Log in

View Full Version : বিশ্ববাজারে ওয়ানপ্লাস ১৩ সিরিজ



Rakib Hashan
2025-01-09, 06:37 PM
http://forex-bangla.com/customavatars/613023384.jpg
চীনা প্রযুক্তিপ্রতিষ্ ান ওয়ানপ্লাস উইন্টার লঞ্চ ইভেন্টে বিশ্ববাজারের জন্য ফ্ল্যাগশিপ ‘ওয়ানপ্লাস ১৩’ ও পারফরম্যান্স ফোকাসড ‘ওয়ানপ্লাস ১৩আর’ উন্মুক্ত করেছে। ওয়ানপ্লাস ১৩-এ পাওয়া যাবে উন্নত পারফরম্যান্স, ডিসপ্লে ও ক্যামেরা। অন্যদিকে দাম ও পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে ওয়ানপ্লাস ১৩আর ফোনটিতে। খবর গিজমোচায়না। ওয়ানপ্লাস ১৩-এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, অন্যদিকে ওয়ানপ্লাস ১৩আরে থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। ভারী কাজের সময় পারফরম্যান্স উন্নত করতে উভয় ফোনেই রয়েছে বড় কুলিং চেম্বার ও ওয়ানপ্লাসের বিশেষ চিপ অপটিমাইজেশন ফিচার। ফোনের কুলিং সিস্টেম যত ভালো হবে পারফরম্যান্স তত উন্নত হবে। ওয়ানপ্লাসের দাবি, ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ওয়ানপ্লাস ১৩ এর মসৃণ পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। ফোন দুটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে অক্সিজেনওএস ১৫ থাকছে।
ভারতে ওয়ানপ্লাস ১৩-এর বেজ ভ্যারিয়েন্ট ১২জিবি (গিগাবাইট) র*্যাম ও ২৫৬জিবি স্টোরেজের দাম ৬৯ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে ১৬ জিবি র*্যাম ও ৫১২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ৭৬ হাজার ৯৯৯ রুপি এবং ২৪ জিবি র*্যাম ও ১ টিবি (টেরাবাইট) স্টোরেজের ভ্যারিয়েন্টের জন্য খরচ করতে হবে ৮৯ হাজার ৯৯৯ রুপি। ফোনটি আর্কটিক ডন, ব্ল্যাক এক্লিপস ও মিডনাইট ওশান—এ তিন রঙে পাওয়া যাবে। ১০ জানুয়ারি থেকে ফোনটি বিক্রি শুরু হবে।

ওয়ানপ্লাস ১৩আর দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ১২জিবি+২৫৬জিবি ও ১৬জিবি+৫১২জিবি মডেলের দাম যথাক্রমে ৪২ হাজার ৯৯৯ রুপি (বাংলাদেশী টাকায় ৬০ হাজারের বেশি) ও ৪৯ হাজার ৯৯৯ রুপি (৭০ হাজারের বেশি)। ক্রেতারা অ্যাস্ট্রাল ট্রেইল ও নেবুলা নোয়ার রঙ থেকে বেছে নিতে পারবেন। ১৩ জানুয়ারি থেকে ফোনটির বিক্রি শুরু হবে।

এর আগে গত বছর নভেম্বরে চীনের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩ উন্মোচন করে কোম্পানিটি। স্ন্যাপড্রাগন ৮ এলিট দ্বারা চালিত স্মার্টফোনটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও ধারণা প্রযুক্তিসংশ্লিষ টদের।

গত ডিসেম্বরে বৈশ্বিক উন্মোচনের খবর প্রকাশের সময় ওয়ানপ্লাস জানায়, ফোনটি প্রথম অর্ডার দেয়া গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা পাবেন। যেমন ওয়ানপ্লাস ১৩-এর প্রাথমিক অর্ডারগুলোর সঙ্গে ২৯৯ ডলার মূল্যের ওয়ানপ্লাস ওয়াচ ২ দেয়া হবে। যদিও সম্প্রতি লঞ্চের পর এ বিষয়ে নতুন করে কিছু জানায়নি কোম্পানিটি।