PDA

View Full Version : ফরেক্স আসলে কি? ফরেক্স এ কি লাভ করা আসলেই সম্ভব?



kazitanzib
2024-05-31, 12:20 PM
আজকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা প্রশন করছি।

বেশ অনেক দিন হল ফরেক্স ট্রেডিং সম্পর্কিত অনেক গ্রুপে লোকজনদের আলোচনা দেখছি। অনেকে অনেক ধরনের স্টাটেজি শেয়ার করছে পাশাপাশি কেউ অনেক বেশি লাভ করছে। কেউ কেউ বলছে এই ব্রোকার ভাল অন্যজন আবার বলছে এই ব্রোকার খারাপ। তবে আপাত দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং দুনিয়াটি কি এই রকমই?

চলুন এই সল্পজ্ঞান সম্পন্ন মানুষের কথা না হয় একটু পড়লেনঃ

ফরেক্স ট্রেডিং বা পুরো বিষয় বলতে গেলে সুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয়, সব ধরনের ট্রেডিং কি শেখা এবং তাতে প্রফিট করা আসলেই সহজ। অনেকে হয়ত ৪ বছর ৫ বছরে লাভ করছে কেউ কেউ ৭ থেকে ১০ বছরও লেগে যাচ্ছে। আসলেই ফরেক্স ট্রেডিং শিখতে এবং জানতে কত সময় লাগে। খুব বাড়িয়ে বলব না তবে নিজের যতটুকু বুঝেছি তাতে বলতে পারি যে ফরেক্স সম্পর্কিত জ্ঞান নিতে আপনি যদি পূর্ণ মনোযোগ দেন তাহলে ১ থেকে ২ বছর লাগবে। কেউ শুধুমাত্র এই কথা শুনে আমাকে হাঁসির পাত্র বানাবেন না। আমি শুধু বলেছি যে ফরেক্স ট্রেডিং কি, কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে চলে, কোন স্ট্রাটেজি কি, ইন্ডিকেটর কি ------ এই সমস্ত বিস্তারিত পাঠ্য জ্ঞান নিতে আপনার খুব বেশি সময় লাগবে না। আপনি দ্রুত শিখে যাবেন। তার পর কি আপনি আসলেই ট্রেড করার মত প্রস্তুত হতে পারবেন?

এক কথায় বলতে গেলে না। ফরেক্স এর ৩ টি পার্ট এর মধ্যে টেকনিক্যাল জানতে বেশি সময় লাগে না এবং শিখতেও বেশি সময় লাগবে না। সমস্যার সূত্রপাত হবে ফান্ডামেন্টাল এ। এই স্থানে সবাই শিশু। অনেকে হয়ত ফান্ডামেন্টাল না বুঝেই ট্রেড করে। আছে এমন অনেক লোকই আমাদের আশে পাশে। যারা ট্রেডিং চার্টে কোন পেয়ার পেন উঠা নামা করে সেটি খুজার পেছনে সময়ই দেয় না। বিশেষ করে যারা qutex করে তাদের দেখবেন ফান্ডামেন্টাল কি তা হয়ত অনেকে জানে না। যারা জানে তারা ফরেক্স এ শিফট হচ্ছে আস্তে আস্তে। তাহলে এই ফান্ডামেন্টাল বুঝতে এবং ধরতে আপনার অনেক সময়ই চলে যাবে। এটি বুঝতে গেলে জিওপলিটিক্স বুঝতে হবে, বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং প্রচুর আধুনিক হতে হবে অর্থনীতির বিষয়ে।

এই তো গেলে দ্বিতীয় বিষয়। এই বার যেটি আসবে তা অবস্থান হল সবার উপরে। সে কে ? সে হল সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। যা আমাদের মধ্যে ২ থেকে ৫ শতাংশ মানুষ ছাড়া কেউ ই কন্ট্রোল করতে পারি না। তবে এই বিষয়টি আপনার ডেমো ট্রেড করে কখনই শিখতে পারবেন না। রিয়েল ট্রেড করতে হবে। আসল ঝুঁকি না নিলে বুঝবেন ক্যামনে যে বাঁশ কিভাবে খেতে হয়। তবে এই স্টেজে এসে মানুষ অনেকেই ২ থেক ৫ লক্ষ টাকা হারায় (আমি কম ধরেই শুরু করছি।) এবার শুরু হয় আসল খেলা। আস্তে আস্তে মানুষ রিকোভার করে এবং শেষে প্রফিট করতে পারে। ভাল ভাল ট্রেডার এর কাছে যাবে তারা কি প্রতি দিনই প্রফিট করে। না। দিন শেষে দেখাবেন তারা প্রফিট মানে আমি বুঝাতে চেয়েছি সপ্তাহের শেষে বা মাসের শেষে বা বছরের শেষে তারা ঠিকই লাভ নিয়ে বাড়ি ফেরে।

তাহলে শিক্ষণীয় হল ফরেক্স ট্রেডিং ১ মাস দুই মাস বা ২, ৪ বছরের জিনিস না। এত বড় মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে গেলে সেরকম সময় এবং পরিশ্রম বিনিয়োগ করতে হবে টাকার পাশাপাশি তাহলে দিন শেষে কিছু লাভ নিয়ে বাড়ি ফিরতে পারবেন।

আমি জ্ঞানের দিক থেকে অতি নগণ্য অনেকের তুলনায়। ভুল ত্রুটি হলে দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।