PDA

View Full Version : আপনি কয়টি পেয়ারে ট্রেড করেন?



fxover
2015-09-21, 09:24 PM
আমি কেবল মাত্র একটি পেয়ারে ট্রেড করি । আর একটাই এনালাইসিস করি । মাঝে মাঝে গোল্ড এ এন্ট্রি নেই তবে খুব কম । খুব জোর মাসে দুই তিনটা গোল্ড এ ট্রেড করি । আপনারাও কি একটি বা দুইটি পেয়ার বেছে নিয়েছেন না অনেক গুলো পেয়ারে ট্রেড করেন ?

smartroni1996
2015-09-22, 04:49 PM
ইউএসডিজেপিওয়াই টা একটু বেশী নেই।
এটাতে ইদানিং ভালই লাভ হয়

shakawath
2015-09-22, 06:03 PM
আমি আগে ইউরো/ইউএসডি পেয়ারে ট্রেড করতাম। এই পেয়ারটা ফ্লাকচুয়েট করে কম আর প্রায় স্থিতিশীল অন্যান্য পেয়ারের তুলনায়। দ্রুত লাভ লস করার ক্ষেত্রে তেমন সুবিধা পাওয়া যায় না। ইউএসডি/জেপিওয়াই নিয়ে ট্রেড করার কথা ভাবছি। এটাতে ফ্লাকচুয়েট হয় বেশি। এনালাইসিস করতে হবে প্রচুর। নতুন পেয়ার আমার জন্য তাই কনফিউশন টা বেশি। দেখা যাক। আস্তে আস্তেই শুরু করি।

Aunik
2015-09-23, 08:42 AM
আমিও সাধারনতো একটি পেয়ারেই ট্রেড করি ।। কারন এই পেয়ারটা অনেকটাই আমার আয়ত্ব চলে এসেছে ।। কারন আমি সব সমই এই পেয়ারটাই বেশি কেয়াল করি , এই পেয়ার টাই বেশিএনালাইসিস করি , তবে মাঝে মাঝে অন্য পেয়ারেও ঢু মারি দেখি কি অবাস্টহা , মার্কেট এনালাইসিস এর অনুকুলে থাকলে ট্রেদ করি নাহলে না ।। আমার পছন্দের পেয়ার গুলো হল এইউডি/ইউএসডি, ইউরো / জেপিওয়াই , ইউরো / ইউএসডী আর অ অনেক গুলা আছে ।।

shojibur
2015-09-23, 08:49 AM
আমি মুলত ২তি পেয়ারে ট্রেড করে থাকি , eurusd and gbpusd । আরেকটি সর্ত বা রুলস আমি মেনে চলি সেটি হচ্ছে যদি একটি পেয়ারে ট্রেড ওপেন থাকে তাহলে আমি অন্য পেয়ারের বিপরিত দিকে ট্রেড করে থাকি , যাতে এটি একটি লাভ ট্রেড হই

swadip chakma
2015-09-23, 11:45 PM
ফরেক্স এর মধ্যে পেয়ার সিলেক করে ট্রেড করলে অনেক ভাল হয়,যা হয়তো অনেকে জানে না,তবে আমি একনও রিয়াল একাউন্টতে ট্রেড করি বিধায় সব পেয়ার ট্রেড করি থাকি।তারপর ও পেয়ার সিলেক করে ট্রেড করলে ফরেক্স এর মধ্যে ভাল আয় করা যায়।

AbuRaihan
2015-10-10, 01:06 AM
আমি বলতে গেলে মৈলিক সব পেয়ারে ট্রেড করি । তবে দিনে ট্রেড একটার বেশি ওপেন করিনা । ফরেক্স মার্কেটে যে সব মৈলিক কারেন্সি পেয়ার সমূহ আছে তা দিয়েেই এখানকার আশিভাগ ট্রেডার ট্রেড করে থাকে । কারণ এই সব মৈলিক কারেন্সিসমূহ খুব বেশি ভালো মুভমেন্ট করে এবং সাথে সাথে লাভ লসও দ্রুত হয়ে থাক । ফরেক্স মার্কেট এ্রর সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী এবং সর্বাধিক চাহিদাপূর্ণ কারেন্সি হল ইউএসডি । এই কারেন্সির উঠানামার কারণে মার্কেটে অনেক প্রভাব ফেলে । তবে আমার পছন্দের পেয়ার হর ইউরো-ইউএসডি

