PDA

View Full Version : লং ট্রেড নাকি স্কালপিং



HELPINGHAND
2015-09-23, 11:42 AM
কোনটা করা উচিত সেটা আসল ব্যাপার না, যদি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য কাজ করে। এখন আপনি বুঝে স্ক্যাল্পিং করছেন নাকি আন্দাজে করছেন সেটা কিন্তু ব্যাপার। স্ক্যাল্পিং করা লং টার্ম ট্রেড থেকে অনেক কঠিন। কারন আপনি ২০০ পিপস লাভ টার্গেট করলে ১০০ পিপস লস বহন করার মানসিকতা নিয়েই লং ট্রেড দিবেন। কিন্তু স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে ২০ পিপস লাভের জন্য আমরা ২০-৫০ পিপস লসের মানসিকতা নেই। দেখা গেল ২টা ট্রেডে ২০+২০ পিপস নিলেন, ঐদিক দিয়ে ১টা ট্রেড লসেই ৫০ পিপস বের হয়ে গেল। আমি স্ক্যাল্পিংয়ে সুবিধা করতে পারি না বলে লং ট্রেড করি। আমার কাছে ট্রেন্ড ধরে ধরে ট্রেড দিয়ে লং ট্রেড সহজ মনে হয়। শুধু স্ক্যাল্পিং বা লং ট্রেড একটি প্র্যাক্টিস না করে ২টিই আলাদা ভাবে প্র্যাক্টিস করুন। কয়েক মাস করে দেখুন কোনটায় বেশি লাভ হয় আপনার।

smartroni1996
2015-09-23, 06:34 PM
স্ক্যাল্পিং ট্রেড কি বাই একটু বুঝিয়ে বলবেন?
এটা সম্পর্কে আমি জানিনা।

Momen
2015-09-24, 11:12 AM
স্ক্যাল্পিং হচ্ছে ছোট ছোট ট্রেড নেওয়া। আসলে এটা সম্পূর্ন আপনার উপর নির্ভর করে, আপনি কি ধরনের স্ট্রেটেজিতে ট্রেড করবেন।

joynew
2015-10-11, 02:14 AM
ভাই স্কালপিং ট্রেড ভালো অল্প লাভ করা যায় স্কালপিং ট্রেড নতুনরা করে । কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান আপনি যদি ফরেক্স কে ভবিষৎ ক্যারীয়ার হিসাবে নিতে চান লং টার্ম ট্রেডের কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লং টার্ম ট্রেড করতে হবে স্কালপিং ট্রেডে অল্প লাভ হয় আবার রিস্ক ও আছে তবে প্রাথমিক পর্যায় স্কালপিং ট্রেড করতে পারেন পরে কিছুটা দক্ষতা অর্জন করার পর আপনি ফুল টাইম ট্রেডার হয়ে লং টার্ম ট্রেড করুন । তবে লং টার্ম ট্রেডিং করতে হলে আপনাকে বড় এমাউন্ট ইনভেষ্ট করতে হবে আর লাভও বেশি । স্কালপিং ট্রেডের চেয়ে লং টার্ম ট্রেডিং অনেক উত্তম । যারা লং টার্ম ট্রেডিং করে তারা অনেক ভালো দক্ষ ট্রেডার হয় আর লাভও করে অনেক বেশি । আমার দেখা মতে স্কালপিং ট্রেডে লসের সংখ্যা বেশি লং টার্ম ট্রেডে অনেকে ষ্টপ লস টেক প্রফিট ও ব্যাবহার করেনা কারন তাদের এমাউন্ট অনেক বড় ব্যাকআপ থাকে অনেক

joynew
2015-10-11, 02:15 AM
লং টার্ম ট্রেডিংই ভাল। স্ক্যাল্পিং করে লস করা ট্রেডারের সংখ্যাই বেশি। আর লং টার্ম ট্রেডিংয়ের পাশাপাশি প্রায় সব ট্রেডারই ভাল সুযোগ পেলে স্ক্যাল্পিং করেন।
সবসময় স্ক্যাল্পিং করার সুজগ খুজলে তো ভুল ট্রেড নেবার সুজগই বেশি থাকবে

