উচিত।

nbfx
2016-11-12, 11:58 AM
একটি বাস্তব সত্য হলো ট্রেডিশনাল বিজনেম আর অনলাইন বিজনেস বলুন আবেগ দিয়ে কখনো করা যায় না।আপনাকে যুক্তি এবং বাজারের বাস্তবতা মেনে বিজনেস করতে হবে।ফরেক্স মার্কেটের প্রাইসের উল্টোদিকে গিয়ে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না।আবেগ নয় ফরেক্স শিখুন তারপর ট্রেড করুন। অর্থ ও সময় দুটোই বাচঁবে।

sss426
2016-11-12, 02:06 PM
ভাই আমি মনে করি ফরেক্স মার্কেটে লোভ এবং ভয় কে দূর করতে হলে মার্কেট সম্পরকে আনালাইস্যস করতে হবে কারন আমারা যখন আনালায়সিস ছাড়া ট্রেড ওপেন ওপেন করি আন্দাজের উপর তখনি লোভ এবং ভয় আমাদের মাঝে কাজ করতে শুরু করে

shimul77ss
2016-11-12, 02:37 PM
ফরেক্স মার্কেটে ক্ষতিকর ইমশন গুলো হল-অতিরিক্ত লোভ আর ট্রেড সম্পর্কে অতিরিক্ত অভার কনফিডেন্স।কোন ট্রেদ নিয়ে যদি আপনি বেশি লোভ করেন তাহলে তাহলে সেই ট্রেড লস করবেন শিউর।আর অতিরিক্ত ওভার কনফিডেন্স নিয়ে যদি এনালাসিসের বিপক্ষে ট্রেড করেন তাহলেও লস করবেন।

RUBEL MIAH
2016-11-12, 05:06 PM
ফরেক্স ব্যবসায় অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে । এই দিকগুলো ফরেক্স মার্কেটে লাভ করতে বাধা প্রদান করে । আমাদের এই দিকগুলো পরিহার করতে হবে । নিম্নে ক্ষতিকর দিকগুলো বর্ণনা করা হল :
(১) লোভ
(২) অদক্ষতা ।
সুতরাং আমরা উপরোক্ত দিকগুলো অবশ্যই পরিহার করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

sohrab
2016-11-12, 06:32 PM
ফরেক্স ট্রেডে আপনাকে দুটি বিষয় ত্যাগ করতেহবে যা ফরোক্স ট্রেডিং এর জন্য ক্ষতিকর তা হল ইমোশন এবং লোভ । ফরেক্স চ্রেডে সফল হতে হলে আপনাকে অবশ্যই লোভ এবং ইমোশন ত্যাগ করতে হবে । ইমোশন এবং লোভ আপনাকে বড় বড় ট্রে করতে এবং মসয় মত ট্রেড ক্লোজ করতে অন্তরায় হিসেবে কাজ করবে এবং এক সময় ব্যলেন্স শূন্য করে দিবে ।

nisho5533
2016-11-12, 07:19 PM
ফরেক্স হল আন্তজাতিক ব্যবসা আয় ব্যবসা করতে গেলে লাভ লস থাকবে আমার মনে ফরেক্স লস হবার পেছনে মান্সিক চিন্তা বিশেষ দায়ি | অনেক ফরেক্স নিয়ে অযথা চিন্তা করে জার করনে ফরেক্স থেকে লস করে আর ফরেক্স থেকে সিটকে পরে |আমি মনে করি ফরেক্স থেকে যেমন আয় করা যায় তেমন লস হতেই পারে আমি আবার ও লাভ করতে পারি তাই আমি ফরেক্স করছি আয় করব|

Biplob72
2016-11-13, 02:01 PM
আপনার কথার সাথে আমি একমত কারন ফরেক্স মার্কেটে লোভ এবং ভয় আমাদের জন্য ক্ষতি কর। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এই দুইটাকে জয় করতে হবে তাহলে ফরেক্স থেকে স্বাধীন ভাবে আয় করতে পারব। লোভ করার ফলে বড় ভলিউমে ট্রেড করা বড় লসের সম্মুখিন হয় এবং ভয় থাকার কারনে সুযোগ হাত ছাড়া করা।:woo::ok:

kazirasel
2016-11-13, 03:14 PM
ফরেক্স যদি সারাজীবন করতে চায় আর ফরেক্স এ যদি নিয়মিত লাভ করতে চায় কেউ তাহলে তাকে আবেগ লোভ ত্যাগ করতে হবে । আর এই দটি জিনিস মানুষকে ধ্বংস করে জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাডাঁয় । যে যত দূত এই গুলো ছাড়তে পারবে সে তত দূত সফল হবে আর তা না হলে ফরেক্স আর করা লাগবে না ।

shimul77ss
2016-11-13, 03:19 PM
ফরেক্স মার্কেটে ক্ষতিকর কিছু ইমোশন হল-
১।অতিরিক্ত লোভ
২।ভয়
৩।হতাশা
৪।ওভার কনফিডেন্স
ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে এইসব ইমোশন গুলো পরিহার করতে হবে।

Competitor
2017-06-24, 05:55 AM
লোভ আর ভয়কে অবশ্যই আমাদেরকে তাড়ানোর কিংবা নিয়ন্ত্রন করার শক্তি থাকতে হবে । ফরেক্সে তারাই ভালো লাভবান হতে পারে যারা কিনা অনেক বেশি পরিমাণে নিজের উপর কার্যকর নিয়ন্ত্রন আনতে পারে । ফরেক্সে লাভবান হওয়া অত সহজ কোন কথা নয় । এখানে লাভবান হতে হলে খুব বেশি করে এই মার্কেটের মূল বিষয়গুলো মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে । এভাবেই আমরা সফল হতে পারব ।

morshed naim
2017-07-29, 01:17 AM
লোভে থেকে আমাদের কে বাচতে হবে কারন আমরা যদি এখানে লোভ করি তাহলে আমরা এই মার্কেট হতে কোন কিছু করতে পারব না তাই আমাদের কে লোভে সাম্লে ফরেক্স ট্রেডিং করতে হবে লোভ ভয় কে যদি আমরা দূর করতে না পারি তাহলে ফরেক্স মার্কেট হতে আমরা কখনই লাভবান হতে পারব না।ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য।

simcard
2017-07-29, 01:37 AM
আমি বলবো ফরেক্স এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তার মধ্যে লোভ করাটা অত্যন্ত খারাপ। কারন লোভ করতে গিয়ে আপনি আপনার একাউন্টটা জিরো বানিয়ে ফেলতে পারেন। তাই সব সময় লোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আবার অনেকে লস রিকভার করার জন্য ওভারট্রেডিং করে। এটা আরেকটা ভয়ানক জিনিস। কারন আপনি যদি ওভারট্রেডিং করেন তখন দেখবেন মার্কেট এক সময় আপনার প্রতিকুলে যাচ্ছে।

