SUROZ Islam
2024-10-08, 06:31 PM
http://forex-bangla.com/customavatars/532040382.jpg
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। সম্প্রতি মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়, 'মুভি জেন' নামের এআই-চালিত ফিচারটি শব্দসহ ভালো মানের ভিডিও ফুটেজ তৈরিতে সক্ষম হবে। এই ফিচার এখনো জনসাধারণের উন্মুক্ত করেনি মেটা। গত ফেব্রুয়ারি মাসে 'সোরা' নামে ভিডিও তৈরির একইরকম একটি ফিচার বাজারে এনেছে ওপেনএআই। মেটা জানায়, নতুন এই ফিচার লিখিত বর্ণনা থেকে নতুন ভিডিও তৈরি করে দেবে। আবার এই ফিচার ব্যবহার করে আগের কোনো ভিডিওকে পরিবর্তন ও সম্পাদনা করা যাবে। এছাড়া ভিডিওতে শব্দ, বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার ব্যবস্থাও থাকবে। এছাড়া বিভিন্ন প্লাটফর্মের জন্য বিভিন্ন আসপেক্ট রেশিওতে ভিডিও তৈরির সুবিধাও থাকছে এই ফিচারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। সম্প্রতি মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়, 'মুভি জেন' নামের এআই-চালিত ফিচারটি শব্দসহ ভালো মানের ভিডিও ফুটেজ তৈরিতে সক্ষম হবে। এই ফিচার এখনো জনসাধারণের উন্মুক্ত করেনি মেটা। গত ফেব্রুয়ারি মাসে 'সোরা' নামে ভিডিও তৈরির একইরকম একটি ফিচার বাজারে এনেছে ওপেনএআই। মেটা জানায়, নতুন এই ফিচার লিখিত বর্ণনা থেকে নতুন ভিডিও তৈরি করে দেবে। আবার এই ফিচার ব্যবহার করে আগের কোনো ভিডিওকে পরিবর্তন ও সম্পাদনা করা যাবে। এছাড়া ভিডিওতে শব্দ, বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার ব্যবস্থাও থাকবে। এছাড়া বিভিন্ন প্লাটফর্মের জন্য বিভিন্ন আসপেক্ট রেশিওতে ভিডিও তৈরির সুবিধাও থাকছে এই ফিচারে।