Log in

View Full Version : ৫৬ বছরে সবচেয়ে বড় লোকসানের সম্মুখীন ইন্টেল



Rakib Hashan
2024-11-03, 11:01 AM
http://forex-bangla.com/customavatars/555038298.jpg
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির চিপ নির্মাতা ইন্টেল বর্তমানে কঠিন সময় পার করছে। কর্মক্ষমতার অবনতি ও অতীতের ভুল থেকে পুনরুদ্ধারে ব্যর্থতার কারণে আর্থিক পরিস্থিতি ও সামগ্রিক সফলতা বাড়াতে কোম্পানিটি হিমশিম খাচ্ছে বলে জানান প্রযুক্তিসংশ্লিষ টরা। এক সময়ের বিশ্বের সবচেয়ে বড় চিপমেকার কোম্পানিটি সম্প্রতি তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। ইন্টেলের ৫৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় লোকসানের কথা জানিয়েছে কোম্পানিটি।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইন্টেলের লোকসান হয়েছে ১ হাজার ৬৬০ কোটি ডলার। এ লোকসানের অন্যতম দুটি কারণ কোম্পানির সম্পদমূল্য কমে যাওয়া ও পুনর্গঠনের জন্য গত আগস্টে ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। ইন্টেলের মুনাফা কমতে থাকার কারণে কোম্পানির সিইও প্যাট গেলসিঞ্জার আগস্টে একটি পুনর্গঠন পরিকল্পনা শুরু করেন। প্রতিদ্বন্দ্বীদে সঙ্গে প্রতিযোগিতায় উৎপাদন প্রযুক্তি উন্নত করার জন্য উচ্চ খরচই এ পতনের জন্য দায়ী বলে জানায় ইন্টেল। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপের ক্রমবর্ধমান বাজারেও তারা ভালো করতে পারেনি। আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলছে, প্যাট গেলসিঞ্জার ২০২১ সালের ফেব্রুয়ারিতে সিইও হওয়ার পর থেকে ইন্টেলের শেয়ারমূল্য ৬০ শতাংশ কমেছে। বর্তমানে কোম্পানির বাজারমূল্য ১০ হাজার কোটি ডলারের নিচে। এমন পরিস্থিতিতে সম্প্রতি কোম্পানিটি অধিগ্রহণ বা ছোট অংশে ভেঙে দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রযুক্তিবিদদের মতে, গুরুত্বপূর্ণ সুযোগগুলো কাজে না লাগানো ও এআইসংশ্লিষ্ট কৌশলে দুর্বলতার কারণে ইন্টেলের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ছে।