PDA

View Full Version : ফান্ডামেন্টাল এনালাইসিস ব্যবহার



HELPINGHAND
2015-09-23, 11:55 AM
টেকনিক্যাল এনালাইসিস করার জন্য আমরা নানা ধরনের ইনডিকেটরের সাহায্য নিয়ে থাকি ,যেমন MA, FIBO, Support, Resistant, RSI, Candle sticks pattern, Chart প্যাটার্ন ইত্যাদি। ঠিক তেমনি ফান্ডামেন্টাল (fundamental) এনালাইসিস করার জন্য কিছু ইনডিকেটর বা ডাটা বা নিউজ আছে যেগুলো দিয়ে বড় বড় অর্থনীতিবিদগণ ব্যবহার করে ফান্ডামেন্টাল (fundamental) এনালাইসিস করে থাকে। আমি আমার পক্ষ থেকে তা ধারাবাহিক ভাবে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে। আজকে আমি ফান্ডামেন্টাল এনালাইসিসএর একটা গুরুত্বপূর্ণ নির্দেশক বা ইনডিকেটর নিয়ে আলোচনা করব,

এজন্য আমাদের প্রথমে জানতে হবে মুদ্রাস্ফীতি প্রভাব এর ফলে কি হয়?

অর্থনীতি যত শক্তিশালী হবে কর্মচারীদের চাহিদা তত বৃদ্ধি পাবে। তাদের চাহিদা যত বেড়ে যাবে মজুরীও তত বেড়ে যাবে। মজুরী বেড়ে গেলে সাথে সাথে খরচ ও বেড়ে যায়। ফলে বিভিন্ন পণ্যের বিক্রয়ও বেড়ে যায় এবং ঐ পণ্যটির দাম ও বেড়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকগুলো (CPI) এবং (PPI) এর উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত তৈরি করে আর (CPI) এবং (PPI) এর জন্য তারা মুল চারটি নির্দেশক পরিসংখ্যান বা ইন্ডিকেটর নিউজকে প্রাধান্য দিয়ে থাকে। আসুন জেনে নেই কিভাবে একটি মুদ্রার মূল্য বাড়ে অথবা কমে এবং সেই মুদ্রাকে আপনি কিভাবে মূল্যয়ন করবেন।

Consumer Price Index (CPI)ভোক্তা মূল্য সূচক - নির্দিষ্ট সময়ের জন্য পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তনকে পরিমাপ করার সূচক হচ্ছে ভোক্তা মূল্য সূচক।

ভোক্তা মূল্য সূচক বা সিপিআই খুবই গুরুত্বপূর্ণ মুদ্রার মূল্য বোঝার জন্য। যদি ভোক্তা মূল্য সূচক বৃদ্ধি পায় তবে এর অর্থ দাঁড়ায় যে জাতীয় মুদ্রা এর ক্রয় ক্ষমতা হারাচ্ছে। আর যদি ভোক্তা মূল্য সূচক হ্রাস পায় তবে এর অর্থ দাঁড়ায় যে জাতীয় মুদ্রা এর ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

আরও বলতে হয় যে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ভোক্তা মূল্য সূচক এর তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নিতে ব্যাপক প্রভাব বিস্তার করে, বিশেষ করে সুদের হার নির্ধারণে। এটা জানা কথা যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করে যাতে ভোক্তা মূল্য সূচক এর বৃদ্ধি থামানো যায়।

উৎপাদক মূল্য সূচক (Producers Price Index)- উৎপাদক মূল্য সূচকও খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদক মূল্য সূচক কে ইংরেজিতে বলা হয় Producers Price Index বা (PPI) যার দ্বারা অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রার ক্রয় ক্ষমতা বোঝা যায়।

shakawath
2015-09-23, 05:55 PM
ভাল লাগল। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম। নিউজ ট্রেডিং কৌশল আলোচনা করলে আরো ভালও হত। আমি বলতে চাচ্ছি যে কিভাবে নিউজ দেখে ট্রেড করব তার বিস্তারিত বর্ণনার কথা।

