PDA

View Full Version : ফিবনাচ্চি ট্রেডিং স্ট্রাটেজি



Rayhan07
2015-09-22, 09:44 AM
ফিবনাচ্চি ট্রেডিং স্ট্রাটেজি
ফিবনাচ্চি, অনেক শক্তিশালী এবং কমন একটি নাম ফরেক্সের জন্য। আমি আপনাদের ফিবনাচ্চি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব না কিংবা ফিবনাচ্চি রেশিও কিভাবে আসছে তাও আলোচনা করব না। শুধু এতটুকু জেনে রাখুন অংকের প্রথম দুইটা সংখ্যা হল ফিবনাচ্চি সংখ্যা। আর এ ফিবনাচ্চি সিরিজটি হল ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩,.... । সিরিজটির গঠনতন্ত্র খুব সোজা এবং মজার। শুধু দুইটা নাম্বার নিন এবং যোগ করে পরবর্তী নাম্বার বের করুণ। আর সম্পূর্ণ সিরিজ এবং বিস্তারিত বুঝতে আপনি নাসিম ভাইয়ের ফিবনাচ্চি সমাচার থেকে জানতে এবং শিখতে পারবেন। MT4 এ ফিবনাচ্চি রিট্রেসমেন্ট এবং এক্সটেনশন নামে দুইটা টুল আছে। যা দিয়ে আপনি ট্রেড ওপেন এবং TP/SL ঠিক করতে পারবেন। আমি চেষ্টা করব খুভ সোজা-সহজ ভাষায় ফিবনাচ্চি রিট্রেসমেন্ট ব্যবহার করে আপনি কিভাবে কি লেভেল খুঁজে পাবেন এবং কিভাবে ট্রেড ওপেন করবেন। এটা একটা সম্পূর্ণ ট্রেডিং স্ট্রাটেজি। তাই আমি ভেবে নিব আপনি অবশ্যই বেসিক জানেন।

ফিবনাচ্চি রিট্রেসমেন্ট টুল ব্যবহারের জন্য আপনাকে প্রধানত তিনটা পয়েন্ট খেয়াল রাখতে হবে।
একটি সম্পূর্ণ ট্রেন্ড
সুইং হাই
সুইং লো

একটি সম্পূর্ণ ট্রেন্ড বলতে বুঝায় Higher High পয়েন্ট Higher Low পয়েন্ট (আপট্রেন্ড এর ক্ষেত্রে) আর Lower Low থেকে Lower High ( ডাউনট্রেন্ড এর ক্ষেত্রে)। সর্বশেষ এই HH, HL, LL, LH পয়েন্ট গুলাই সুইং হাই এবং সুইং লো হিসেবে ধরতে হবে। মনে হচ্ছে একটু বেশি জটিল হয়ে গেলো। ব্যাপারটা আসলে খুবি সহজ। তিনটা পয়েন্ট নিয়ে যা বললাম তা যদি না বুঝেন তাহলে পুরাটাই মাথা থেকে বাদ দিন