Realifat
2015-12-20, 03:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক পেয়ার রয়েছে। তবে এতোসব পেয়ার রেখে আমি নির্দিষ্ট কিছু পেয়ারে ট্রেড করি। কারন নির্দিষ্ট পেয়ারে ট্রেড করলে ভালোমতো অ্যানালাইসিস করা সম্ভব হয় অন্যথায় ভালোমত অ্যানালাইসিস করা যায় না। এজন্য আমি সর্বদায় মেজর পেয়ারে ট্রেড করে থাকি।

basaki
2015-12-20, 09:58 PM
আমি ফরেক্স ট্রেডিং করতে গিয়ে প্রথমে বেশ কিছু পেয়ারে ট্রেড করেছি।কিন্তু পরে বুঝতে পারলাম বেশি পেয়ারে ট্রেড করার ছেয়ে নির্দিস্ট করে যে কোন এক বা দুটি পেয়ারে ট্রেড করা অনেক ভাল।ভাল করে একটা করতে পারলেই ভাল।

Md Akter Hossain
2016-01-25, 10:26 PM
আমি সাধারণতো একাধিক পেয়ারে ট্রেড করি না । তবে মাঝে মাঝ একাধিক পেয়ারে ট্রেড করি । আর যতবারই একাধিক পেয়ারে ট্রেড করতে গেছি ততবারই লস করেছি । তাই আর একাধিক পেয়ারে ট্রেড করার সাহস পাইনা । এখন নিয়মের বিতর ট্রেড করে থাকি ।

Sahed
2016-01-30, 02:51 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । মার্কেটে আমার আগমন বেশি দিনের নয় । মার্কেটে ট্রেড করার জন্য পেয়ার নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেটে আমি সাধারনত ইউরো ইউএসডি পেয়ারে ট্রেড করতে পছন্দ করি । তাছাড়া ক্রোডেল এ মাঝে মধ্যে ট্রেড করা হয় । তবে ক্রোডেলে ট্রেড করার সময় আমি লট সাইজ কমিয়ে নেই॥

md mehedi hasan
2016-01-30, 06:08 PM
আমি ফরেক্স মার্কেটে মেটামেটি ভাবে পাঁচি অর্থাৎ ফরেক্স মার্কেটে যেগুলো মেজোর কারেন্সি এর সবগুলোতে ট্রেড করে থাকি।আমার কাছে মনে হয় একটি পিয়ারে যদি ভালো সিগনাল না থাকলে অন্য পিয়ারে ভালো সিগনাল থাকতে পারে।আর আমি এই ভেবে ফরেক্স মার্কেটে সকল মেজ কারেন্সিতে ট্রেড করে থাকে।এতে করে আমি মাসে 3-5 উপযুক্ত সিগনাল পেয়ে থাকি।

MotinFX
2016-02-06, 02:26 PM
আমি চেস্টা করি মেজর পেয়ার গুলোতে ট্রেড করার জন্য কারন অন্য পেয়ার গুলোতে কমিশন বেশি কাটে এবং বলা যায় কম তাই আমাদের সব সময় নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে কাজ কররে ভাল তাহলে আমাদের অবিজ্ঞাতা বাড়বে।

Hafizur Rahman
2016-02-06, 04:53 PM
আমি ৫-৬ টা পেয়ারে ট্রেড করি।

Marufa
2016-02-12, 07:08 PM
আমি খুব বেশি পেয়ার এ ট্রেড করি না । আমি বেশি চেষ্টা করি মেজর পেয়ার গুলোতে ট্রেড করতে । এছাড়াও ক্রুড ওয়েলে ট্রেড করি । আপনি যদি কয়েকটি পেয়ার নিয়ে ট্রেড করেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে । আর আপনি যদি বেশি পেয়ার নিয়ে ট্রেড করেন তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি ।

abdulguffer
2016-02-13, 08:11 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি কোরিলেশন এনালাইসিস করতে হলে অবশ্যই একাধিক কারেন্সি পেয়ার দেখতে হবে । মেজর কারেন্সি পেয়ার গুলো টরেড করে ভাল লালাভ করা যায়, তবে একটি পেয়ার এ একাধিক টরেড না করাই ভালো।

dursy
2016-02-13, 09:34 PM
আমি মাত্র একটি পেয়ার এ ট্রেড করি। সেটা হল ইউএসডি/জেপিওয়াই। এই পেয়ার এ কাজ করে আমি মোটামুটি ভালই লাভ পাই। কিন্তু একটু কঠিন ও বটে। প্রচুর এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হয়। তাই যারা নতুন তাদের এই পেয়ার ট্রেড না করাই ভাল।

