Rassel Vuiya
2024-05-14, 04:02 PM
আবারো লোকসানে পড়েছে প্রযুক্তি খাতে বিনিয়োগকারী জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক। তবে ব্রিটিশ সেমিকন্ডাক্টর ফার্ম আর্মে হোল্ডিংসহ কোম্পানিটির প্রযুক্তি খাতে বিনিয়োগ করা শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এলএসইজির জরিপে অংশ নেয়া দুই বিশ্লেষকের গড় অনুসারে, সফটব্যাংক মার্চ শেষ হওয়া প্রান্তিকে রেকর্ড ৪৬ কোটি ২৭ লাখ ডলার নিট লোকসান করেছে। তবে সফটব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিনিয়োগের জন্য তারা প্রস্তুত রয়েছে। তবে সতর্কতা অবলম্বন করার ওপর জোর দিয়েছেন।
http://forex-bangla.com/customavatars/784937450.jpg
http://forex-bangla.com/customavatars/784937450.jpg