PDA

View Full Version : সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা



SaifulRahman
2024-11-19, 04:34 PM
http://forex-bangla.com/customavatars/2102159025.jpg
হঠাৎ করেই সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী বছর উল্লেখযোগ্যভাবে সাইবার বাড়তে পারে বলে সতর্ক করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। গুগল ক্লাউড প্ল্যাটফর্মের গবেষকরা আশঙ্কা করছেন, এ সময়ে সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার বেড়ে যাবে। সম্প্রতি প্রকাশিত ‘সাইবার সিকিউরিটি ফোরকাস্ট ২০২৫’ প্রতিবেদনে গুগল জানিয়েছে, সাইবার হামলাকারীরা এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে আরও বিশ্বাসযোগ্য ফিশিং, এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন দ্রিক কনটেন্ট তৈরি করবে। যেগুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা ফাঁদে পা দেবেন।