Log in

View Full Version : সূচকের ঊর্ধ্বগতি, দাম বাড়ছে ব্যাংকের শেয়ারের



SaifulRahman
2024-08-11, 05:51 PM
শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ারবাজার যেন প্রত্যাশার ‘বারুদ’ ছড়াচ্ছে। তাতেই হু হু করে বাড়ছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। মূল্যসূচকে হচ্ছে উল্লম্ফন। লেনদেনও বাড়ছে তরতরিয়ে। মাত্র তিনদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে গেছে। দুইশ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন ১ হাজার ৬শ কোটি টাকা ছাড়িয়েছে।
দেশের শেয়ারবাজার আজও বড় ধরনের উত্থানের ধারায় আছে। আজ রোববার দিনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকেরই উত্থান হয়েছে। দিনের প্রথম ৫০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ২০০ পয়েন্টের বেশি বেড়ে যায়, যদিও পরে তা কিছুটা কমেছে। লেনদেনেও ভালো গতি আছে।
৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ৬ আগস্ট বা মঙ্গলবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। সেদিন থেকেই সূচকের বড় ধরনের উত্থান শুরু হয়। এ নিয়ে টানা চার কর্মদিবস সেই ধারা অব্যাহত আছে।
এই কয়েক দিনের মূল বৈশিষ্ট্য হলো, প্রতিদিনই ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর উত্থান হচ্ছে। আজও সেই ধারা অব্যাহত আছে। বিশেষ করে আজ ব্যাংক খাতের কোম্পানিগুলো ভালো করছে। সূচকের উত্থানের পেছনে এসব কোম্পানিই বড় অবদান রাখছে।
http://forex-bangla.com/customavatars/452147715.jpg