mahbubhb
2017-08-16, 08:38 PM
ফরেক্সে কাজ করা যেমনি ইন্টারেস্টিং তেমনি আবার ক্ষতিকর দিকও আছে। আমরা যারা ফরেক্সে রিয়েল একাউন্টে কাজ করি তারা সকল সময়ে একটি ভয়ের মধ্যে থাকি যে আসলে লাভ হয় না লস হয়। এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য আমাদের সকলের উচিৎ আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে ফরেক্সে কাজ করা। আর এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে বেশী করে ডেমো একাউন্ট প্র্যাকটিস করতে হবে। এবং শুরুতে কম ডিপোজিট দিয়ে ট্রেড শুরু করতে হবে।

kashi93
2017-09-08, 12:44 PM
বাংলাদেশ এ উন্নতির জন্য ফরেক্স মার্কেট তেমন ভুমকা পালন করেন। কারন আমাদের দেশে ইন্টারনেট এর অবস্তা ভালো না।আমাদের দেশে এখনও ইন্টারনেট বা ফরেক্স মার্কেট সম্পর্কে জানেনা। তাই আমি মনে করি আমাদের দেশে উন্নয়নের জন্য ফরেক্স মার্কেট তেমন কনপ ভূমিকা পালন করবে না। তবে ভবিষ্যতে যদি আমাদের দেশের মানুষ ফরেক্স মার্কেট সম্পর্কে জানে তাহলে হইত দেশের উন্নয়নের জন্য ফরেক্স মার্কেট ভালো ভুমিকা রাখবে> ।

01797733223
2017-09-26, 10:35 PM
যখন একটি মার্কেট এর অ্যানালাইসিস সম্পন্ন হয় তখন ট্রেড নেয়ার সিদ্ধান্ত নেয় খুবই গুরুত্বপূর্ন কারন সামন্য ভুলের কারনে আপনি লস করতে পারেন এই সময় অনেক ভয় লাগে যে হয়তো ট্রেডটি ঠিক হয় নাই । এই ভয়ের মূল কারন হলো নিজের উপর আত্মবিশ্বাস না থাকা । আবার অনেকেই আছেন যারা অ্যানালাইসিস করার পরেও ভূল ট্রেড করে ধৈর্য্য না ধরতে পারার কারনে । এই দুটো ভয়ানক । হয়তো এই দুটি অভ্যাস আপনার ট্রেডিং জীবন এর সমাপ্তি ঘটাতে পারে ।

Mamun13
2017-09-27, 12:04 AM
এই লোভের যন্ত্রণায় আমরা সবাই লস করি আর প্রায়ই আমাদের পুঁজি শুন্য করে আধা পাগল হয়ে পড়ি৷এই বেশি লোভের কারনেই আমরা মার্কেটের পরিস্হিতি কিছুই না শিখে না বুঝে বেশি লাভের আশায় দ্রূত ধনী হওয়ার স্বপ্নে বিভোর থাকি আর বড় সাইজের লটে এন্ট্রী করতে থাকি৷কিছু প্রফিটের দেখা পেলেই ওভার-কনফিডেন্ট হয়ে ওভারট্রেড করতে থাকি...আহ্ প্রফিট আর প্রফিট !! ওপেনিং ট্রেড গুলো কী আর ক্লোজ করে দিতে ইচ্ছা হয় ? তখন নাকে তেল দিয়ে ঘুমাই... কিছু সময় পরে দেখি-মার্কেট প্রাইস উল্টা দিকে রিভার্স করছে আর আমার ১২টা বাজিয়ে পুরো ব্যালেন্সটাই গিলে ফেলছে৷এই সবকিছুর পেছনে কাজ করে আমাদের 'লোভ'৷আর ভয়ের কারনেও ভূল এন্ট্রী করি,অল্প প্রফিট হতে না হতেই ট্রেড ক্লোজ করে দেই,ভয়ের কারনে অনেক প্রফিটেবল সুযোগ হাতছাড়া করি৷

Rx100
2020-03-14, 04:50 PM
হ্যাঁ আমি এক মত। লোভ করলে আপনি লস করবেন। এবং ভয় থাকলে ও আপনি ট্রেড করতে পারবেন না। সুতরাং লোভ ও ভয় ত্যাগ করতে হবে।

amreta
2020-03-14, 04:58 PM
পরিশ্রম করা উচিত। আপনাকে আপনার সমস্ত অখণ্ডতা এবং কঠোর পরিশ্রমের সাথে কাজ করতে হবে the ব্যক্তি যা কিছু দেয় এবং আপনি যদি সাফল্যের জন্য খুব ভাল পোস্ট করেন তবে অবশ্যই তাকে অবশ্যই এই ব্যবসায় সফল হতে হবে আপনার সাফল্যের জন্য কঠোর পরিশ্রমও করা উচিত should যে কেউ কঠোর পরিশ্রম করে সে অবশ্যই এতে সফল হবে, সুতরাং আপনাকে অবশ্যই সফল নেতা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

Hredy
2020-03-14, 04:59 PM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

Jid13
2020-03-14, 05:40 PM
ভাই আমি আপনার সাথে একমত , আমি ও মনে করি লোভ এবং ভয় থাকলে ফরেক্স ব্যবসা করা যায় না । লোভ মানুষকে ধংস করে এবং ভয় তার স্বপ্নের পথে বাধা দেয় । এই দুটোই মিলে মানুষ সহলতার মুখ দেখতে পারে না । এ দুতি থাকে ফরেক্স থেকে তাকা আয় করা সম্ভব হবে না । তাই এ দুটি ইমোশন কে গুড বাই করতে হবেই ।

Fxxx
2020-03-14, 05:46 PM
ফরেক্সে বিজনেস করতে হলে লোভ এবং ভয় এই দুটোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এ দুটোর জন্য আপনি কখনই ফরেক্সে সফল হতে পারবেন না। তবে লোভের চেয়ে আমি ভয়কেই বেশি ক্ষতিকর বলবো। অনেকে আছে যারা লস হবার ভয়ে কাজ করতে চায়না। এতে করে ট্রেড না করার কারনে আপনি কখনই লাভ করতে পারবেনা। তবে লোভ এবং ভয়কে দুটোকেই এড়িয়ে চলা উচিত।

sofiz
2020-03-14, 09:54 PM
লোভ আর ইমসন হল ফরেক্স মার্কেট এর সব থেকে বড় ক্ষতিকর দিক আমাদের কে এই মার্কেট হতে লাভ করতে হলে এই ক্ষতিকর ত\ দিক হতে আমাদের কে মুক্ত হয়ে ট্রেড করতে হবে তাহলে আমরা এখানে লাভবান হতে পারব ফরেক্স মার্কেট এ ক্ষতি হলে তা আমাদের জন্য কখনও ভাল হবে না ।