ফিবনাচ্চি রিট্রেসমেন্ট পয়েন্ট হিসেবে MT4 এ ডিফল্ট কিছু Key নাম্বার থাকে। অনেকে অনেক ধরণের কথা বলতে পারেন যে ম্যানুয়ালি রিট্রেসমেন্ট নাম্বার এড করা ঠিক না। কিন্তু আমি আপনাদের আজ দুইটি ফিবনাচ্চি পয়েন্ট এর সাথে পরিচয় করিয়ে দিব। একটি হল ৮৮.৬ এবং আরেকটি হল ১২৭। প্রথমে আমি নিজেও ম্যানুয়ালি ফিবনাচ্চি পয়েন্ট এড করা পছন্দ করতাম না। কিন্তু এই দুইটি পয়েন্ট আসলেই খুবি Strong Key পয়েন্ট ফরেক্স মার্কেটের জন্য। আমি রিয়েল মার্কেটের এর প্রতিফলন টেস্ট করে দেখেছি। বিশেষ করে ৮৮.৬। এবং তার কিছু নিজস্ব লজিক বের করেছি যা আসলেই গুরুত্বপূর্ণ
আমি এখন আপনাদের রিয়েল মার্কেট এ এই ফিবনাচ্চি রিট্রেসমেন্ট এর ব্যবহার দেখাব। শুরুতে কিছু থিওরিটিকেল বিশ্লেষণ করে নেই। ফিবনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল হিসেবে আমরা শুধু মাত্র তিনটা লেভেল কে বিবেচনা করবো। যেগুলা ফরেক্স মার্কেট এ খুব খুব গুরুত্বপূর্ণ এবং অনেক শক্তিশালী কি লেভেল। পয়েন্ট তিনটা হল ৩৮.২, ৫০.০, ৬১.৮ । আমরা ফিবনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল এ ট্রেড করলে শুধু মাত্র এ তিনটা লেভেলকেই প্রাধান্য দিব। এখন আপনি হয়ত যখন রিয়েল মার্কেট এ ট্রেড করতে যাবেন তখন ফিবনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল আঁকলে আপনি ট্রেড ওপেন করার জন্য তিনটা লেভেল নিয়ে Confused হয়ে যাবেন। কারণ আমি বলে দিলাম যে তিনটা পয়েন্ট এ আমারা ট্রেড করবো, আর আপনি যখন তা রিয়েলে এ এপ্লাই করবেন আপনি চোখ বন্ধ করে প্রথম পয়েন্ট টাচ করার সাথে সাথে ট্রেড ওপেন করে দিলেন। অর্থাৎ আপনি ৩৮.২ টে মার্কেট আসার সাথে সাথে ট্রেড ওপেন করে বসে পড়লেন। আর কিছু সময় পর দেখা গেলো মার্কেট রিট্রেস করছে ঠিকি কিন্তু ৬১.৮ এ গিয়ে। অর্থাৎ All ready আপনার SL হিট করে বসে আছে। একটু চিন্তা করেন, ট্র্যাডিশনাল ট্রেডার আমাদের কি শিখায়? মার্কেট মুভমেন্ট এর প্রথম সিগন্যাল কে Neglect করা যায় এবং তা অর্থ এবং স্বাস্থ্য দুইটার জন্যই ভালো। আর এ শৃঙ্খলাটি আপনি সকল ক্ষেত্রেই কাজে লাগাতে পারেন। তাই আপনি যদি একজন সফল ফিবনাচ্চি ট্রেডার হতে চান তাহলে আপনি কখনই ৩৮.২ তে ট্রেড করবেন না। তাহলে আমারা আমাদের Confusion দূর করার জন্য একটি লেভেল বাদ দিলাম এবং আমাদের হাতে রইল আর মাত্র দুটি। আপনি হয়ত এখন প্রশ্ন করতে পারেন এত প্যাঁচাল না পাইরা আমি শুধু দুইটার কথা বল্লেইত পারতাম। আর আমার উত্তর হবে অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরে থাকুন আমাকে শেষ করতে দিন। রানিং ক্যান্ডল এ যেমন ট্রেড করা উচিৎ না, ঠিক তেমনি চলমান আলোচনায় সব শেষ হবার আগে প্রশ্ন করাও ঠিক না

এখন আমরা ফিবনাচ্চি এক্সটেনশন দিয়ে টেক প্রফিট নির্ধারণ করবো। এই এক্সটেনশন পয়েন্ট ব্যাবহারের জন্য আপনাকে ফিবনাচ্চি এক্সটেনশন টুলটি ব্যাবহার করার দরকার নাই। আপনি রিট্রেসমেন্ট টুল ব্যাবহার করলেই হবে। শুধু আপনাকে একটু আগে যে দুইটা পয়েন্ট খেয়াল করতে বলেছি সেই দুইটা পয়েন্ট খেয়াল করলেই হবে। এখন আপনি রিট্রেসমেন্ট টুল দিয়ে এক্সটেনশন আঁকার জন্য পূর্বের সেকেন্ড পয়েন্টকে এখন ফার্স্ট পয়েন্ট ধরুন এবং পূর্বের ফার্স্ট পয়েন্টকে এখন সেকেন্ড পয়েন্ট ধরুন। আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত এক্সটেনশন লেভেল।

