Log in

View Full Version : স্মার্টওয়াচেই পাবেন এআই ফিচার



LIMAFX
2024-05-05, 04:59 PM
বর্তমানে স্মার্টওয়াচে স্মার্টফোনের প্রায় সব কাজই করা যায়। তাই তো আধুনিক স্মার্টওয়াচগুলোক বলা হচ্ছে স্মার্টফোনের বিকল্প। কল রিসিভ করা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন সবই পাওয়া যায় স্মার্টওয়াচে। সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে স্মার্টওয়াচ। ব্যবহারকারীর ঘুমের সময়, পানি খাওয়ার প্রয়োজন আছে কি না সবই জানায় স্মার্টওয়াচ। এখন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ এআই ফিচারও পাবেন স্মার্টওয়াচে। অর্থাৎ হাতে থাকা স্মার্ট ঘড়িতেই আপনি এআই ফিচার ব্যবহার করতে পারবেন। এমনই সুবিধা এনেছে অ্যামজফিট। তাদের অ্যামজফিট ব্যালেন্স জিপ ওএস ৩.৫ স্মার্টওয়াচে যুক্ত হয়েছে এই সুবিধা।
http://forex-bangla.com/customavatars/129842703.jpg