Lubna1212
2020-03-14, 11:04 PM
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এবং আমি আপনার সাথে একমতইভেন্টে আমরা লোভের ভয়কে জয় করতে পারি না, আমরা কখনই ফরেক্স বিজ্ঞাপনের মাধ্যমে লাভ করব না। ফরেক্স মার্কেট আবেগের জন্য নয় তবে এখানে আপনাকে ফরেক্সের সুবিধার জন্য নিঃশব্দে দাঁড়ানো দরকার। আমাদের যদি ফরেক্স থেকে বাছাই করা প্রয়োজন, আমাদের এখানে আমাদের অসাড়তা বাড়াতে হবে যাতে আমরা কখনই দুর্ভাগ্যের মুখোমুখি হই না।

Kane
2020-03-14, 11:10 PM
লোভ আর ভয় দুটোই ট্রেডিং এর জন্য ব্যাস খারাপ, আপনি যতদিন না পর্যন্ত এই দুটো জিনিস কে নয়ন্ত্রন করতে পারছে, আপনি ফরেক্স এ সফল হতে পারবেন না।

Runil
2020-03-25, 02:55 PM
ফরেক্স এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তার মধ্যে লোভ করাটা অত্যন্ত খারাপ। কারন লোভ করতে গিয়ে আপনি আপনার একাউন্টটা জিরো বানিয়ে ফেলতে পারেন। তাই সব সময় লোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আবার অনেকে লস রিকভার করার জন্য ওভারট্রেডিং করে। এটা আরেকটা ভয়ানক জিনিস। কারন আপনি যদি ওভারট্রেডিং করেন তখন দেখবেন মার্কেট এক সময় আপনার প্রতিকুলে যাচ্ছে।

SR12
2020-03-25, 03:06 PM
আসলে শুধু ফরেক্সই নয় যেকোন কাজ বা ব্যাবসায় লোভ এবং ভয় এদুটি জিনিসই সবসময় ক্ষতিকর। একটা কাজ করতে গেলে আপনাকে কনফিডেন্সের সাথে করতে হবে ভয় পেলে সে কাজে আগানো সম্ভব নয়। আবার অতিরিক্ত লোভ করে কোনো কাজ করলেও লোভের খেসারত সবসময় নেগেটিভই হয়ে থাকে।

martin
2020-03-27, 09:09 PM
আমার মনে হয় ফরেক্স ব্যবসার সব চেয়ে ক্ষতিকর দিক হচ্ছে মার্কেট সম্পর্কে না বুঝে ট্রেড অপেন করা। মার্কেট সম্পর্কে কোন ধরনের নিউজ না জেনেই মার্কেট উঠা নামার উপর ভিত্তি করে ইমোশনের প্রলোভনের উপর ভিত্তি করে ট্রেড অপেন করা। মানি ম্যানেজম্যান্ট এর বিষয় খেয়াল না করে এবং ওাভার ট্রেড অপেন করার মাধ্যমে ফরেক্স ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন।

Fxhuman
2020-03-27, 09:14 PM
ইমসন নিয়ে ফরেক্স করলে আপনি কখনই লাভ করতে পারবেন না এ জন্য আপনাকে ভাল করে ফরেক্স শিখতে হবে কারন ফরেক্স শিখতে না পারলে আপনি এই মার্কেট হতে কখনই লাভ করতে পারবেন না । ফরেক্স মার্কেট এ বিজনেস করতে হলে আপনাকে লোভে ত্যাগ করতেই হবে ।

SHARIFfx
2020-03-27, 09:51 PM
ফরেক্স বিজনেস এ দুটি ক্ষতিকর দিক হচ্ছে লোভ করা আর লস মানতে রাজি না হওয়া। তাই আমাদের কে রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। দিনে ১ টা বা ২ টার বেশি ভলিউম নেয়া যাবে না। ডেইলি কেন্ডেল ফেলো করে ট্রেড নিতে হবে। আর বিশেষ করে নিউজ প্রকাশ হবার পরে ট্রেড ওপেন করতে হবে।

forex_fighter
2020-03-27, 09:56 PM
আমার মতে সবচেয়ে ক্ষতিকর দুটো ইমোশন তৈরী হয় যে কারনগুলোতে সেগুলো হলঃ
১, টানা লস খাওয়া, এবং
২, টানা লাভ করা।
কিভাবে!!? কারন যখন একটানা লস করতে থাকে তখন লস পোষাতে গিয়ে ইমোশনে পড়ে আরও লস খায়।
আবার টানা লাভ করে লোভ সামলাতে না পেরে শুধুমাত্র ইমোশনের কারনে রিস্কি ট্রেড করে লসের সম্মুখীন হয়ে থাকে

IslamMdMerajul
2020-03-27, 10:02 PM
ফরেক্স বিজনেসের দুটি ইমোশন হল। ফরেক্স বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন না করে। ধৈর্য্য হারা হয়ে ফরেক্স বিজনেসের কাজ করা। আর ফরেক্স বিজনেস করতে গিয়ে বেশি লোভ করা। যার ফলে ফরেক্স বিজনেসে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা সব সময় এই বিষয়গুলো এড়িয়ে চলব।

Mdsofizuddin
2020-03-27, 11:22 PM
ভাই আমি আপনার সাথে একমত , আমি ও মনে করি লোভ এবং ভয় থাকলে ফরেক্স ব্যবসা করা যায় না । লোভ মানুষকে ধংস করে এবং ভয় তার স্বপ্নের পথে বাধা দেয় । এই দুটোই মিলে মানুষ সহলতার মুখ দেখতে পারে না । এ দুতি থাকে ফরেক্স থেকে তাকা আয় করা সম্ভব হবে না । তাই এ দুটি ইমোশন কে গুড বাই করতে হবেই ।

Kane
2020-04-25, 07:52 AM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

smbiplob
2020-04-26, 06:45 PM
ইমোশন দিয়ে ফরেক্স ব্যবসায় প্রফিট করা যায় না আবেগ দিয়ে নয় জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বিজনেস পরিচালনা করতে হয় তাই আমার মনে হয় ফরেক্সের ক্ষেত্রে ক্ষতিকর দুটি ইমোশন হল লোভ এবং ভয়ের কারণে হয়ত আপনি বেশীদুর এগিয়ে যেতে পারবেন না মার্কেটের সামনে অনেকক্ষন বসে আছেন মার্কেট বুঝতেছেন না তাই কোন ট্রেড ও করতে পারছেন না এক সময়ে অধৈর্য হয়ে উঠলেন মেজাঝ গেল খারাপ হয়ে মেজাঝ গরম করে উল্টা পাল্টা ট্রেড করে বসলেন ।