এবার আসুন আমাদের ম্যানুয়ালি এড করা ৮৮.৬ রিট্রেসমেন্ট লেভেল এ। আমরা আমাদের টেক প্রফিট নির্ধারণ করবো এই ৮৮.৬ লেভেল এ। কারণ এতি একটি খুব শক্তিশালী লেভেল। আর আমরা সাধারণত টেক প্রফিট হিসেবে পূর্ববর্তী S/R এর কিছুটা নিচের লেভেল কে নির্ধারিত করি। আর ফিবনাচ্চি লেভেল গুলার মধ্যে ১০০ এর আগের লেভেল হচ্ছে ৮৮.৬। তাই টেক প্রিফিট সেট আপের জন্য এটি খুবি শক্তিশালী। শুধু ৮৮.৬ ? না আমরা টেক প্রফিট হিসেবে তিনটা লেভেল বিবেচনা করবো। অর্থাৎ আমাদের প্রথম টেক প্রফিট লেভেল হবে ৮৮.৬, দ্বিতীয়টি হবে ১০০ এবং তৃতীয়টি হবে ১২৭। আমার মনে হয় এখন সবার কাছে ব্যাপারটা সহজ ঘটনাই মনে হচ্ছে। আরেকটি উদাহরণ দিয়ে মস্তিস্ক বাজিয়ে দেখি আসুন। প্রথমে আমরা এন্ট্রি এবং স্টপ লস সেট আপ করি।
আপনি যদি একজন ফিবনাচ্চি ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি ৩৮.২ লেভেল এ ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যদি খুব নিরাপদ একটি ট্রেডিং রুল ফলো করতে চান তাহলে আপনাকে অবশ্যই শৃঙ্খলা মানতে হবে। কারণ আমি আপনাকে তিনটা সিগন্যাল দেখালাম, যার মধ্যে আপনি প্রথমটি বাদ দিতেই পারেন। তবে হ্যাঁ Strong Key S/R লেভেল এ ৩৮.২ তে আপনি ট্রেড করতে পারেন। তবে আমার মন্তব্য হল Save Zone এ থাকার জন্য প্রথম সিগন্যাল আপনি Avoid করতেই পারেন।
দয়া করে একটু সম্পূর্ণ সিস্টেমটি যা আমি আপনাদের বুঝানোর চেষ্টা করেছি তা আবার মনে করার চেষ্টা করুণ।
ফিবনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল আঁকার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট,
ফিবনাচ্চি কি লেভেল,
এন্ট্রি,
স্টপ লস,
টেক প্রফিট।
আর কিভাবে রিট্রেসমেন্ট টুল দিয়ে এক্সটেনশন লেভেল পাওয়া যায়, যা দিয়ে আমরা টেক প্রফিট লেভেল নির্ধারণ করবো।
এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আগের চার্ট ধরে ধরে এরকম অনেক বক্তব্য দেয়া যায়। রিয়েল এ এর কিছুই হবে না। আসলেই তাই। আমি পুরা সিস্টেমটা উদাহরণ সহকারে দেখানোর জন্য 1H, 4H, Daily Chart এর আগের ডাটা গুলো ব্যাবহার করেছি। টাইম ফ্রেমের ক্ষেত্রে আমি বলব এ তিনটা টাইম ফ্রেমে এর ভালো ফলাফল পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো মানি ম্যানেজমেন্ট ব্যাবহার করবেন। ভালো মানি ম্যানেজমেন্ট কি তা নিশ্চয় এখন বলে দিতে হবে না।
এবার যাদের মনে প্রশ্ন জেগেছে তাদের জন্য কারেন্ট মার্কেটের কয়েকটি উদাহরণ দেই। প্রথমে আসুন আমরা 1H চার্টে দেখি কিভাবে আমারা ফিবনাচ্চি রিট্রেসমেন্ট সেট আপ করবো
আমি রিয়েল এ Confirmation পাই ট্রেড ওপেনের জন্য। এখন আপনি এই Key S/R Level কিভাবে পাবেন তার জন্য আমার সাপোর্ট এবং রেসিসটেন্স ড্রয়িং ক্লাস টি করে আসুন। অর্থাৎ আমি এখানে দুইটা Key Level যোগ করে একটি Strong সিগন্যাল তৈরি করি। আর এ জন্যই ৩৮.২ লেভেলটির কথা উল্লেখ করেছিলাম।
আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে একটা কথাই বলব যে, ফিবনাচ্চি ট্রেডিং ৫০ এবং ৬১.৮ এ ট্রেড ওপেন করবেন। এবং আরও নিরাপদ ট্রেড করার জন্য Key S/R দিয়ে ফিবনাচ্চি লেভেল কে ছেঁকে শক্তিশালী করুণ। অতিরিক্ত ট্রেড ওপেন করলেই যে সবসময় প্রফিট হবে এমন কথা নাই। কম ট্রেড করুণ তবে শক্তিশালী Key Level এ ওপেন করুণ। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল Discipline হন।

অনেক ধৈর্য ধরে এই ফিবনাচ্চি ট্রেডিং ক্লাসটি উপভোগ করলেন। আমার উদাহরণগুলো দেখে চোখ বন্ধ করে রিয়েল ট্রেড এ দয়াকরে এপ্লাই করবেন না। ডেমো তে কমপক্ষে এক মাস প্র্যাকটিস করে নিশ্চিত হয়ে রিয়েল এ এপ্লাই করবেন। আশাকরব সম্পূর্ণ লেখা মনোযোগ সহকারে পড়ে এরপর মন্তব্য করবেন। কারণ অনেক সময় দেখা যায় কিছু না বুঝলে পুনরায় পড়ে বুঝার চেষ্টা না করেই মন্তব্য করে বসে অনেকে। তাই আবারো বলছি ভালো করে বার বার পড়ে ভালমত বুঝার চেষ্টা করুণ।

Aunik
2015-09-22, 01:12 PM
আমি ফিবোনাচ্চি এন্ডিকেটর ব্যবহার করি , এবং এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করি , এবং মার্কেট থেকে অনেক প্রফিট অ পেয়েছি এই ট্রেডিং ইন্ডিকেটর ব্যবহার করে , এটা অনেক সহজ একটি ইন্ডিকেটর ।। ছাইলে যে কেও এই ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন এবং মার্কেট থেকে প্রছুর পরিমানে প্রফিট নিতে পারেচ ।। বেশির ভাগ ক্ষেত্রেই মুটা মুটি এই ইন্ডিকেটরকাজ করেযদি না মার্কেট এহাই ইম্প্যাক্ট কোন নিউজ না থাকে ।।

