PDA

View Full Version : কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ল্যাপটপের ঘোষণা দিল মাইক্রোসফট



SaifulRahman
2024-05-21, 05:52 PM
http://forex-bangla.com/customavatars/309426309.png
আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে শুরু হবে মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। তিন দিনের এ সম্মেলনে প্রতিষ্ঠানটির ডেভেলপার বা প্রোগ্রামাররা অংশ নেবেন। কিন্তু বিল্ড সম্মেলনের এক দিন আগে গতকাল সোমবার হঠাৎ করেই নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘কোপাইলট প্লাস’ যুক্ত দুটি মডেলের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। স্ন্যাপড্রাগন এক্স ইলাইট/এক্স প্লাস এআরএম প্রসেসরে চলা ল্যাপটপ দুটি ১৮ জুন থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ল্যাপটপগুলো কিনতে গুনতে হবে সর্বনিম্ন এক হাজার মার্কিন ডলার বা ১ লাখ ১৭ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১৭ টাকা ধরে)।