KF84
2020-04-27, 03:52 PM
ফরেক্স এ ক্ষতির কারণ হল ইমোশনাল বা লোভ । যেমন আপনি মার্কেট দেখতেছেন হঠাৎ দেখলেন কিছু বোঝার আগেই মার্কেট হয়ত অনেক বেশী আপ এ দিকে চলে যাচ্ছে বা মার্কেট ডাউন এর দিকে যাইতেছে তখন আপনি কিছু না বুজেই সেদিকে একটা ট্রেড ওপেন করলেন হয়ত তখন ই আপনি লস করে ফেললেন । আর একটা হল ভয় কারণ আপনি হয়ত লস করতে করতে আর সাহস পাচ্ছেন না ফরেক্স এ আসতে ।

zakia
2020-06-12, 05:18 PM
ফরেক্স এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তার মধ্যে লোভ করাটা অত্যন্ত খারাপ। কারন লোভ করতে গিয়ে আপনি আপনার একাউন্টটা জিরো বানিয়ে ফেলতে পারেন। তাই সব সময় লোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাই ফরেক্স যদি সারাজীবন করতে চায় আর ফরেক্স এ যদি নিয়মিত লাভ করতে চায় কেউ তাহলে তাকে আবেগ লোভ ত্যাগ করতে হবে । আর এই দুইটি জিনিস মানুষকে ধ্বংস করে জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাডাঁয় । যে যত দূত এই গুলো ছাড়তে পারবে সে তত দূত সফল হবে আর তা না হলে ফরেক্স আর করা লাগবে না ।

IFXmehedi
2020-06-13, 09:38 AM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।

আপনি ঠিকই বলেছেন । ফরেক্স মার্কেটে আমাদের লসের কারণগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ হল ইমোশন । ইমোশন কন্ট্রোল করতে পারাটা ফরেক্স বিজনেস এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের বেশিরভাগ নতুন ট্রেডারই ইমোশন কন্ট্রোল করতে পারিনা । আর যার কারণে আমরা ট্রেডিং লস করে ফেলি । আমি মনে করি ফরেক্স মার্কেটের একজন সফল ট্রেডার হতে হলে আমাদেরকে ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে এবং ফরেক্স ট্রেডিংয়ে ইমোশন নিয়ে থাকা যাবে না । ট্রেডিং করতে হবে এনালাইসিস এর , আপনি যত ভালো এনালাইসিস করবেন আপনি ট্রেডিং থেকে তত বেশি প্রফিট পাবেন ।

FREEDOM
2020-06-29, 05:31 PM
ফরেক্সে যারা নতুন আসে তাদের প্রায় সবার মধ্যেই এই দুটি জিনিস কাজ করে এক হলো লোভ আর একটি হলো ভয়। আমি অনেকদিন ধরেই ফরেক্স মার্কেটে আছি তবে আমার মধ্যে লোভ কাজ না করলেও ভয়টা অনেক বেশি কাজ করে। অনেক সময়ই ট্রেড করতে গেলেই একটা ভয় কাজ করে যদি ট্রেডটা লসে চলে যায় তবে ধীরে ধীরে মার্কেট যত ভালো বুজবো একসময় ভয় আর লোভ কোনটাই কাজ করবে না আশা করি।

Hredy
2020-06-29, 06:30 PM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

NEWVISION2020
2020-06-29, 06:33 PM
শুধুমাত্র ফরেক্স ব্যবসা নয় বরং যে কোন ব্যবসার জন্য ইমোশন খুবই ক্ষতিকর। তেমনি ফরেক্স মার্কেটে ব্যবসার ক্ষেত্রেও ইমোশন অর্থাৎ লোভ,ভয় দুটোই ক্ষতিকর তবে ভয়ের থেকে লোভের ধারায় মানুষ বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। অর্থাৎ ফরেক্স মার্কেটে লস্করা 80% ট্রেডার এর মধ্যে বেশিরভাগ শুধুমাত্র অতিরিক্ত লোভ করার জন্যই লস এর সম্মুখীন হয়ে থাকে। তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় কোনভাবেই ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করা সম্ভব না।

Hredy
2020-06-29, 06:44 PM
সবাই জানে লোভ ভাল না আর ফরেক্স মার্কেটে তো না। ফরেক্স মার্কেটে আপোণী যদি কোন রকম ধারনা ছাড়া ব্যবসা করেন এবং পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না। আর একটা জিনিস হচ্ছে ভয় করা এ দুটি যদি আপনার মাঝে থাকে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না। বরং আপনার সময় এবং টাকার ক্ষতি হবে।

samun
2020-06-29, 07:22 PM
লোভ সকল কাজের ধ্বংসের মূল হাতিয়ার। ফরেক্স নয় সকল কাজেই লোভ খুব বিপদজনক। লোভের বশবর্তী হয়ে ফরেক্সে একমুহূর্তও টিকে থাকা সম্ভব নয়। আবার অধিক উত্তেজনা ও হতাশাও সকল কাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে। তাই এই সকল বিষয় বর্জন করে ফরেক্সে অবস্থান করতে পারলে সফলতা সুনিশ্চিত।

konok
2020-06-29, 07:24 PM
ফরেক্স মার্কেটে আপোণী যদি কোন রকম ধারনা ছাড়া ব্যবসা করেন এবং পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না। আর একটা জিনিস হচ্ছে ভয় করা এ দুটি যদি আপনার মাঝে থাকে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না।

muslima
2020-06-30, 01:49 AM
ইমোশন দিয়ে ব্যবসায় প্রফিট করা যায় না। আবেগ দিয়ে নয় জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বিজনেস পরিচালনা করতে হয়। তাই আমার মনে হয় ফরেক্সের ক্ষেত্রে ক্ষতিকর দুটি ইমোশন হল লোভ এবং। ভয়ের কারণে হয়ত আপনি বেশীদুর এগিয়ে যেতে পারবেন না, তবে লোভ করলে আপনার লস অনিবার্য। আপনি মার্কেট দেখতেছেন হঠাৎ দেখলেন কিছু বোঝার আগেই মার্কেট হয়ত অনেক বেশী আপ এ দিকে চলে যাচ্ছে বা মার্কেট ডাউন এর দিকে যাইতেছে তখন আনি কিছু না বুজেই সেদিকে একটা ট্রেড ওপেন করলেন হয়ত তখন ই আপনি লস করে ফেললেন।