shakawath
2015-09-24, 09:32 AM
ফিবোনাচ্চি হল এনালাইজার টুলস। ট্রেন্ড নির্ধারণ করে টপ টু বটম দাগালে এর যে রিট্রেচমেন্ট লেভেল্গুলো পাওয়া যায় তা খুব ভালো সাপোর্ট আর রেসিসটেন্স হিসেবে কাজ করে। আর যারা ট্রেন্ড লাইন দাগাতে পারে তারা এই টুলসের মর্ম খুব ভাল করেই জানে। ফরেক্সে এনালাইসিস এর জন্য এরচে ভাল টুলস আর হয় না। বলতে গেলে আমি এই টিলুসের ফ্যন।

basaki
2016-03-26, 12:47 PM
পিবো হচ্ছে ফরেক্স মার্কেটে একাল পর্যত যত এনালাইসিস ইন্ডিকেটর বের হয়েছে সব চাইতে আমি মনেবকরি এই ইন্ডিকেটর বেশি জনপ্রিয়।তাই আপনি যদি এই ইন্ডিকেটর ব্য অহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আপনি ফরেক্স মার্কেটে অনেক লাভ বান হতে পারবেন বলে আমি আশা করি।

rafiqul islam
2016-03-26, 12:48 PM
বেশির ভাগ ক্ষেত্রেই মুটা মুটি এই ইন্ডিকেটরকাজ করেযদি না মার্কেট এহাই ইম্প্যাক্ট কোন নিউজ না থাকে ।।

yasir arafat
2016-04-07, 01:48 AM
এটা এক ধরণের বলতে গেলে পিভট পয়েন্ট নির্নয় করার মত । আপনি চাইলে আপনার মেটা ট্রেডারের ড্রয়িং অপশন থেকে কিছু টুলস নিয়ে তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কিছু ফিবনাচ্চি ড্রয়িং করে ট্রেড করতে পারেন।

Rahat015
2016-04-07, 02:27 PM
ফিবোনেচ্চি সম্পর্কে তেমন কোন ভালো আইডিয়া নাই, যেহেতু আমি এখনো এটা নিয়ে এনালাইসিস করি নাই।। তবে আমার এটা নিয়ে এনালাইসিস করার খুব ইচ্ছে।। আশা করি ভালোফলাফল আনবে।।

dwipFX
2016-05-15, 11:38 AM
ফরেক্স মার্কেটে বিবিন্ন জনপ্রিয় ইনডিকেটর রয়েছে তার মধ্যে একটি হল পিবোনাক্কি।আমার জানা মতে আমাদের ভাল ট্রেডিং সিগনাল দেয়। আমাদের কে এই সব ইনডিকেটর ব্যাবহার করার আগে নিজস্ব এনালাইসিস করে ট্রেড করতে হবে। এই সব ইনডিকেটর মাঝে মাঝে ভুল সিগনাল দেয়।

RUBEL MIAH
2016-05-27, 09:50 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক ইন্ডিকেটরের দিকে লক্ষ্য রাখা উচিত । আমরা যদি সব ইন্ডিকেটরের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা সফল ব্যবসায়ী হিসেবে পরিগণীত হতে পারব । তাই আমরা ফিবনাচ্চি ট্রেডিং করব ।

maziz6989
2016-06-01, 10:16 PM
সত্যি বলতে আজকে আমি একটা সম্পূর্ণ নতুন জিনিস শিখলাম। তা হল ফিবোনাচ্চি স্ট্রাটেজি। আমি আসলে জানতাম এই গোল্ডেন রেশিও গুলো ব্যবহার করা হয়ে থাকে মার্কেট এনালাইসিস করার জন্য এখন দেখলাম এগুলোতে নাকি ট্রেডও করা যায়। ভাল প্রফিট করতে পারলে। কিন্তু একা একা ফিবো এত বড় মার্কেট নিয়ন্ত্রন করতে পারলে তো ভালই হত। তাই না।

Rahat015
2016-06-15, 12:37 AM
আমি ফিবোনাচ্চি এন্ডিকেটর ব্যবহার করি , এবং এই ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করি , এবং মার্কেট থেকে অনেক প্রফিট অ পেয়েছি এই ট্রেডিং ইন্ডিকেটর ব্যবহার করে , এটা অনেক সহজ একটি ইন্ডিকেটর ।। ছাইলে যে কেও এই ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন এবং মার্কেট থেকে প্রছুর পরিমানে প্রফিট নিতে পারেচ ।। বেশির ভাগ ক্ষেত্রেই মুটা মুটি এই ইন্ডিকেটরকাজ করেযদি না মার্কেট এহাই ইম্প্যাক্ট কোন নিউজ না থাকে ।।

আমি ঠিক বুজতে পারতিসি না এই টা দিয়ে কিভাবে কাজ করব। দয়া করে যদি একটু শর্ট করে বুজায় দিতেন ভালো হত। ধন্যবাদ।।

Md. Tariqul Islam
2016-06-16, 04:32 PM
ট্রেন্ড নির্ধারণ করে টপ টু বটম দাগালে এর যে রিট্রেচমেন্ট লেভেল্গুলো পাওয়া যায় তা খুব ভালো সাপোর্ট আর রেসিসটেন্স হিসেবে কাজ করে। আর যারা ট্রেন্ড লাইন দাগাতে পারে তারা এই টুলসের মর্ম খুব ভাল করেই জানে। ফরেক্সে এনালাইসিস এর জন্য এরচে ভাল টুলস আর হয় না।আপনি চাইলে আপনার মেটা ট্রেডারের ড্রয়িং অপশন থেকে কিছু টুলস নিয়ে তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কিছু ফিবনাচ্চি ড্রয়িং করে ট্রেড করতে পারেন।

