LIMAFX
2024-06-19, 01:34 PM
স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসরের জন্য প্রথম প্রজন্মের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) অ্যাড্রেনো এক্সওয়ানের বিস্তারিত প্রকাশ করেছে কোয়ালকম। আগামী সপ্তাহে বাজারে আসতে যাওয়া আর্ম প্রযুক্তির উইন্ডোজ ল্যাপটপে অ্যাড্রেনো এক্সওয়ান সংবলিত প্রসেসরটি ব্যবহার হবে। জিপিইউটিতে ছয়টি শ্যাডার কোরের সঙ্গে ১ হাজার ৫৩৬টি এফপি৩২ অ্যারিথম্যাটিক লজিক ইউনিট (এএলইউ) ব্যবহার করা হয়েছে। কোয়ালকম অ্যাড্রেনো এক্সওয়ানকে তাদের প্রতিদ্বন্দ্বী ইন্টেল কোর আল্ট্রা সেভেন মোবাইল প্রসেসরের সঙ্গে তুলনা করেছে। তাদের দাবি, এর গেমিং পারফরম্যান্স কিছু ক্ষেত্রে ইন্টেলের প্রসেসরকেও ছাড়িযে যাবে।
http://forex-bangla.com/customavatars/1879397819.png
http://forex-bangla.com/customavatars/1879397819.png