Log in

View Full Version : অ্যাপলকে ছাড়িয়ে আবারো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া



LIMAFX
2024-11-10, 04:48 PM
http://forex-bangla.com/customavatars/1585045607.jpg
২০২৪ সালে প্রযুক্তিবিশ্বে একটি আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিভিন্ন খাতের কোম্পানি সম্প্রতি এ উদীয়মান প্রযুক্তিতে ব্যাপক অর্থ বিনিয়োগ করছে। জেনসেন হুয়াংয়ের নেতৃত্বাধীন এনভিডিয়া কোম্পানি বর্তমানে এআই প্রযুক্তির দ্রুত প্রবৃদ্ধির মধ্যে একটি কেন্দ্রীয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানিটি বাজার মূলধনের দিক থেকে এখন অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে এসেছে। এটি এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি। আর এ সফলতার পেছনে ভূমিকা রেখেছে এআই প্রযুক্তির বাড়তি চাহিদা।
গত মঙ্গলবার এনভিডিয়ার বাজার মূলধন ৩ দশমিক ৪৩ ট্রিলিয়ন (৩ লাখ ৪৩ হাজার কোটি) ডলারে উন্নীত হয়। অন্যদিকে অ্যাপলের বাজারমূল্য ৩ দশমিক ৩৮ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩৮ হাজার কোটি ডলার। প্রযুক্তিসংশ্লিষ টদের মতে, এটি এনভিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে জুনেও এনভিডিয়া একবার অল্প সময়ের জন্য অ্যাপলকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল। আবার গত অক্টোবরের শেষের দিকে কোম্পানিটির শেয়ারের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের সবচেয়ে বেশি বাজার মূলধনসম্পন্ন কোম্পানির স্বীকৃতি পায় এনভিডিয়া। তবে এ অর্জন ছিল সাময়িক। এর মাধ্যমে প্রকাশ পায়, দুটি বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে প্রতিযোগিতাও কতটা তীব্র।