Md. Tariqul Islam
2016-06-22, 12:08 AM
ট্রেন্ড নির্ধারণ করে টপ টু বটম দাগালে এর যে রিট্রেচমেন্ট লেভেল্গুলো পাওয়া যায় তা খুব ভালো সাপোর্ট আর রেসিসটেন্স হিসেবে কাজ করে। আর যারা ট্রেন্ড লাইন দাগাতে পারে তারা এই টুলসের মর্ম খুব ভাল করেই জানে। আমরা যদি সব ইন্ডিকেটরের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা সফল ব্যবসায়ী হিসেবে পরিগণীত হতে পারব ।

Md. Tariqul Islam
2016-06-22, 02:36 PM
ফরেক্স মার্কেটে বিবিন্ন জনপ্রিয় ইনডিকেটর রয়েছে তার মধ্যে একটি হল পিবোনাক্কি।আমার জানা মতে আমাদের ভাল ট্রেডিং সিগনাল দেয়। আমাদের কে এই সব ইনডিকেটর ব্যাবহার করার আগে নিজস্ব এনালাইসিস করে ট্রেড করতে হবে। আমরা যদি সব ইন্ডিকেটরের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা সফল ব্যবসায়ী হিসেবে পরিগণীত হতে পারব । তাই আমরা ফিবনাচ্চি ট্রেডিং করব ।

maziz6989
2016-07-17, 06:41 PM
আমি আজ পর্যন্ত কোন বড় ট্রেডার এর কাছে শুনি নি যে ১ ঘন্টার টাইম ফ্রেম এ ফিবো ব্যবহার করা যায়। যাক নতুন একটা জিনিস শিখলাম আপনার কাছ থেকে।
তবে যদি ভাল ভাবে কাজে লাগাতে পারেন তবে খুবই ভাল। কিন্তু আমি যতদূর জানি এটা এনালাইসিস টুল, কোন ট্রেড ইন্স্টুমেন্ট নয়। ধন্যবাদ।

Md. Tariqul Islam
2016-07-19, 08:39 AM
পিবো হচ্ছে ফরেক্স মার্কেটে একাল পর্যত যত এনালাইসিস ইন্ডিকেটর বের হয়েছে সব চাইতে আমি মনেবকরি এই ইন্ডিকেটর বেশি জনপ্রিয়।তাই আপনি যদি এই ইন্ডিকেটর ব্য অহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আপনি ফরেক্স মার্কেটে অনেক লাভ বান হতে পারবেন বলে আমি আশা করি।

vodrolok
2016-09-10, 01:19 PM
ফিবোনাচ্চি ট্রেডিং স্ট্রাটেজি হচ্ছে প্রাইসের গাণিতিক হিসাবে আগের লো ও হাইয়ের সাথে সম্পর্ক রেখে প্রাইস কতটুকু রিভার্স করতে পারে আবার কোন লেভেল থেকে ট্রেন্ডে ফিরে আসতে পারে তার অনুমান বের করা। মার্কেট কখনোই টানা এক দিকে যেতেই থাকে না এবং তা সম্ভবও না। বরং কখনো ট্রেন্ড রিভার্স করে আবার কখনো ছোট ছোট রিট্রেসমেন্ট করে করে ট্রেন্ডে চলতে থাকে। এটা বের করে সে অনুযায়ী ট্রেড করতে হলে চাই ফিবোনাচ্চির সাহায্যে সে লেভেলগুলো নির্ণয়।

vodrolok
2016-09-12, 02:43 AM
মার্কেট কখনোই এক দিকে সমান্তরাল ভাবে যায়না এবং যেতে পারেনা। কারণ বেইজ কারেন্সিতে কেউ বাই দিলে বা কুওটে কেউ সেল দিলে প্রাইস বাড়বে আর বিপরীত এখন নিলে প্রাইস বাড়বে। মার্কেটের গমনও বিভিন্ন মেয়াদে ঘটে থাকে। এই চলন কিছু লেভেল মেনে চলে। এই লেভেল গুলোতে ট্রেড দেয়াই হলো ফিবো ট্রেড।

milonkhanfx1993
2016-09-24, 05:08 PM
এই পজিশন গুলো ভাল কাজে লাগে তবে একটি বিষয় হচ্ছে ভাই যখন এই পইন্ট গুলো ক্রস করে চলে যায়,তখন কি সেটা সাপোর্ট বা রেসিস্ট্যন্স হিসেবে কাজ করে তারপরে পরের পইন্ট টা কি গুরুত্তপুরন হয়ে যায়?

