Rassel Vuiya
2024-09-26, 04:38 PM
http://forex-bangla.com/customavatars/45768933.jpg
ভিডিও তৈরির জন্য ওপেন এআইয়ের আলোচিত প্রোগ্রাম ‘সোরা’র সঙ্গে পাল্লা দিয়ে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স নতুন ভিডিও মডেল আনার ঘোষণা দিয়েছে। আগামী মাস থেকে দুটি নতুন ভিডিও-জেনারেশন এআই মডেল ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, ওপেন এআইয়ের সোরার সঙ্গে পাল্লা দিতে এই মডেলে নতুন কিছু চমক রাখবে বাইটড্যান্স। নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড নামের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আগামী মাস থেকে ভিডিও নির্মাণের জন্য ব্যবহার করা যাবে।
কয়েক মাস ধরেই বাইটড্যান্সের নতুন ভিডিও-জেনারেশন মডেলের আলাপ শোনা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের উপস্থিতি বাড়াতে বেশ জোরালোভাবে নামছে প্রতিষ্ঠানটিতে। বাইটড্যান্সের ক্লাউড ইউনিটের প্রেসিডেন্ট তান দাই বলেন, নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড মডেল ডুওবাও এআই মডেলের অংশ। বাইটড্যান্স গত বছর ডুওবাও চ্যাটবট চালু করে।
ভিডিও তৈরির জন্য ওপেন এআইয়ের আলোচিত প্রোগ্রাম ‘সোরা’র সঙ্গে পাল্লা দিয়ে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স নতুন ভিডিও মডেল আনার ঘোষণা দিয়েছে। আগামী মাস থেকে দুটি নতুন ভিডিও-জেনারেশন এআই মডেল ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, ওপেন এআইয়ের সোরার সঙ্গে পাল্লা দিতে এই মডেলে নতুন কিছু চমক রাখবে বাইটড্যান্স। নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড নামের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আগামী মাস থেকে ভিডিও নির্মাণের জন্য ব্যবহার করা যাবে।
কয়েক মাস ধরেই বাইটড্যান্সের নতুন ভিডিও-জেনারেশন মডেলের আলাপ শোনা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের উপস্থিতি বাড়াতে বেশ জোরালোভাবে নামছে প্রতিষ্ঠানটিতে। বাইটড্যান্সের ক্লাউড ইউনিটের প্রেসিডেন্ট তান দাই বলেন, নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড মডেল ডুওবাও এআই মডেলের অংশ। বাইটড্যান্স গত বছর ডুওবাও চ্যাটবট চালু করে।