jimislam
2020-08-14, 03:53 PM
ফরেক্সে বিজনেস করতে হলে লোভ এবং ভয় এই দুটোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এ দুটোর জন্য আপনি কখনই ফরেক্সে সফল হতে পারবেন না। তবে লোভের চেয়ে আমি ভয়কেই বেশি ক্ষতিকর বলবো। ।যদিও লোভ ও ভয় সমানুপাতিক, তারপরেও ভয় জয় করে সামনে আগাতে হবে । যদি ফরেক্স এর এই দুটি ক্ষতিকর দিক, লোভ ও ভয় দূর না করতে পারেন ফরেক্স এ আপনার জন্য বিশেষ কিছুই অপেক্ষা করে নেই ।

milu
2020-08-15, 09:29 PM
ফরেক্স এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তার মধ্যে লোভ করাটা অত্যন্ত খারাপ। কারন লোভ করতে গিয়ে আপনি আপনার একাউন্টটা জিরো বানিয়ে ফেলতে পারেন। তাই সব সময় লোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আবার অনেকে লস রিকভার করার জন্য ওভারট্রেডিং করে। এটা আরেকটা ভয়ানক জিনিস।ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট এর সহায়তা নিতে হবে তাহলে আপনি সফল হবেন।

Starship
2020-08-15, 10:06 PM
আমাদের প্রার্থী জীবনেও যেমন অতিরিক্ত লোভ এবং ভয় এই দুটি বিষয় খুবই বিপদজনক। অতিরিক্ত লোভের কারণে একজন ফরেক্স ট্রেডার একাধিক ট্রেড ওপেন করে থাকেন। কোন প্রকার এনালাইসিস বা মার্কেট মুভমেন্ট ধারণা না নিয়ে ট্রেড করা। অপরদিকে ভয় অন্যতম বাধা একজন সফল ট্রেডার হতে। সফল ট্রেডার হতে গেলে অনেকে ভয় দূরে রেখে এগিয়ে যেতে হবে। ভয় কে শক্তিতে রূপান্তরিত করতে হবে তাহলে ফরেক্স এর সফলতা পাবেন।

opudey
2020-08-15, 10:46 PM
ফরেক্স একটি বিজনেস এটি কোন ইমোশনের জায়গা নয়। কারণ এখানে ইমোশন দিয়ে কিছুই হয় না এখানে পরিশ্রম করতে পারলেই কেবল সফল হওয়া যাবে। এখানে লোভ এবং ভয় এই দুটি ইমোশন কাজ করলে তা ফরেক্স এর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এই ইমোশনের ফরেক্সে কোন মূল্য নেই। এখানে কাজ করতে হলে প্রয়োজন ইচ্ছাশক্তি।

ABDUSSALAM2020
2020-08-15, 10:51 PM
ফরেক্স ট্রেডিং দুটি ক্ষতিকর ইমিগ্রেশন হল লোভ এবং না বুঝে লেনদেন করা এ দুটি কারণে ক্ষতির সম্ভাবনা বেশি হয় তবে কেউ যদি ফর সম্পর্কে ভালোভাবে কাজ করে তাহলে তিনি লাভবান হবে ফরেক্স থেকে।

Smd
2020-08-15, 11:06 PM
আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে তখন আমার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়।ফরেক্স মার্কেটে আপোণী যদি কোন রকম ধারনা ছাড়া ব্যবসা করেন এবং পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না।

Soh1952
2020-08-15, 11:08 PM
ফরেক্স বিজনেসের প্রধান ২টি ইমোশন লোভ এবং ভয়। ফরেক্স বিজনেসে চ্যালেন্স নিতে হবে তার মানে এই নয় যে চ্যালন্স টা লোভের পর্যায় না যায় । অতিরক্তি ভয় থাকলে ও ফরেক্স সফল হওয়া সম্ভব না। এই দুটিকে কন্ট্রোল করতে না পারলে আপনার ফরেক্স ট্রেড না করাই ভালো। এই দুটির কারনে আপনার লস হবেই।

Sid
2020-08-16, 07:04 PM
লোভ আর ভয় দুটোই ট্রেডিং এর জন্য ব্যাস খারাপ, আপনি যতদিন না পর্যন্ত এই দুটো জিনিস কে নয়ন্ত্রন করতে পারছে, আপনি ফরেক্স এ সফল হতে পারবেন না।

Smd
2020-08-16, 07:14 PM
ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য । ফরেক্স থেকে লাভ করতে হলে আমাদের কে এখানে অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে। যদি কোন রকম ধারনা ছাড়া ব্যবসা করেন এবং পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না। আর একটা জিনিস হচ্ছে ভয় করা এ দুটি যদি আপনার মাঝে থাকে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না।

zakia
2020-08-24, 09:03 PM
ফরেক্স হল আন্তজাতিক ব্যবসা আয় ব্যবসা করতে গেলে লাভ লস থাকবে আমার মনে ফরেক্স লস হবার পেছনে মান্সিক চিন্তা বিশেষ দায়ি | অনেক ফরেক্স নিয়ে অযথা চিন্তা করে জার করনে ফরেক্স থেকে লস করে আর ফরেক্স থেকে সিটকে পরে |আমি মনে করি ফরেক্স থেকে যেমন আয় করা যায় তেমন লস হতেই পারে আমি আবার ও লাভ করতে পারি তাই আমি ফরেক্স করছি আয় করব| অভিজ্ঞতার কারনেই বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকে । আর লোভের কারনে অনেক ট্রেডার অকালেই ফরেক্স থেকে ঝরে যায় । তারা ভাবে ফরেক্স টাকা বানানোর একটা যন্ত্র । যা তাদের বড় ভুল বলে আমার মনে হয় ।এই ভুলগুল নিয়ম মেনে চলতে পারলেই আপনি ফরেক্সে উন্নতি করতে পারবেন ।

zakia
2020-08-24, 09:17 PM
ফরেক্স হল আন্তজাতিক ব্যবসা আয় ব্যবসা করতে গেলে লাভ লস থাকবে আমার মনে ফরেক্স লস হবার পেছনে মান্সিক চিন্তা বিশেষ দায়ি | অনেক ফরেক্স নিয়ে অযথা চিন্তা করে জার করনে ফরেক্স থেকে লস করে আর ফরেক্স থেকে সিটকে পরে |আমি মনে করি ফরেক্স থেকে যেমন আয় করা যায় তেমন লস হতেই পারে আমি আবার ও লাভ করতে পারি তাই আমি ফরেক্স করছি আয় করব| অভিজ্ঞতার কারনেই বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে থাকে । আর লোভের কারনে অনেক ট্রেডার অকালেই ফরেক্স থেকে ঝরে যায় । তারা ভাবে ফরেক্স টাকা বানানোর একটা যন্ত্র । যা তাদের বড় ভুল বলে আমার মনে হয় ।এই ভুলগুল নিয়ম মেনে চলতে পারলেই আপনি ফরেক্সে উন্নতি করতে পারবেন ।