Fasor
2016-02-14, 01:00 AM
আমি শুধুমাত্র ২ টি পেয়ার ট্রেড করি। কারন আমি অনেকগুলো পেয়ার এ ট্রেড করতে গেলে অনেক লস খাই। আমার মতে দুইটি পেয়ার আ ট্রেড করলেই ভাল লাভ করা সম্ভব বলে আমি মনে করি। অনেকগুলো পেয়ার এ করতে গেলে পেয়ার সম্পর্কে ভাল ধারণা পাওয়া যায় না। সবসময় যদি একি পেয়ার নিয়ে কাজ করা যায় তাহলে ফরেক্স মার্কেট এ ভাল করা সম্ভব।

real80
2016-02-15, 11:23 PM
আমি সর্বোচ্চ ২-৩ টি পেয়ারে ট্রেড করে থাকি। ের বেশি পেয়ার নিয়ে আমি ট্রেড করি না। কারন আমার শিক্ষক আমাকে বেশি পেয়ার নিয়ে ট্রেড করার ব্যপারে বেশ কিছু অসুবিধার কথা আমাকে জানিয়ে দিয়েছিলেন। অল্প কয়েক্তি পেয়ার নিয়ে ট্রেড করলে সুবিধা বেশি। বেশি পেয়ার নিয়ে ট্রেড করলে মানসিক চাপ বেশি হয়ে যায়। এতে করে মার্কেট এনালাইসিস করতে অনেক বেশি সময় চলে যায়। এছাড়া বেশি পেয়ারে ট্রেডিং করলে টেনশন বেশি কাজ করে। এতে সার্বিক ট্রেডিং ের উপর প্রভাব পড়ে।

majidiqbal
2016-02-16, 03:03 PM
আমি সাধারণত এই সকল কারেন্সি পেয়ারে ট্রেড করি:
Aud/usd,
gbp/usd,
usd/jpy,
eur/jpy

yasir arafat
2016-04-01, 03:01 AM
আমি সাধারণত চারটি পেয়ারে ট্রেড করি।কারণ ফরেক্স মার্কেটে কারেন্সি কোরিলেশন নামে একটি কথা আছে।যা বুঝতে হলে বা অ্যানালাইসিস করতে হলে আপনাকে অবশ্যই বিভিন্ন কারেন্সি পেয়ার দেখতে হবে।এছাড়া আপনি সেই কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে পারেন।

sharifulbaf
2016-05-21, 08:40 PM
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার অনেক কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকে,তাই আমি ফরেক্স মার্কেটে ইউরো, উএসডি,এবং জিবিপি,আবার যে সকল কারেন্সির স্প্রেড কম সেই সকল পেয়ারে ট্রেডিং করে থাকি,তাই আমি মনে করি কম স্প্রেড আছে সেই সব কারেন্সিতে ট্রেডিং করা অনেক ভাল প্রফিট হয়।

RUBEL MIAH
2016-05-27, 04:14 PM
দক্ষবান ট্রেডাররা কখনোই একের অধিক পেয়ারে ট্রেড করে না । তারা সব সময় এই চিন্তা করে যে ধৈর্য্য ধারণ করে তারপর আমরা ট্রেড করব তাহলেই সফল ব্যবসাই হতে পারব । অার একের অধিক পেয়ারে ট্রেড করা এ্যাকাউন্ট বেশীদিন স্থায়ী থাকে না ।

Rahat015
2016-05-29, 09:48 AM
কয়টা পেয়ার এ ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার উপর। আপনি এনালাইসিস করতে পারেন সবগুলা পেয়ার এর উপর, অথবা ২ ৩ তা পেয়ার এ বা যে কোন একটা পেয়ার এ।। তা নির্ভর করবে আপনার উপর।। তবে এনালাইসিস করে যেটাতে ভালো প্রফীট পাওয়ার সম্ভাবনা সেটাতে এন্টি নেওয়া ভালো।।

maziz6989
2016-05-30, 10:53 AM
আসলে সত্যি কথা বলতে কি আমি কম বেশি সব মেজর পেয়ারে ট্রেড করে থাকি। তবে শুধু আমি ডলার/সুইস ফ্রা বাদে কেননা আমি এটার সাথে কেন যেন অভ্যস্থ না। তবে আমি বেশির ভাগ ট্রেড করে থাকি ডলার/ইয়েন, অজি/ডলার, নিউজ/ডলার, পাউন্ড/ডলার এবং সব শেষে ইউরো/ডলারে পেয়ারে। তবে আমি বেশ ভাল বুঝি ইউরো/ডলার।

