PDA

View Full Version : আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা



HELPINGHAND
2015-09-23, 09:22 AM
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির একজন সম্ভাব্য প্রার্থী বেন কারসন বলেছেন, ইসলাম ধর্ম মার্কিন সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

অবসরপ্রাপ্ত এই নিউরো সার্জন বলেন, একজন মুসলিমকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি মানতে রাজি নন।

বারাক ওবামাকে মুসলমান বলার প্রতিবাদ না করায়, রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, তীব্র সমালোচনার মুখে পড়ার একদিন পরেই, বেন কারসনের এই মন্তব্য এলো।

ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের চাপের মুখে পড়ার পর মি. ট্রাম্প অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট ওবামাকে রক্ষা করা তার কাজ নয়।

আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেয়া সাক্ষাতকারে মিস্টার কারসন বলেন, "যদি বিষয়টি আমেরিকার মূল্যবোধ ও নীতির সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।

MotinFX
2015-09-23, 10:42 AM
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দক্ষতার সাথে দেশ পরিচালনা করেন। তার সময়ে অমেরিকার সেনাদল কোন দেশে যুদ্ধ করেনি । আমি মনে করি বারাক ওবামা আমেরিকার সফল প্রেসিডেন্ট। বিশ্বের শান্তিতে তার ভুমিকা রয়েছে। তিনি কুটনীতিতে সফলতার সাথে ইরানের পরমানু আলোচনা সফল হয়।

swadip chakma
2015-09-23, 11:21 AM
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা একজন দক্ষ পরিচালক হিসেবে আমি মনে করি,কেন না এত বড় রাস্ট্র পৃথিবীর আর কোথাও নেই সেই রাস্ট্রকে বারাক ওবামা সুনামের সাথে এত সুন্দর করে পরিচানলা করে আসিতেছে।আমার মনে এই রকম জ্ঞানী ব্যক্তি আর আছে কিনা সন্দেহ আছে এবং কি পর পর দুই বার প্রেসিডেন্ট নিরবাচন হয়েছে।

basaki
2016-02-06, 01:04 PM
আমিরিকার প্রেসিডেন্ট হিসাবে আমি বারাক ওবামে মনে করি একজন দক্ষ সাহসি একজন প্রেসিডেন্ট। এপরজন্ত যত আমিরিকান প্রেসিডেন্ট এসেছেন তার মধ্য আমি মনে করি বারাক ওভামাই ভাল সুবিধা দিতে পেরেছে আমিরিকাকে। আমি মনে করি এই রকম প্রেসিডেন্ট প্রতিটি রাস্ট্রের জন্য খুব ধরকার।

Realifat
2016-02-10, 04:10 PM
আমার জানামতে বর্দমানে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বারাক ওবামা।তিনি একজন সফল রাষ্ট্রনেতা এবং সফল রাষ্ট্রনায়ক বলে আমি মনে করি।আবার এই মনে করি আমেরিকার ইতিহাসে যদি গ্রেট কিছু রাষ্ট্রনেতা আসে তবে বারাক ওবামা তাদের মধ্যে একজন বটে।তিনি তার সময়ে খুবই সফলতার সাথে নিজের রাষ্ট্রের পরিচালনা কাজ সম্পাদন করেছেন।

Marufa
2016-02-19, 08:34 AM
এত বেশি সাময়িক বিষয় নিয়ে নতুন থ্রেড না খোলার জন্য অনুরোধ করছি । এই রকম থ্রেড খুললে দিনে কয়েকশ থ্রেড খোলা যাবে । তা্ই আমি মনে করি ফোরামের পরিবেশ সুন্দর রাখা আমার আপনার সকলেরই দায়িত্ব । তাই সবাই মিলে চেষ্টা করতে হবে যেন ফোরামের পরিবেশ নষ্ট না হয় । প্রয়োজনীয় এবং শিক্ষামূলক থ্রেড খুলুন ।

sharifulbaf
2016-03-28, 10:20 PM
আমেরিকার প্রেসিডেন্ট বারাকোবামা অনেক ভাল এবং দক্ষ একজন লোক, তেমনি ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করে অনেক দক্ষতা অর্জন করতে হবে,যাতে আমরা ফরেক্স মার্কেট হতে অনেক প্রফিট করতে পারি,ফরেক্স মার্কেট হতে ভাল করে প্রফিট করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।

MdMintuHossen2016
2016-03-28, 10:27 PM
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তার নিজের কর্মদক্ষতা এবং যোগ্যতা দিয়ে আর নিজের যোগ্য স্থান প্রতিষ্ঠিত করেছেন বলে আমি মনে করি আর শাসন আমলে তিনি সন্ত্রাসবাদকে পুরোপুরিভাবে নিশ্চিন্হ করনের জন্য অনেকগুলো যুগান্তকারি পদক্ষেপ গ্রহন করেছেন যা বিশ্বব্যাপি প্রশংশিত হয়েছে সকলের কাছে।

Mamun13
2017-06-10, 05:53 PM
আমি অধম এই থ্রেডে কিছুই বুঝতে পারলাম না কী উদ্দেশ্যে,কেনো এখানে এই মহা রাজনৈতিক কথোপকথন ? প্রিয় সদস্য বৃন্দ,এই প্রসঙ্গটা "ট্রেডারদের আড্ডা ঘর" এ করা যেতে পারতো৷এই সেক্টর টা হলো শুধুমাত্র " ট্রেডিং নিয়ে সাধারণ আলোচনা"৷এখানে ট্রেডিংএর বাইরে আমরা যেন কিছু না বলি৷কোন্ সেক্টরে কী বলা উচিৎ তার প্রতি দৃষ্টি রাখা উত্তম৷

samun
2021-06-29, 03:35 PM
বারাক ওবামার প্রেসিডেন্টের ঢুকালে সেটি ছিল আমেরিকার সবথেকে স্মরণীয় সময় যখন আমেরিকার অর্থনৈতিক মানদণ্ড খুবই সুন্দর এবং সাবলীল ছিল তিনি একজন যোগ্য নেতা ছিলেন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে আসার পরবর্তী সময় আমেরিকার ডলারের মান বৃদ্ধি পায় পাশাপাশি আমেরিকার অর্থনৈতিক কর্ম বৃদ্ধি খুব দ্রুত অর্জন করতে পারে