PDA

View Full Version : ব্লুস্কাই অ্যাপে কেন সবাই ছুটছে?



Rassel Vuiya
2024-11-20, 11:05 AM
http://forex-bangla.com/customavatars/931410456.jpg
বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহৃত হলেও সবচেয়ে বেশি আলোচনায় বোধহয় এক্স। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের এই প্ল্যাটফর্মটি নানা কারণে আলোচনা ও সমালোচনার তালিকায় রয়েছে। সম্প্রতি এক্স ছেড়ে সবাই অন্য একটি প্ল্যাটফর্মে ভিড় করছেন এমনই জানা গেছে। বিশেষ করে আমেরিকার নির্বাচনে ট্রাম্প জেতার পরই নাকি দলে দলে মানুষ ইলন মাস্কের এক্স ছেড়ে যাচ্ছেন। শুধু এক্স ছাড়ছেন তাই নয় এর প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ব্লুস্কাইতে যোগ দিচ্ছে।
ব্লুস্কাই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই একটি প্ল্যাটফর্ম। এমনকি এটি টুইটারের আদলেই তৈরি একটি প্ল্যাটফর্ম বলেই মনে করছেন সবাই। এর একটি কারণও আছে বটে। কারণ হচ্ছে টুইটার নির্মাতা জ্যাক ডরসিই ব্লুস্কাইয়ের নির্মাতা। তবে এখন তিনি এর দায়িত্বে নেই।

Rakib Hashan
2024-11-24, 04:52 PM
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লুস্কাই এরই মধ্যে সবার কাছে পরিচিত। এক্সের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপে দিন দিন ব্যবহারকারী বেড়েই চলেছে। প্ল্যাটফর্মটি ২০১৯ সালে চালু হয়েছে। তবে সম্প্রতি এটি আলোচনায় উঠে এসেছে। এক্স বিমুখদের সিংহভাগই বিকল্প করছেন এমন এক প্ল্যাটফর্মকে, যার পথচলা শুরু এক্স-এর হাত ধরেই। অবশ্য তখন ‘এক্স’ ছিল টুইটার। এমনকি এটি টুইটারের আদলেই তৈরি একটি প্ল্যাটফর্ম বলেই মনে করছেন সবাই। এর একটি কারণও আছে বটে। কারণ হচ্ছে টুইটার নির্মাতা জ্যাক ডরসিই ব্লুস্কাইয়ের নির্মাতা। তবে এখন তিনি এর দায়িত্বে নেই।
http://forex-bangla.com/customavatars/1122883175.jpg

SUROZ Islam
2024-11-27, 04:23 PM
টুইটারের তৈরি ব্লু স্কাই-ই এখন এক্স-এর প্রতিবন্ধকতা হতে যাচ্ছে। ট্রাম্পের জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে চলেছে এক্স-কে এক্স করার হিড়িক। এক্সবিমুখদের সিংহভাগই বিকল্প করছেন এমন এক প্ল্যাটফর্মকে, যার পথচলা শুরু এক্স-এর হাত ধরেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লু স্কাই এরই মধ্যে সবার কাছে পরিচিত। এক্সের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপে দিন দিন ব্যবহারকারী বেড়েই চলেছে।

http://forex-bangla.com/customavatars/1726582108.jpg
প্ল্যাটফর্মটি ২০১৯ সালে চালু হয়েছে। তবে সম্প্রতি এটি আলোচনায় উঠে এসেছে। এক্সবিমুখদের সিংহভাগই বিকল্প করছেন এমন এক প্ল্যাটফর্মকে, যার পথচলা শুরু এক্স-এর হাত ধরেই। অবশ্য তখন ‘এক্স’ ছিল টুইটার। এমনকি এটি টুইটারের আদলেই তৈরি একটি প্ল্যাটফর্ম বলেই মনে করছেন সবাই। এর একটি কারণও আছে বটে। কারণ হচ্ছে টুইটার নির্মাতা জ্যাক ডরসিই ব্লু স্কাইয়ের নির্মাতা। তবে এখন তিনি এর দায়িত্বে নেই।

FRK75
2024-11-28, 12:36 AM
আমরা বাংলাদেশ ফরেক্স ফোরামের নিয়মিত সদস্য এখনে পোস্ট করি ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করি।। তবে আমাদের বোনাস বন্ধ করে দেয়া হয়েছে কেন??? প্রিয় মডারেটর আপনারা একটু বলেন??