Mamun13
2017-10-22, 11:26 AM
ফিবোনাকী রেশিও দিয়ে আমরা টেকনিক্যাল এনালাইসিস করে থাকি৷এই ফিবোনাকীর অনেকগুলো রেশিও বা লেভেল আছে যেগুলো সঠিকভাবে ব্যাবহার করে আমরা আমাদের ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স এরিয়াগুলো নিশ্চিত হতে পারি৷অভিজ্ঞ ট্রেডারগণ এই ফিবোনাকী রেশিওগুলো দেখে বুঝে ট্রেডে এন্ট্রী করে থাকেন৷

BDFOREX TRADER
2019-07-09, 06:22 PM
8373
আমরা জানি ফিবোন্নাকিতে চারটি গ্লোডেন রেশিও থাকে ২৩.৬, ৩৮.২ .৫০.০ এবং ৬১.৮ আমরা যখন আপট্রেন্ডে সাপোট টু রেসিটেন্স ফেবুনাসি টানব তখন যদি ২৩৬ ব্রেকআউট করে তখন মাকেট বেশি ভাগ ক্ষেএে ৩৮.২ পযন্ত যায় এক্ষেএে আমরা ২৩.৬ ব্রেকআউট করলে ছোট একটি সেল নিতে পারি ঠিক তেমনি ডাওনট্রন্ডের ক্ষেএে রেসিটেন্স টু সাপোট ফিবোন্নাকি টানব তখন যদি ২৩.৬ ব্রেকআউট করে তখন মাকেট বেশি ভাগ ক্ষেএে ৩৮২ পযন্ত যায় এক্ষেএে আমরা ২৩.৬ ব্রেকআউট করলে ছোট একটি বাই নিতে পারি । দুটোর টিপি হবে ৩৮.২.