Rokibul7
2020-08-28, 09:10 PM
একটানা লস করতে থাকে তখন লস পোষাতে গিয়ে ইমোশনে পড়ে আরও লস খায়।
আবার টানা লাভ করে লোভ সামলাতে না পেরে শুধুমাত্র ইমোশনের কারনে রিস্কি ট্রেড করে লসের সম্মুখীন হয়ে থাকে।লোভে পরে ফরেক্স ট্রেড করতে আসলে সর্বস্ব হারাতে হবে ট্রেডারকে। তার ব্যবসায় ক্ষতি হলে কোনভাবেই হতাশ হওয়া যাবে না ।

sss21
2020-08-28, 09:13 PM
ফরেক্স এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তার মধ্যে লোভ করাটা অত্যন্ত খারাপ। কারন লোভ করতে গিয়ে আপনি আপনার একাউন্টটা জিরো বানিয়ে ফেলতে পারেন। তাই সব সময় লোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আবার অনেকে লস রিকভার করার জন্য ওভারট্রেডিং করে। এটা আরেকটা ভয়ানক জিনিস। কারন আপনি যদি ওভারট্রেডিং করেন তখন দেখবেন মার্কেট এক সময় আপনার প্রতিকুলে যাচ্ছে।

akashkhalifa
2020-08-28, 09:14 PM
হ্যা ব্রো আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেট এ কোন ইমশনের স্থান নেই। এখানে বাস্তবতার ভিত্তিতে ট্রেড করতে হয়।

akashkhalifa
2020-08-28, 09:16 PM
ইমোশন বনাম বাস্তবতা _ আপনি ফরেক্স মার্কেট এ এসে কোন সময় ই ইমোশনাল ভাবে কোন ট্রেড এন্ট্রি করবেন না।

akashkhalifa
2020-08-28, 09:18 PM
ফরেক্স এর প্রথম শিক্ষা হলো লোভ ও ভয়কে দূর করুন ধৈয্য ধ্রে ট্রেড করুন নিরাপদে ট্রেড করুন। সহজেই অর্থ উপার্জন করুন।

akashkhalifa
2020-08-28, 09:20 PM
ফরেক্স এ ট্রেড করতে এসে কখনই ইমোশনালি হবেন না। আপনার ইমোশনাল আপনানই ক্ষতি বয়ে আনবে।

akashkhalifa
2020-08-28, 09:22 PM
ফরেক্স মার্কেট এ এসে বাস্তবতার ভিত্তিতে ট্রেড করবেন।কারব বাস্তবতাই হলো মার্কেট এর রুপ পরিবর্তনের আসল কারন।

Shole33
2020-08-28, 09:25 PM
ফরেক্স বিজনেসের ক্ষতিকর দু'টি ইমোশন
,,,,,,,,,,,,,,,,আসলে বিজনেসে ইমোশন ব্যাপারটা খুবই ক্ষতিকর। কেননা ইমোশন দিয়ে ব্যবসায় প্রফিট করা যায় না। আবেগ দিয়ে নয় জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বিজনেস পরিচালনা করতে হয়। তাই আমার মনে হয় ফরেক্সের ক্ষেত্রে ক্ষতিকর দুটি ইমোশন হল লোভ এবং। ভয়ের কারণে হয়ত আপনি বেশীদুর এগিয়ে যেতে পারবেন না, তবে লোভ করলে আপনার লস অনিবার্য। তাই ফরেক্স বিজনেস করতে হলে অবশ্যই লোভ এবং ভয় থেকে নিজেকে দূরে রাখতে হবে।।

zakia
2020-08-30, 09:53 PM
ফরেক্স এ অনেক ক্ষতিকর ইমোশন আছে। তার মধ্যে লোভ করাটা অত্যন্ত খারাপ। কারন লোভ করতে গিয়ে আপনি আপনার একাউন্টটা জিরো বানিয়ে ফেলতে পারেন। তাই সব সময় লোভকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আবার অনেকে লস রিকভার করার জন্য ওভারট্রেডিং করে। এটা আরেকটা ভয়ানক জিনিস। লোভ মানুষকে ধংস করে এবং ভয় তার স্বপ্নের পথে বাধা দেয় । এই দুটোই মিলে মানুষ সহলতার মুখ দেখতে পারে না । এ দুতি থাকে ফরেক্স থেকে তাকা আয় করা সম্ভব হবে না । তাই এ দুটি ইমোশন কে গুড বাই করতে হবেই ।

IFXmehedi
2020-08-30, 10:26 PM
লোভ আর ভয় দুটোই ট্রেডিং এর জন্য ব্যাস খারাপ, আপনি যতদিন না পর্যন্ত এই দুটো জিনিস কে নয়ন্ত্রন করতে পারছে, আপনি ফরেক্স এ সফল হতে পারবেন না।

ভাই ফরেক্স মার্কেটে ইমশন খুবই ক্ষতিকর । কারণ আপনি যদি ফরেক্স ট্রেডিং ভালোভাবে না শিখে মার্কেটে ট্রেডিং করেন তাহলে আপনি অনেক কিছুই বুঝবেন না । যার কারণে ট্রেডিং এ লস হলে নিজের ইমশন নিয়ন্ত্রণ করতে পারবেন না । আর নিজের ইমশন নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি কখনই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভালো ফলাফল অর্জন করতে পারবেন না ।

FRK75
2020-12-19, 07:03 PM
ফরেক্স মার্কেটে লোভ এবং ভয় আমাদের জন্য ক্ষতি কর। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এই দুইটাকে জয় করতে হবে তাহলে ফরেক্স থেকে স্বাধীন ভাবে আয় করতে পারব। লোভ করার ফলে বড় ভলিউমে ট্রেড করা বড় লসের সম্মুখিন হয় এবং ভয় থাকার কারনে সুযোগ হাত ছাড়া করা।

TanjirKhandokar1994
2020-12-19, 07:12 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।
একেবারেই ভালো কথা বলেছেন আপনি ফরেক্সে ক্ষতিকর দিক হলো লোভ এবং ইমোশন। এখানে অনেক ট্রেডার আছেন যারা অনেক প্রফিট পেতে চায় অল্প সময়ে তাই তারা মার্কেট সম্পর্কে না যেনে এবং মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড না করে লোভের বসবর্তী হয়ে ট্রেড করেন যার ফলাফল হয় অনেক সময় একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। আবার ইমোশনাল হয়ে ট্রেড করেন যা একেবারেই ক্ষতিকর দিক বলে মনে করা হয়। আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং করার আগে অবশ্যই ভালো করে ফরেক্স ট্রেডিং সম্পর্কে যানা ও অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে ট্রেড করা। তাহলে অবশ্যই ভালো প্রফিট পাওয়া সম্ভব।

