PDA

View Full Version : ফরেক্স



Biplob
2015-09-22, 01:12 PM
ফরেক্স কি? এটা কি ফ্রিল্যান্সার?

Harun1650
2015-09-22, 01:33 PM
ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ এই মার্কেটে সাধারণত এক দেশের কারেন্সি এর বিনিময়ে অন্য দেশের কারেন্সি কেনা বেচা করা হয়।মানে হল আপনার কাছে ১০০ ইউএসডি আছে এখন আপনি এক ডলার দিয়ে ইউরো কারেন্সি বাই করলেন এখন যদি মার্কেট শক্তিশালী হয় তাহলে আপনি গেইন করবেন আর যদি মার্কেট ফল করে তাহলে আপনি লস করবেন। আর ফ্রিলেয়ান্সার হল এখানে কাজের বিনিময়ে টাকা পেয়ে থাকেন মানে হল ফরেক্স এর কাজটাও ফ্রিল্যান্সার এর মত অনেকটা।

basaki
2016-02-06, 01:14 PM
ফরেক্স হচ্ছে একধরনের মানিএক্স চেঞ্জ ব্যবসা। বিভিন্ন দেশের মানি এখানে কেনা বেচা হয়ে থাকে। আর এই কেনা বেছার মাধ্যমে আপনি হতে পারবেন একজন ব্যবসাহি।আর এই ব্যবসাটা আপনি যদি ভাল করে চালিয়ে যেতে চান তবে আমি মনে করি খুব কম সমে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন।

Md Akter Hossain
2016-02-06, 01:59 PM
না ফরেক্স কোনো ফ্রিল্যান্সার না । এটা একধরনের ব্যবসায় যা সারা বিশ্বেই চলে আসছে । তবে অনেকে এটাকে ফ্রিল্যান্সার ভেবে ভুল করে থাকেন । ফ্রিল্যান্সাররা নিদিষ্ট কাজের বিনিময়ে বা বিট করে কাজ পেয়ে থাকে । আর ফরেক্স ট্রেডাররা মূলধন বিনিয়োগ করে ট্রেডের মাধ্যমে প্রফিট করলেই কেবল ডলার উত্তোলন করতে পারে ।

MotinFX
2016-02-06, 04:34 PM
ফরেক্স হল আন্তর্জাতিক ব্যাবসা এই খানে যে ব্যাবসা করতে পারে। ফরেক্স আমাদের দেশে বেকার যুবক দের জন্য আসীর্বাদ স্বরুপ। এইখানে মুদ্রা কেনা বেচা করা হয় এটা ফ্রিলেন্সিং না এইখানে যে কেই টাকা দিয়ে ট্রেড করতে পারে কিন্তু ফ্রিলেন্সিং করতে হলে আপনাকে কম্পিউটারে বিভিন্ন গ্রাপিকসের কাজ করতে হয় সেটা ফরেক্স মার্কেটে লাগেনা।

Marufa
2016-02-19, 04:56 PM
ফরেক্স ট্রেডিং কে একধরনের ফ্রিল্যান্সিং বলা যায় । কিন্তু এর মধ্যে কিছু কিছু বিষয়ে অনেক ভিন্যতা রয়েছে । ফরেক্স একটি মুক্ত ব্যবসায় । যে কেউ চাইলেই এই ব্যবসায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে । আমি মনে করি ফরেক্স ট্রেডিং একটি মুক্ত এবং আন্তজার্তিক মানের একটি ব্যবসায় । সবারই এই ব্যবসায় করা উচিত বলে আমার মতামত ।

real80
2016-03-18, 12:33 AM
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যে মার্কেটে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে বিশ্বের সকল গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার বিনিময় করা হয়ে থাকে। ফরেক্স বিজনেস অনলাইন ভিত্তিক একটি বিজনেস। নিজের ঘরে বসে অথবা সুবিধামতন স্থানে বসে যখন সম্ভব হয় তখন এই মার্কেটে ট্রেডিং করা যায় বলে সবার কাছে এই মার্কেট অনেক বেশি জনপ্রিয়। ফরেক্স বিজনেস অনেক বেশি প্রফিটেবল একটি বিজনেস।

darda7538
2016-03-18, 12:49 AM
ফরেক্স হল শেয়ার বাজারের মত । শেয়ার বাজারে যেমন শেয়ার কেনা - বেচা করা হয় , ফরেক্স মার্কেট এ তেমন মুদ্রা কেনা - বেচা করা হয় । এটি কোন ফ্রীল্যান্সিন বিজনেস না । তবে অনেক এটাকে ফ্রীল্যান্সিন ভেবে ভুল করে । আমি মনে করি , এটি হল অয়ান লাইন ভিত্তিক একটি আয়ের মাধ্যম যা আপনি বসে করতে পারবেন । এটি ফ্রীল্যন্সিন থেকে একটু কঠিন কিন্তু চেষ্টা করলে এখানে গেইন করা সম্ভব ।

ASADUR RAHMAN
2016-03-18, 12:55 AM
কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।সবারই এই ব্যবসায় করা উচিত বলে আমার মতামত ।

Sahed
2016-03-18, 09:55 AM
ফরেক্স একটি ফ্রিল্যান্সিং এবং একটি ব্যবসা উভয়ই । তবে ফরেক্স ব্যবসায়ের সাথে ফ্রিল্যান্সিং এর বেশ কিছু পার্থক্য রয়েছে । যেমন ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসায় । যে কেউই এই ব্যবসায়ে সম্পৃক্ত হতে পারে । ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হলেও ফরেক্স মার্কেটে আপনার ইচ্ছে অনুযায়ী পছন্দমত সময়ে ট্রেড করে মার্কেট থেকে আয় করা যায় ।

sharifulbaf
2016-03-21, 09:51 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যাবসা,এই ব্যাবসা অনলাইনের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যাবহার করে করতে পারি,তাই ফরেক্সকে আমরা ফ্রিলান্সিং বলা যায়,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য ভাল করে ডেমো একাউন্টে প্রেক্টিস করে তার পরে লাইভ একাউন্টে ট্রেডিং করতে পারলে অনেক ভাল প্রফিট করা যাবে রিয়েল একাউন্টে ট্রেড করে।

Mamun13
2017-05-29, 07:13 AM
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