PDA

View Full Version : পাম ট্রেডিং এর জন্য ভাল ট্রেডার কোথায় পাওü



smartroni1996
2015-09-21, 09:51 AM
ইনস্টাফরেক্স একসনেস এগুলোতে দেখছি পাম একাউন্ট খোলা যায়।কিন্তু কোনটাতে পাম একাউন্ট খোললে ভাল ট্রেডার পাওয়া যাবে?

Marufa
2015-09-21, 10:47 AM
প্রতিটি ব্রোকারে একাউন্ট ম্যানাজারদের প্রোফাইল চেক করুন । তাদের সাকসেস রেট এবং ট্রেডিং সিস্টেম সম্পর্কে জানতে চেষ্টা করুন । এদের মধ্যে ভাল দেখে একটিকে সিলেক্ট করতে পারেন । তবে পাম একাউন্ট এর ক্ষেত্রে কিছুটা ঝুর্কি থেকেই যায় ।

MotinFX
2016-01-02, 08:59 AM
পেম ট্রেডিং খুললে আমাদের কি লাভ হয়। আমি যত টুকু জানি ফরেক্স মার্কেটে আমার টাকা দিয়ে অন্যকে দিয়ে ট্রেড করা যায় সেটা কি জানলে আমাদের সাথে শেয়ার করেন।

Furkan
2016-01-15, 03:45 AM
ভাল ট্রেডার বলতে কি বুজায় । আমি কাউকে যদি ১০০০ ডলার দি তাহলে মাসে আমাকে কত লাভ দিতে পারবেন। আমাকে জানা বেন।

fatemaakhter
2016-02-29, 09:51 PM
পাম ট্রেডিং কত টা নিরাপদ ।আমি জানি না ।আপনারা জানলে অনুগ্রহ করে জানাবেন ।এছাড়া আমি যদি আমার টাকা কোন পাম একাউন্তে ডিপোজিট করি তাহলে এই টাকা পাওয়ার নিশ্চয়তা কত টুকু ।কেউ জানলে জানাবেন ।

yasir arafat
2016-04-05, 03:22 PM
আপনি আরো বিস্তারিত জানতে চাইলে তাদের লিভ সার্পোটে যোগাযোগ করুন ।আর প্রত্যেক ট্রেডারের প্রোফাই তাদের রেটিংটা দেওয়া থাকে।আপনি চাইলে দেখে নিতে পারেন।এখানে তাদের মাসিক গেইনও দেখতে পারেন।আর কপি ট্রেড সর্ম্পকে এ ফোরামে আরো বিস্তারিত জানতে পারবেন।

mahbubhb
2017-08-18, 08:58 PM
পাম একাউন্টের ট্রেডার ইনস্টা ফরেক্সের ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে। এখানে বিস্তারিত ভাবে দেওয়া আছে। পাম একাউন্ট সম্পর্কে ভাল করে জেনে নিয়ে ট্রেড করবেন। তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। পাম একাউন্টে আপনি যেরকম অন্যকে দিয়ে ট্রেড করাতে পারবেন ঠিক তেমনি অন্যের ডিপোজিট দিয়ে আপনিও ব্যবসা করতে পারবেন। এটা অনেক ভাল একটি পদ্ধতি।

habibi
2018-12-13, 05:28 PM
কিছু কিছু ব্রোকার প্যাম ট্রেডার মনিটর লিস্ট দিয়ে থাকে যেখানে তার বিনিয়োগ, ট্রেড হিস্ট্রি, প্রফিট রেশিও, এবং তার রেটিং সব কিছুর বিস্তারিত দেওয়া থাকে। আপনি চাইলে ইন্সটাফরেক্সের প্যাম মনিটর পেইজ থেকে ভাল প্যাম ট্রেডার খুলে নিতে পারেন। আর ইন্সটাফরেক্সের প্যাম ট্রেডার রেটিং খুবই নিখুত হয়। তবে এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে প্যাম ট্রেডারের সাথে আপনি কি পরিমান প্রফিট এবং লস ভাগাভাগি করবেন তা প্যাম ট্রেডারের মনিটর পেইজ থেকে দেখে নিবেন। আর এমন প্যাম ট্রেডারের কাছে ইনভেস্ট করবেন যে ধারাবাহিকভাবে ভাল প্রফিট করে করছে। আপনি যদি সঠিক প্যাম ট্রেডার খুজে নিতে পারেন তাহলে ফরেক্স ট্রেডিং না জেনেও ফরেক্স থেকে প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন। ইন্সটাফরেক্সের প্যাম ট্রেডার মনিটর পেইজ লিংক হল- https://www.instaforex.com/bd/pamm_monitoring#!/

shohanjacksion
2019-01-24, 06:21 PM
পেম ট্রেডিং খুললে আমাদের কি লাভ হয়। আমি যত টুকু জানি ফরেক্স মার্কেটে আমার টাকা দিয়ে অন্যকে দিয়ে ট্রেড করা যায় সেটা কি জানলে আমাদের সাথে শেয়ার করেন।

pamm ট্রেডার না খুজে চেষ্টা করুন নিজেই একজন pamm ট্রেডার হওয়ার জন্য। ভাই , আমরা বাঙ্গালী হিসেবে আমাদের টাকা বেশি পরিশ্রমের। নিজেকে একটু শৃঙ্খলাবদ্ধ করতে পারলেই আপনিও হয়ে যাবেন একজন pamm ট্রেডার। ফরেক্স মার্কেটে আপনি এবং আমি সবাই ভাল কিন্তু সমস্যা একটু। যাদের মানি ম্যানেজমেন্ট ভাল তারাই ফরেক্স মার্কেটে ভাল করে থাকেন। আপনিও চেষ্টা করুন। এই মার্কেটে যে কারও পারফরমেন্স যেকোন সময় খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়।