Sun
2020-12-23, 03:59 PM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

micky1212
2020-12-26, 09:54 AM
ফরেক্স ব্যবসায় দুর্ভাগ্য দু'টি অনুভূতি হ'ল অসম্পূর্ণতা এবং ভয়। আমি শুরু থেকেই আতঙ্কিত ছিলাম। এই মুহুর্তে যখন এটি কিছুটা নিচে নেমে আসবে, তখন আমি ভয়ের বিনিময়ে প্রতিরোধ করব। আমি এই একটি বড় চুক্তি হারাতে হবে। পরে এই ভয়টি নিঃশেষ হয়ে যায়। এছাড়াও, কয়েক দিন পরে আমি রেভেনশনে একাধিকবার এবং আরও পিপগুলিতে বিনিময় বিনিময় করি। প্রায় কোনও সময়েই আমি ফকিরে পরিণত হইনি।

Suruj
2020-12-26, 11:01 AM
ফরিক্স বিজনেস ক্ষতিকর দুটি েইমোশন হলো লোভ ও ভয় । ফরেক্স এ অতিরিক্ত লোভের কারনে আপনি বিপুল পরিমান লসের সম্মুখীন হতে পারেন । এতে আপনার একাউন্ট শূন্য হয়ে যেতে পারে । আরেকটি হলো ভয় । আমি যখন প্রথম দিকে ফরেক্স েএ ট্রেড ওপেন করতাম তখন আমার ট্রেড যদি লস এর দিকে গেলে আমি ট্রেডটি ওফ করে দিতাম ।কারন আমি খুব ভয় পেতাম । ফরেক্স এ যদি আপনি ট্রেড ওপেন করতে ভয় পান তাহলে আপনার ব্যবসা লাপে উঠবে ।

FRK75
2021-06-09, 10:19 PM
ফরেক্স মার্কেট এ আমাদের অনেক ক্ষতিকর দিক আছে এ জন্য আমাদের কে বেশী করে ফরেক্স মার্কেট হতে ডেমো ত্রদ করে শিখতে হবে আর ধীর ও ইমোশনাল নিয়ে ফরেক্স মার্কেট এ থাকতে হবে কারন ধৈর্য হীন মানুষ ফরেক্স এ লাভ করতে পারে না তাই ধৈর্য ও ইমসন এর অনেক দরকার রয়েছে ।তাই আমি মনে করি যদি কেউ ফরেক্স থেকে উন্নতি করতে চাই তাহলে তাকে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে । আর ফরেক্স এ র বিষয়ে সচেতন থাকতে হবে । আবেগ আর ভয় আপনাকে দূর করতে হবে ।

EmonFX
2021-06-09, 10:44 PM
ফরেক্স বিজনেসের অন্যতম ক্ষতিকারক দুটি ইমোশন হচ্ছে লোভ এবং ভয়। এই দুইটি ইমোশন যদি কন্লট্রোল করতে না পারেন তাহলে আপনার ব্যাবসা লাটে উঠবে।

তবে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকারক। কারন লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি তেমন একটা প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।

ফরেক্স মার্কেটে ইমোশন বা আবেগ ভয়ঙ্করভাবে ক্ষতিকর। ফরেক্সে আবেগ কন্ট্রোল করতে না পারলে তার পরিনতি খুবই ভয়াবহ। মানুষ সামাজিক জীব তাই প্রেম-ভালোবাসা, আবেগ থাকবে এটাই স্বাভাবিক, তবে অতিরিক্ত ইমোশন বা আবেগ ফরেক্স সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আবেগের কোন সুযোগ নেই। এখানে আপনাকে আবেগকে কন্ট্রোল করতেই হবে। আবেগ দিয়ে প্রেম ভালোবাসা বা প্রেমিকার হৃদয় জয় করা যেতে পারে কিন্তু ফরেক্স মার্কেটে আবেগ একদমই অকার্যকর। বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স হারিয়ে ফেলে অতিরিক্ত লোভ এবং আবেগী হয়ে ট্রেড করার কারণে। আমরা যদি বড় প্রফিটের সম্ভাবনা দেখেও লোভ কন্ট্রোল করে আস্তে-ধীরে, ছোট ছোট লটে ট্রেড করে কম প্রফিট করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারি তাহলেই বুঝবো যে আমাদের লোভ এবং আবেগকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, এবং ফরেক্স সফলতার পথেই হাঁটছি।

Sakib42
2021-06-14, 11:33 PM
আমি একদম একমত আপনার সাথে, আপনি কোন জিনিসই আপনার আবেগ দিয়া অর্জন করতে পারবেন না। আবেগ এবং ভয় দুইটি আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে।লোভে পরে ফরেক্স ট্রেড করতে আসলে সর্বস্ব হারাতে হবে আর একটা জিনিস হচ্ছে ভয় করা, এ দুটি যদি আপনার মাঝে থাকে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না। বরং আপনার সময় এবং টাকার ক্ষতি হবে।

Devdas
2021-07-18, 09:02 PM
ইমোশনাল আমাদের সবার মধ্যে আছে। কার ও বেশী আবার কার ও অনেক কম। ইমোশনাল এর মধ্যে আমাদের লোভ ও অধৈর্য্য করতে বাধ্য করে থাকেন। ফরেক্স এর জন্য এই লোভ ও অধৈর্য্য ও ভয় কাজ করলে ফরেক্স থেকে আয় করা যায় না। তাই ফরেক্স করার আগে আমাদের এই লোভ ও অধৈর্য্য ও ভয়কে জয় করে ফরেক্স করুন দেখবেন আপনি ফরেক্স এ লস করছেন না। আপনি লাভ করবেন ই। তাই ইমোশনাল হওয়া যাবে না নিজেকে স্টং থেকে ইমোশনাল নিয়ন্ত্রন করে ফরেক্স করা উচিত।

Smd
2021-10-23, 08:06 AM
আপনার পোস্ট এ যে দুটি ইমোসন এর কথা বলেছেন এই দুইটি ইমোসন আসলেই আমাদেরকে ফরেক্স মার্কেট এ সাফল্য বয়ে আনতে অন্তরায় সরূপ কাজ করে আমাদের ফরেক্স মার্কেট এ সফল হতে যেমন লোব কে নিয়ন্ত্রণ করতে হয় ঠিক তেমনি ভয় কে ও জয় করতে হয় তবে খিয়াল রক্তে হবে ফরেক্স মার্কেট এ যেমন প্রফিট হয় তেমনি লস ও হয় কিন্তু লস যাতে প্রফিট কে ছাড়িয়ে না যায়। ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য । ফরেক্স থেকে লাভ করতে হলে আমাদের কে এখানে অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে।

