PDA

View Full Version : অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালক&#



HELPINGHAND
2015-09-23, 09:30 AM
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা ম্যালকম টার্নবুল।

মঙ্গলবার দেশটির রাজধানী ক্যানবেরার গভর্নমেন্ট হাউজে শপথ নেন ম্যালকম টার্নবুল। তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর জেনারেল স্যার পিটার কসগ্রোভ।

সোমবার লিবারেল পার্টির সংসদীয় দলের ভোটাভুটিতে ১০ ভোটের ব্যবধানে ম্যালকমের কাছে হেরে যাওয়ায় দলের পদ ও প্রধানমন্ত্রীত্ব হারান টনি অ্যাবোট।

হেরে যাওয়ার পর টনি অ্যাবট এক প্রতিক্রিয়ায় বলেন, 'এই অপসারণ সত্যিই কঠিন। তবে পরিস্থিতি সহজভাবে মেনে নেওয়ার প্রতিজ্ঞা করেছি আমি।'

এদিকে শপথ বাক্য পাঠের কয়েক মুহূর্ত আগে টনি অ্যাবটের সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, 'একজন অস্ট্রেলীয় হিসেবে এ সময়টা আমার কাছে সত্যিই উত্তেজনাকর।

'তিনি বলেন, 'আমি পরিপূর্ণভাবে আশা করছি আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমরা সেই ভিত্তিগুলোকে এগিয়ে নিতে পারবো যা আসছে বছর আমাদের সাফল্য নিশ্চিত করবে।'

তবে টার্নবুল প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেও চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন না বলে ধারণা করা হচ্ছে।

২০১৩ সালের পর থেকে অস্ট্রেলিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হলেন ম্যালকম টার্নবুল।

MotinFX
2015-12-07, 08:39 PM
২০১৩ সালের পর চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ম্যালকর্ন টার্নবুল। তাকে শপথ বাক্য পাট করান জেনারেল স্যার পিটার কসগ্রোব। তিনি আশা করছেন আগামীতে সফল হবে যেসব কাজের দায়ীত্ব নিবেন।

yasir arafat
2016-04-06, 12:36 PM
এতে মার্কেটের কিছু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না।আর একটা কথা বলা যায় যে মার্কেটের আগের থেকে কিছু উন্নতি অবশ্যই হবে।তার চেয়ে বেশি কিছু আশা করি আর হবে না।অপেক্ষায় রইলাম।

Realifat
2016-06-22, 08:48 AM
আমি আপনার সাথে একমত। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। ইনি সামান্য ব্যবধানে জয়লাভ করেছেন। এবং শপথ নেওয়ার পূর্বে তিনি ভালোভাবে সবকিছুই পরিচালনা করার প্রতিশ্রুতি প্রদান করেন।তিনি বলেন যেসব ক্ষেত্রে উন্নতি করার দরকার সেগুলোতে খুব দ্রুতই ভালো উন্নতি করার চেষ্টা করবো।

basaki
2016-07-21, 06:43 AM
আসলে কোন দেশের প্রধান মন্ত্রি যদি পরিবর্তন হয় তাহলেবেই দেশের অর্থনৈতিক অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে তাই ফরেক্স মার্কেটে এর প্রভাব কিছুটা পরতে পারে। তাই এই সময়টায় কিছুটা ভেবে চিনতে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে না হলে লসের সম্ববনা থাকতে পারে বলে মনে করি।