Moon
2016-06-08, 11:30 PM
আমি যেহেতু একজন নতুন ট্রেডার সেক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়ে থাকি লং ট্রাম ট্রেড করার জন্য । আর লং ট্রাম ট্রেড নেওয়ার আগে অনেক বেশি এনালাইসিস করে এর সম্ভাব্যতা নিশ্চিত করা হয় । তাই আমদেরকে অবশ্যই যে কোন কিছু নিদ্দিষ্ট পেয়ারে ট্রেড করা উচিত । কেননা নিদ্দিষ্ট পেয়ারে ট্রেড করার মাধ্যমে আমরা ওগুলোতে অভ্যস্ত হয়ে যেতে পারি ।

dwipFX
2016-06-09, 11:02 AM
ফরেক্স মার্কেটে অনেক গুলো পেয়ার রয়েছে তবে বের করতে হবে কোন পেয়ারে ট্রেড করা ঠিক হবে কারন সব পেয়ারে ট্রেড করা যায় না। আমাকে এনালাইসিস করে বের করতে হবে কোনটা ট্রেড করার উপযোগি সেটাতে ট্রেড করতে হবে।মেজর পেয়ার গুলোতে ট্রেড করা ভাল।

HKProduction
2016-06-22, 04:42 AM
ফরেক্স মার্কেটে পেয়ার নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা মার্কেটের চলার পথে এক এক পেয়ারের বৈশিষ্ট এক এক রকমের। ট্রেডার ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই কার কোন পেয়ার ভাল লাগে তা বলা খুব কঠিন। আমি একটি পেয়ারেই ট্রেড করতে পছন্দ করি। তবে মাঝে মাঝে কোন মার্কেট আমার কাছে ভাল পজিশনে আছে মনে হলে আমি সেখানে ট্রেড করি। তবে তা সব সময় নয়। আমি একটি পেয়ারেই আগে ভাল প্রশিক্ষণ নিতে চাই।

Md. Tariqul Islam
2016-06-22, 06:41 PM
এই পেয়ারটা ফ্লাকচুয়েট করে কম আর প্রায় স্থিতিশীল অন্যান্য পেয়ারের তুলনায়। দ্রুত লাভ লস করার ক্ষেত্রে তেমন সুবিধা পাওয়া যায় না। ইউএসডি/জেপিওয়াই নিয়ে ট্রেড করার কথা ভাবছি। এটাতে ফ্লাকচুয়েট হয় বেশি। এনালাইসিস করতে হবে প্রচুর। নতুন পেয়ার আমার জন্য তাই কনফিউশন টা বেশি। দেখা যাক। আস্তে আস্তেই শুরু করি। যা হয়তো অনেকে জানে না,তবে আমি একনও রিয়াল একাউন্টতে ট্রেড করি বিধায় সব পেয়ার ট্রেড করি থাকি।তারপর ও পেয়ার সিলেক করে ট্রেড করলে ফরেক্স এর মধ্যে ভাল আয় করা যায়।

Rahat015
2016-06-23, 12:39 PM
যারা নতুন আমি বলব তারা যাথে ২ টার বেশী পেয়ার নিয়ে এনালাইসিস করতে না যায়। এতে তো মার্কেট কিছু বুজে উঠতে পারবে না। উল্টো লস করে বসে থাকবে। আমি নিজে এখন ২ টা পেয়ার এনালাইসিস করে ট্রেড করি । aud/usd আর usd/gpy। এই ২ টাতে মোটামোটি ফ্লাকচুয়েশন করে ভালো। তাই দ্রুত লাভ করা যায়।

milonkhanfx1993
2016-09-28, 01:35 AM
প্রাথমিক অবস্থাই একটি পেয়ার এ ট্রেড করলে আপনি নিযে থেকে মারেকেট এর মুভমেন্ট বুঝতে পারবেন এবং কোন সময় মারকেট কোন দিকে যায় কেন যায় সেটা কিছুটা হলেউ বুঝতে পারবেন তাই সেটাই বেস্ট,আবার আমি মেজর পেয়ার এ ট্রেড করে থাকি সেটা সুযোগ ই বলে দেয় কোথাই ট্রেড করা যায়।

Mamun13
2017-09-15, 12:00 AM
আমি সর্বাধিক ট্রেড করি usd/jpy পেয়ারে৷পাশাপাশি সুযোগ বুঝে আরোও ট্রেড করি eur/usd,gbp/usd,aud/usd,nzd/usd,usd/cad এবং gold৷তবে একটি পেয়ার usd/jpy আমার খুবই পছন্দের পেয়ার তাই এটাতেই ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি৷