PDA

View Full Version : চীনা ‘সিস্টেমস-অন-চিপে’ মিলল নিরাপত্তা ত্রুটি



SaifulRahman
2024-10-28, 03:18 PM
http://forex-bangla.com/customavatars/656121387.jpg
চীনা কোম্পানি ইউনিসক-এর সিস্টেম অন এ চিপে (এসওসি) নিরপত্তা ত্রুটি পাওয়ার কথা বলেছে শীর্ষ এক সাইবার নিরাপত্তা কোম্পানি। এর ফলে ওই চিপওয়ালা ডিভাইসের নিয়ন্ত্রণ বেহাত হওয়ার শঙ্কা রয়েছে।
এসওসি হচ্ছে এমন প্রসেসর যার মধ্যে ডিভাইস চালানোর জন্য দরকার সব অথবা প্রায় সব কম্পোনেন্ট থাকে। এর ফলে মাদারবোর্ডে অনেকগুলো মাইক্রোচিপ বসানোর বদলে একটি চিপ দিয়েই দরকারি সব কার্যক্রম চালানো যায়। মোবাইল ফোনসহ আধুনিক প্রায় সব ‘হাই এন্ড’ ইলেকট্রনিক ডিভাইসেই এসওসি থাকে।