SUROZ Islam
2024-12-15, 04:06 PM
কল্পনা করুন, আপনার ফোনের ক্যামেরা তুলে ধরলেন একটি সমস্যার দিকে, আর চ্যাটজিপিটি তৎক্ষণাৎ সেটি বিশ্লেষণ করে সমাধান দিয়ে দিলো। অবিশ্বাস্য মনে হলেও, ওপেনএআই অবশেষে সেই প্রতীক্ষিত প্রযুক্তি নিয়ে এসেছে!
গত বৃহস্পতিবার চ্যাটজিপিটির নতুন ভিডিও ক্ষমতা উন্মোচনের মাধ্যমে এআই প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। এখন শুধুমাত্র টেক্সট বা ছবি নয়, ভিডিওর মাধ্যমে সরাসরি চ্যাটজিপিটির সাথে ইন্টারঅ্যাকশন সম্ভব। এই ফিচারটি শুধু আপনাকে গণিত সমস্যার সমাধানই দেবে না, বরং রেসিপি বানানো, গল্প বলা, কিংবা শিশুদের শেখার সঙ্গী হওয়ার মতো কাজেও সহায়ক হবে।
http://forex-bangla.com/customavatars/1898797815.jpg
গত বৃহস্পতিবার চ্যাটজিপিটির নতুন ভিডিও ক্ষমতা উন্মোচনের মাধ্যমে এআই প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। এখন শুধুমাত্র টেক্সট বা ছবি নয়, ভিডিওর মাধ্যমে সরাসরি চ্যাটজিপিটির সাথে ইন্টারঅ্যাকশন সম্ভব। এই ফিচারটি শুধু আপনাকে গণিত সমস্যার সমাধানই দেবে না, বরং রেসিপি বানানো, গল্প বলা, কিংবা শিশুদের শেখার সঙ্গী হওয়ার মতো কাজেও সহায়ক হবে।
http://forex-bangla.com/customavatars/1898797815.jpg