SUROZ Islam
2019-08-01, 05:32 PM
ফিবনাচি রিট্রেসমেন্টস্ ব্যবহার করে ফরেক্স কৌশলগুলি-
প্রথম ভাগে আমরা ফরেক্স ফিবনাচি অনুক্রমের উৎপত্তির কথা আলোচনা করেছিলাম, যা মূলত হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতির সাথে 'লাইবার আবাকি' গ্রন্থে লিওনার্দো পিসানো দ্বারা উপস্থাপিত হয়েছিল, যার ডাকনাম ছিল ফিবনাচি।ফিবনাচির আসল অনুক্রমে প্রতিটি সংখ্যা হল পূর্ববর্তী দুটি সংখ্যার সমষ্টি: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377এবং এইরকম আরো অনেক।পরবর্তী সংখ্যা দিয়ে একটা নম্বর ভাগ করলে 'গোল্ডেন রেশিও' (φ = 1.618)তৈরী করে, উদাহরণস্বরূপ: 8/13 = 61.53%, 34/55 = 61.81%।
23.6%, 38. 2%, 50%, এবং 61.8% ফিবনাচি লেভেলগুলো আর্থিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেগুলো মূল্য বিপর্যয়ের কারণগুলোর জটিল পয়েন্টগুলি নির্ধারণ করতে ব্যবহৃত হয়। ফিবনাচি রিট্রেসমেন্টগুলো মার্কেটের এন্ট্রিগুলোর জন্য এবং ক্ষতি বন্ধ করতে এবং এছাড়াও সমর্থন বা প্রতিরোধের ক্ষেত্রগুলো নির্ধারণ করতে, কৌশলগত স্থানগুলো নির্দেশ করতে সহায়তা করে। এই দ্বিতীয় অংশটি সম্ভবত ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ে ফিবনাচির সবচেয়ে শক্তিশালী এবং সহজে বোধগম্য অ্যাপ্লিকেশনকে কভার করে।
ফিবনাচিরিট্রেসমে ্টস্ব্যবহার করে ট্রেড চালিয়ে যাবার কৌশল নিচে ১ নং ছবি দেখুন। 8569
এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল্য লাফিয়ে ওঠার করার আগে ডাউনট্রেণ্ডে ছিল এবং উঁচু থেকে নিচে নামার আগে ঠিক 38.2% পিছনদিকে সরে যাচ্ছে। 38.2% ফিবনাচি লেভেলে পৌঁছানোর পরে, মূল্য প্রতিবর্তিত হয় এবং বাতিল করে দেওয়া ট্রেণ্ডের দিকে, ট্রেড নীচে নেমে যায়।
চার্টটি দেখলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রিট্রেসমেন্টের মাত্রা চিহ্ণিত করা আছে:23.6%, 38.2%, 50% এবং 61.8%।
এই সবগুলো নিম্নগতির রিট্রেসমেন্টের প্রেক্ষাপটে সম্ভাব্য প্রতিরোধের মাত্রার প্রতিনিধিত্ব করে।যেমন এই লেভেলগুলো ডাউন ট্রেণ্ডে পুনরায় যোগদান করতে সমস্ত সম্ভাব্য এন্ট্রি পয়েন্টগুলোর প্রতিনিধিত্ব করে।এর মানে হল আমাদের মার্কেটে প্রবেশ করতে চারটি সম্ভাব্য বিপর্যয়ের পয়েন্ট আছে। তবে আমাদের কোন লেভেলটি নির্বাচন করা উচিত? এখানে প্রযুক্তিগত সূচকের জ্ঞান এবং প্রাইস অ্যাকশন আপনাকে সাহায্য করতে পারে। সেকেন্ডারি সূচক থেকে নিশ্চিতকরণ নিচে ২ নং ছবি দেখুন।
8570
নিচের ২ নং ছবি চার্টটি দেখে, আমরা দেখতে পারি স্টিকাস্টিক অসিলেটর আমাদের একটি সূত্র দিয়েছিল যে মার্কেট বিপরীত দিকে যাচ্ছে। স্টিকাস্টিকগুলো 80 লেভেলের উপরে ছিল এবং নিচের দিকে বাঁক নিচ্ছে,যা মুল্য হ্রাসের সম্ভাবনার সূচক।
তাই 38.2% রিট্রেসমেন্টস্লে েল এবং স্টিকাস্টিকগুলো বিক্রির সংকেত দিয়ে মূল্য বৃদ্ধি করে একটি বিক্রির অর্ডার করার জন্য আমরা একটি ভাল কেস তৈরি করতে শুরু করছি বা ট্রেডিং শিল্পে একে বলা হচ্ছে 'শর্ট যাচ্ছে'।
একাধিক সময়সীমার মধ্যে ট্রেন্ড খোঁজা একজন ভাল ট্রেডার খানিকটা শার্লক হোমসের মত, যিনি একজন গোয়েন্দা, তিনি একাধিক সূত্রের উপর ভিত্তি করে একটি মামলা গড়ে তোলেন।আমরা একটি ছোট পজিশন গ্রহণ করার জন্য দুটি ভাল সূত্র উন্মোচিত করেছি, কিন্তু আমরা কাজ এখনও সম্পন্ন হয় নি। নিচের ৩ অং ছবি দেখুন।
8571
বড় ছবির জন্য এবং উপরের দৈনিক চার্টটি দেখার জন্য জুম করুন, আমরা দেখতে পাচ্ছি যে এই সময়সীমাতেও ট্রেণ্ডটি ব্যাপকভাবে নিম্নগামী। এই 38.2% ফিবনাচিরিট্রেসমে ্টস্লেভেলে বিটকয়েন বিক্রি করার ক্ষেত্রে এটি পরে সমর্থন করে। ছোট পজিশনের জন্য (বিক্রির ট্রেডগুলো) আমরা দেখতে চাই যে একাধিক সময় সীমা জুড়ে মার্কেট ডাউনট্রেণ্ডে রয়েছে। দীর্ঘ পজিশনের জন্য(কেনার ট্রেডগুলো) আমরা দেখতে চাই যে একাধিক সময় সীমা জুড়ে মার্কেট আপট্রেণ্ডে রয়েছে। চার ঘণ্টার চার্টে ফিবনাচিলেভেলের বাউন্স অফ অপেক্ষাকৃত বড় ছিল। আর 38.2% লেভেল 9119-এ ছিল এবং 8190-নীচে নেমে গিয়ে মূল্য বিক্রি হয়ে যায়, $900-এরও বেশী সরে গিয়ে। এটি হল একটি ফরেক্স কৌশল যা বিভিন্ন সময়সীমার মধ্যে প্রয়োগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, আমাদের উদাহরণ হিসাবে ব্যবহার করা চার ঘন্টার একটি চার্টের পরিবর্তে আপনি একটি 30-মিনিটের চার্টের ওপরে অনুরূপ সেটআপগুলো দেখতে পারেন।
মনে রাখবেন যে কম সময়সীমাতে আপনি আরো সংকেত পাবেন কিন্তু তারা কম নির্ভরযোগ্য হবে। বিপরীতভাবে, দীর্ঘমেয়াদী সময়সীমাতে আপনি কম সংকেত পাবেন কিন্তু তারা আরো নির্ভরযোগ্য হবে।
কিভাবে ফরেক্স মার্কেটে প্রবেশ করতে হয়, ফিবনাচিরিট্রেসমে ্টস্লেভেলে ফরেক্স মার্কেটে প্রবেশ করার জন্য আপনি বিক্রি বন্ধ করার অর্ডার করতে পারেন(একটি নিম্নগামী রিট্রেসমেন্টের ক্ষেত্রে)অথবা একটি ক্রয় স্টপ অর্ডার(একটি উর্দ্ধগামী গতির রিট্রেসমেন্টের ক্ষেত্রে)করতে পারেন।নতুবা,যখন মূল্যটি ফিবোনাচি লেভেলে পৌঁছে যায়, তখন আপনি মার্কেট অর্ডারের সাথে ব্যক্তিগতভাবে অর্ডার নির্বাচন করতে পারেন। মুনাফা গ্রহণ এবং ক্ষতির লেভেল থামানো একটি ভালচলতি নিয়ম হল আপনার ঝুঁকির কমপক্ষে তিনগুণ মুনাফার লক্ষ্য নির্ধারণ করা। তাই উপরে বর্ণিত ফরেক্স ট্রেডে আমরা আমাদের ঝুঁকি $200 নির্ধারণ করতে পারতাম $ 600 এর মুনাফার লক্ষ্যমাত্রার সাথে।
ফিবনাচি রিট্রেসমেন্টস্ সহায়তা এবং প্রতিরোধের ক্ষেত্রগুলির হিসেব করতে সহায়তা করবে, তবে একে অন্যান্য সূচক এবং ফরেক্স স্ট্র্যাটেজিগুলি সাথে মিশ্রিত করে, আপনি এই টুলের সর্বোত্তম ব্যবহার পেতে পারেন।উদাহরণস্বর প, আপনি একটি ট্রেণ্ড এবং মূল্য বিপর্যয় সংজ্ঞায়িত করার জন্য স্টিকাস্টিক অসিলেটরের সুবিধা গ্রহণ করতে পারেন। ফিবনাচিরিট্রেসমে ্টগুলো হল একটি ট্রেণ্ড-অনুসরণকারী উপকরণ, এবং একাধিক টাইমফ্রেম জুড়ে ট্রেণ্ড দেখার ফলে আরো সঠিক পূর্বাভাস পাওয়া যাবে। ফিবনাচিরিট্রেসমে ্টস্একটি দারুণ নিশ্চিতকরণ টুল তৈরী করে এবং এই নিবন্ধে উপস্থাপিত কৌশলগুলোর সাথে মিলে উচ্চ সম্ভাবনাময় ট্রেডিং নিশ্চিত করতে পারে। আমরা আশা করি আপনি ফিবনাচিরিট্রেসমে ্টস্ব্যবহার করে ট্রেড করার সেরা উপায়টি খুঁজে পাবেন।