maziz6989
2015-11-20, 08:09 AM
আমরা যারা নতুন ট্রেডার তাদের একটা সময় স্ক্যল্পিং এর ভূত চাপে মাথায়। যখন বেশ ভাল রকমের লস হয় তখন সেই ভূত নেমে যায় কিন্তু নেমে যাওয়ার আগে যা করার তা করে দিয়ে যায়। তবে যারা স্ক্যাল্প করতে খুবই আগ্রহী তারা একটু লক্ষ্য করে দেখবেন যে সকল বড় বড় ট্রেডার স্ক্যল্পিং করে তাদের একাউন্ট ব্যালান্স কত। ১০০ ডলার ব্যাক আপ নিয়ে কেউ কোন সাহসে স্ক্যাল্প করে আমার মাথায় ধরে না।

iqbalearth
2015-11-23, 01:24 AM
ভাই স্কালপিং ট্রেড ভালো অল্প লাভ করা যায় স্কালপিং ট্রেড নতুনরা করে । কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান আপনি যদি ফরেক্স কে ভবিষৎ ক্যারীয়ার হিসাবে নিতে চান লং টার্ম ট্রেডের কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লং টার্ম ট্রেড করতে হবে স্কালপিং ট্রেডে অল্প লাভ হয় আবার রিস্ক ও আছে তবে প্রাথমিক পর্যায় স্কালপিং ট্রেড করতে পারেন পরে কিছুটা দক্ষতা অর্জন করার পর আপনি ফুল টাইম ট্রেডার হয়ে লং টার্ম ট্রেড করুন । তবে লং টার্ম ট্রেডিং করতে হলে আপনাকে বড় এমাউন্ট ইনভেষ্ট করতে হবে আর লাভও বেশি । স্কালপিং ট্রেডের চেয়ে লং টার্ম ট্রেডিং অনেক উত্তম । যারা লং টার্ম ট্রেডিং করে তারা অনেক ভালো দক্ষ ট্রেডার হয় আর লাভও করে অনেক বেশি । আমার দেখা মতে স্কালপিং ট্রেডে লসের সংখ্যা বেশি লং টার্ম ট্রেডে অনেকে ষ্টপ লস টেক প্রফিট ও ব্যাবহার করেনা কারন তাদের এমাউন্ট অনেক বড় ব্যাকআপ থাকে অনেক

HKProduction
2015-12-12, 06:08 PM
আমি একজন নতুন ট্রেডার হিসাবে স্কাল্পিংকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কেননা লং ট্রেড করার মত বড় ফান্ড এবং যথেষ্ট সময় আমার নেই। যারা তাৎক্ষণিক নগদ নারায়ণে বিশ্বাসী তারা স্কাল্পিংকে বেশি মূল্য দিয়ে থাকেন। একজন প্রফেশনাল ট্রেডার সব সময় লং টার্ম ট্রেডের পথ বেছে নেন। কেননা এতে তার নিরাপত্তা ও লাভ সর্বোপরি মূলধন বেশি।

basaki
2015-12-12, 06:16 PM
ফরেক্স ট্রেডিং কিভাবে করবেন এটা নির্ভর করবে আপনার উপর। অনেক ফরেক্স ট্রেডার আছে যারা লং ট্রেড করতে পচন্দ করে আবার কেউ কেউ স্কেল্পিং করতে পচন্দ করে। ফরেক্স ট্রেড করতে হলে আমার মনে হয় লং টাইম ট্রেড করা। কারন স্কেল্পিং করতে গেলে অনেক সময় বড় লসের আশংখা থাকে।

hasan019
2015-12-13, 02:09 PM
আমার ভাই এমন হইছে আমি ২ টা লাভ করি কিন্তু আরেকটাতে লস করে একদ্ম লাভ সহ যায় গা। প্রফেশনাল ট্রেডার সব সময় লং টার্ম ট্রেডের পথ বেছে নেয় তাই আমিও চেস্তা করব লং টার্ম ট্রেডের পথ বেছে নিতে।