Smd
2022-01-24, 07:13 AM
ফরেক্স মার্কেট ইমোশনালদের জন্য নয় এখানে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ফরেক্স থেকে লাভ করার জন্য । ফরেক্স থেকে লাভ করতে হলে আমাদের কে এখানে অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে। প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি।

samun
2022-04-22, 09:14 AM
ফরেক্স এ ক্ষতির কারণ হল ইমোশনাল বা লোভ । যেমন আপনি মার্কেট দেখতেছেন হঠাৎ দেখলেন কিছু বোঝার আগেই মার্কেট হয়ত অনেক বেশী আপ এ দিকে চলে যাচ্ছে বা মার্কেট ডাউন এর দিকে যাইতেছে তখন আপনি কিছু না বুজেই সেদিকে একটা ট্রেড ওপেন করলেন হয়ত তখন ই আপনি লস করে ফেললেন। তাই এই সকল বিষয় বর্জন করে ফরেক্সে অবস্থান করতে পারলে সফলতা সুনিশ্চিত।

samun
2022-05-24, 10:17 AM
ফরেক্স মার্কেটে লোভ এবং ভয় আমাদের জন্য ক্ষতি কর। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এই দুইটাকে জয় করতে হবে তাহলে ফরেক্স থেকে স্বাধীন ভাবে আয় করতে পারব। লোভ করার ফলে বড় ভলিউমে ট্রেড করা বড় লসের সম্মুখিন হয় এবং ভয় থাকার কারনে সুযোগ হাত ছাড়া করা। ফরেক্স মার্কেটের প্রাইসের উল্টোদিকে গিয়ে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না।আবেগ নয় ফরেক্স শিখুন তারপর ট্রেড করুন। অর্থ ও সময় দুটোই বাচঁবে।

Mas26
2022-05-24, 04:03 PM
ফরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তখন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।
সবাই জানে লোভ ভাল না আর ফরেক্স মার্কেটে তো না। ফরেক্স মার্কেটে আপোণী যদি কোন রকম ধারনা ছাড়া ব্যবসা করেন এবং পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না। আর একটা জিনিস হচ্ছে ভয় করা এ দুটি যদি আপনার মাঝে থাকে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না। বরং আপনার সময় এবং টাকার ক্ষতি হবে।

samun
2022-06-08, 10:50 PM
ফরেক্স এ ক্ষতির কারণ হল ইমোশনাল বা লোভ । যেমন আপনি মার্কেট দেখতেছেন হঠাৎ দেখলেন কিছু বোঝার আগেই মার্কেট হয়ত অনেক বেশী আপ এ দিকে চলে যাচ্ছে বা মার্কেট ডাউন এর দিকে যাইতেছে তখন আপনি কিছু না বুজেই সেদিকে একটা ট্রেড ওপেন করলেন হয়ত তখন ই আপনি লস করে ফেললেন । আর একটা হল ভয় কারণ আপনি হয়ত লস করতে করতে আর সাহস পাচ্ছেন না ফরেক্স এ আসতে ।

Mas26
2022-06-08, 11:31 PM
সবাই জানে লোভ ভাল না আর ফরেক্স মার্কেটে তো না। ফরেক্স মার্কেটে আপোণী যদি কোন রকম ধারনা ছাড়া ব্যবসা করেন এবং পরিশ্রম না করে লোভে পড়ে ব্যবসা করতে চান আপনি কখনও সফল হবেন না। আর একটা জিনিস হচ্ছে ভয় করা এ দুটি যদি আপনার মাঝে থাকে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হবেন না। বরং আপনার সময় এবং টাকার ক্ষতি হবে

FRK75
2023-02-18, 10:05 PM
বিজনেসে ইমোশন ব্যাপারটা খুবই ক্ষতিকর। কেননা ইমোশন দিয়ে ব্যবসায় প্রফিট করা যায় না। আবেগ দিয়ে নয় জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বিজনেস পরিচালনা করতে হয়। তাই আমার মনে হয় ফরেক্সের ক্ষেত্রে ক্ষতিকর দুটি ইমোশন হল লোভ এবং। ভয়ের কারণে হয়ত আপনি বেশীদুর এগিয়ে যেতে পারবেন না, তবে লোভ করলে আপনার লস অনিবার্য। তাই ফরেক্স বিজনেস করতে হলে অবশ্যই লোভ এবং ভয় থেকে নিজেকে দূরে রাখতে হবে।ফরেক্স বিজনেসে আমি কোন জিনিসই আপনার আবেগ দিয়া অর্জন করতে চাই না আমি চাই আমার পরিশ্রম আর অভিজ্ঞতা দিয়ে ফরেক্স্ব থেকে আয় করতে।আর আমি মনে করি আপনি যদি লস করলে ইমোশ্নাল হ্যে প্রেন তাহলে আপনি লাভ নয় আরো ক্ষতি করতে পারেন বলে আমি মনে করি।তাই আমাদের মনে রাখতে হবে ফরেক্স এমন একটি বাজার যেখানে ভুল করলে ভুলের মাসুল দিতে হয় ক্ষতি করে তাই সাবধান হয়ে যান আগে থেকেই।

SkAbdullahaAlMamun464893
2023-02-19, 06:41 PM
ফরেক্স মার্কেটের ক্ষতিকর দিকগুলো হলো ফরেক্স মার্কেট সম্পর্কে কোন প্রকার ধারণা না নিয়ে কাজ করা। এখানে না বুঝে লোভের বসবর্তি হয়ে ট্রেড করলে কোন ভাবেই সফল হতে পারবে না। এতে মুলধন হারানো ছাড়া আর কিছু না

Mas26
2023-06-11, 01:02 PM
ফরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।

Mas26
2024-02-19, 12:50 PM
ফেরেক্স বিজনেসে ক্ষতি কর দুইটি ইমোশণ হচ্ছে লোভ ও ভয়। আমি প্রথম দিকে ভয় করতাম। যখন একটু নেমে যেত তথন আমি ভয়ে ট্রেড বাতিল করতাম।এতে আমি অনেক লস খায়। পরে এই ভয় কেটে যায়। এবং আমি কিছু দিন পর লোভ করে একটি ট্রেড প্রায় ২০ বার ট্রেড করি এবং বেশি পিপ্সে। এতে আমি কিছু ক্ষনের মধ্যেই ফকির হয়ে যায়।