Rokibul7
2019-08-30, 01:51 AM
আমি আপনাদের মাঝে নতুন,মানে পুরা ফরেক্স ভূবনে।ইদানিং আমি ইন্ডিজকেটর নিয়ে এনালাইসিস করতেছি।আপনাদের পরামশও উপদেশ মূলক মতামতে আপনারা নানান ইন্ডিকেটর এর সুবিধা অসুবিধা আলোচনা করে থাকেন।আমি আপনাদের পরামশ অনুযায়ী নানান ইন্ডিকেটর ব্যাবহাট করে প্রকটিস করি ডেমো তে। সেটা প্রয়গ করে আমি বুঝতে সেটা করি তার ব্যাবহার বা সুবিধা।ফিবোনাচি আমি সেট করে দেখবো কতোটুকু আয়ত্ত করতে পারি।ধন্যবাদ

FX7
2019-12-10, 02:45 PM
না কিছুতেই বুঝতেছি না,ফিবো ধারা গুনতে শিখেছি।তবে এই ফিবো নিয়ন্ত্রণ করে মাকেট কিভাবে এনালাইসিস করবো তা তো বুঝতেছিনা।বারবার পড়লাম কিছুতেই কিছু হলো না।

Rokibul7
2020-03-08, 12:13 AM
ভই মাথায় ডুকেতেছে না,ফিবোনাছি লেখাটা এত বড় হয়ে গেছে যে তলা পযন্তপড়তেই পারলাম না।আর যতটুকু পড়েছি তার কিছুই মাথায় ডুকছে না।

SR12
2020-03-31, 08:47 PM
ফিবোন্যাকি ট্রেডিং স্ট্রটেজি ফলো করে অনেকেই ট্রেড করেন আমিও একসময় এই ইন্ডিকেটরটা ফলো করতাম। এর মাধ্যমে কয়েকটি সাপোর্ট লেভেল পাওয়া যায় যার মাধ্যমে ট্রেডিং করা সহজতর হয়। তবে আমি এটা দেখে খুব ভালো ট্রেড করাটা বুজতাম না তাই আমি এট ফলো করা বাদ দিয়ে দিছি যদি ভালো করে বুজতে পারি তখন আবার ফলো করবো।

FREEDOM
2020-06-16, 11:29 PM
অনোক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে ফিবোনাকি সম্পর্কে অনেক শুনেছি তবে ভালো ধারনা নিতে পারিনি যেটা আপনার পোস্টের মাধ্যমে অর্জন করলাম। এখন থেকে অবশ্যই ফিবোনাকি লেভেল সম্পর্কে অনেক ভালো ধারনা তৈরি হয়েছে এবং অনেক ভালো ভাবে এটা কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ

Md.shohag
2020-06-19, 01:58 PM
জীবনের প্রথম একটা বস্তু দেখলাম যাতে ২০ পিপ স্ক্যাল্পিং করতে বলছেন। সত্যি সত্যি হাস্যকর মনে হল বস্তুটা আমার কাছে। পৃথিবীর এমন কোন স্ক্যাল্পার এর নাম কেউ আজ পর্যন্ত মনে হয় শুনে নি যিনি এক ট্রেড এ ২০ পিপ টেক করেন। যারা স্ক্যাল্পার তারা স্প্রেড বাদে সর্বোচ্ছ ৫ পিপে ট্রেড ক্লোজ করে। আর হ্যা - কোন স্ক্যাল্পার ২০০/৫০০ ডলার ব্যালান্স নিয়ে আর ০.০১ লটে ট্রেড করে না।