AbuRaihan
2015-12-18, 02:46 PM
আমি নিজেও স্কাল্পিং ট্রেডে সুবিধা করতে পারি না বলেই বর্তমানে লং ট্রাম ট্রেড করে যাচ্ছি ৤ ফরেক্স মার্কেটে আমি অনেক বেশি বুঝার চেষ্টা করি সব বিষয় ৤ শুরুর দিকে আমি স্কাল্পিং করতাম এবং যথাসামান্য লাভ হত কিন্ত আমি সন্তুষ্ট হতে পারতাম না ৤ তবে স্কাল্পিং ট্রেডে বেশি ঝুঁকি থাকে ৤ আমরা কিছু পিপস লাভের আশায় একটা ট্রেড দিলেও মাঝেমধ্য দেখা যায় যে আমরা এমনভাবে আটকে যায় যেখান থেকে হয়ত মার্কেট ফিরে আসেনা কিংবা আসলেও অনেক বেশি লস করতে হয় ৤ তাই সবদিক বিবেচনা করে বলা যায় যে লং ট্রাম ট্রেড সর্বোত্তম ৤

ShariyarSojib
2016-01-04, 11:21 PM
স্ক্যাল্পিং এর জন্যেও আমাদেরকে এনালাইস করতে হবে। লং ট্রেড বা স্কাল্পিং যাই হোক না কেন তার জন্যে অবশ্যই এনালাইস করা প্রোয়োজন।তবে স্কাল্পিং এর জন্য ইন্ডিকেটর ভাল ফল নাও দিতে পারে,তবে ট্রেন্ড বোঝার জন্য অসিলেটর ব্যাবহার করা যায়

yasir arafat
2016-04-03, 08:37 PM
ভাই স্কালপিং ট্রেড ভালো অল্প লাভ করা যায় স্কালপিং ট্রেড নতুনরা করে । কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান আপনি যদি ফরেক্স কে ভবিষৎ ক্যারীয়ার হিসাবে নিতে চান লং টার্ম ট্রেডের কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লং টার্ম ট্রেড করতে হবে স্কালপিং ট্রেডে অল্প লাভ হয় আবার রিস্ক ও আছে তবে প্রাথমিক পর্যায় স্কালপিং ট্রেড করতে পারেন পরে কিছুটা দক্ষতা অর্জন করার পর আপনি ফুল টাইম ট্রেডার হয়ে লং টার্ম ট্রেড করুন । তবে লং টার্ম ট্রেডিং করতে হলে আপনাকে বড় এমাউন্ট ইনভেষ্ট করতে হবে আর লাভও বেশি । স্কালপিং ট্রেডের চেয়ে লং টার্ম ট্রেডিং অনেক উত্তম । যারা লং টার্ম ট্রেডিং করে তারা অনেক ভালো দক্ষ ট্রেডার হয় আর লাভও করে অনেক বেশি । আমার দেখা মতে স্কালপিং ট্রেডে লসের সংখ্যা বেশি লং টার্ম ট্রেডে অনেকে ষ্টপ লস টেক প্রফিট ও ব্যাবহার করেনা কারন তাদের এমাউন্ট অনেক বড় ব্যাকআপ থাকে অনেক

আমাদের একটা নির্দিষ্ট টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় মেনে চলতে হয়।কারণ অ্যানালাইসিস ছাড়া ট্রেড করে কেউ কখনো ফরেক্স মার্কেটে ঠিকে থাকে না।সুতরাং আপনার একাউন্ট টাইপ যেটা হোক না কেন।সেটা হোক ডেমো অথবা রিয়েল।

askam
2016-04-04, 10:08 AM
স্ক্যাল্পিং এ একটু বেশি ই ঝুকি থাকে লং ট্রেড এর তুলনাই । তবে আমরা যাই করিনা কেন যদি তা সম্পর্কে সঠিক ধারনা থাকে তা থেকেই লাভ করতে পারব । লং ট্রেডের জন্য একটু বেশি সময় পাও্যা যায় এনালাইসিস করার জন্য । আর স্ক্যাল্পিং এর জন্য অত সময় পাও্যা যায়না । অনেক্তা ঝুকি নেও্যার মতো । আমার মতে ঝুকি বিবেচনায় লং ট্রেড কেই প্রাধান্য দেও্যা ভালো।

Sahed
2016-07-23, 03:27 PM
ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । আমি মনে করি মার্কেটে লং ট্রেড করাই ভাল । ধন্যবাদ ।