AbuRaihan
2015-10-10, 10:59 PM
অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেছেন ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে । ফরেক্স মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য অন্যতম হল ফান্ডামেন্টাল এনালাইসিস । ফান্ডমেন্টাল এনালাইসিস মূলত করতে হয় কোন দেশের অর্থনৈতিক অবস্থাকে বিশ্লেষণ করার মাধ্যমে । অর্থ্যাৎ কোন দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা সে দেশের কারেন্সির উপর প্রভাব বিস্তার করে যা ট্রেডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

HasanXM
2015-10-11, 11:40 AM
ভাল ট্রেডার হওয়ার জন্য জানতে হবে অ্যানালাইসিস যেমন, অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।

dinner
2015-12-05, 01:03 AM
অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অরথনিইতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেরে জেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।

sayem11
2015-12-05, 11:15 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভ্যালু নির্ধারণ বা অনুধাবন করার একটি প্রক্রিয়া। ফান্ডামেন্টাল এনালাইসিসের মুলমন্ত্র হল ভাল অর্থনীতিতে কারেন্সি ভ্যালু বাড়বে এবং খারাপ অর্থনীতিতে ভ্যালু কমবে, কোন একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভ্যালুর যে পরিবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ বা বের করার যে একটি উপায় তাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস। আর ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ভিত্তি করেই মুলত বিশ্বের সকল লেনদেন বিবেচিত হয়, তেমনি ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ভিত্তি করেই ফরেক্সের মার্কেটও পরিচালিত হয় । ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে সাধারণত যে সকল নিউজগুলো ইমপ্যাক্ট পড়ে তা হল Gross domestic product(GDP), Non farm Payroll (NFP), Durable goods orders, Retail sales এইসব নিউজগুলো মার্কেটে বেশি রাজত্ব করে থাকে ।

basaki
2016-03-26, 08:40 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে পারলে আমি মনে করি অনেক ভাল করা যাবে ফরেক্স মার্কেটে। কারন কোন কিছুই এনালাইসিস ছাড়া করা যায় না তাই আপনি যদি ভাল করে ফরেক্স ট্রেড করতে চান তবে আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করেই তবে ট্রেড করতে হবে।

abdulguffer
2016-03-28, 03:41 AM
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে শুধু নিউজ এনালাইসিস করা বুঝতাম। কিন্তু নিউজ এনালাইসিস করতে হলে আরো অনেক কিছু জানার, বুঝার ও শিখার আছে। আপনার পোস্ট পড়ে নিউজ থেকে কিভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে তার কিছুটা হলেও বুঝতে পারলাম। আরো বিস্তারিত জানালে উপকৃত হব ।

yasir arafat
2016-04-06, 11:55 PM
ফরেক্স মার্কেটটাই বেশির ভাগ ক্ষেত্রে মুভ করে একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপর।যা ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে এবং ক্যান্ডেলগুলো আপ ডাউন করতে থাকে। সুতরাং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে এ ব্যাপারে ধারণা দেয় এবং মার্কেট থেকে প্রফিট করার সুযোগ দেয়।

ASADUR RAHMAN
2016-04-07, 12:07 PM
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে পারলে আমি মনে করি অনেক ভাল করা যাবে ফরেক্স মার্কেটে।

Rahat015
2016-04-08, 08:48 AM
তিন এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস অন্যত্ম।। কোন দেশের সার্বিক অর্থনীতির প্রভাব ঐ দেশের কারেন্সী দেখে বোঝা যায়।। কারেন্সী যত শক্তীশালি হবে ঐ দেশের অর্থনীতি তত শক্তিশালি হবে।। আর এগুলাই মূলত ফান্ডামেন্টাল এনালাইসিস এর মধ্যে দিয়ে চলে আসে।।

dwipFX
2016-05-06, 09:13 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে তিন প্রকারের এনালািসিস রয়েছে তার মধ্যে একটি হল ফান্ডামেন্টাল এনালাইসি। টেকনিক্যাল এনালাইসিস এর পর ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর জোর দিতে হবে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে সঠিক ভাবে এনালাইসিস করা শিখতে হবে।

sharifulbaf
2016-05-18, 09:40 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের মার্কেট এনালাইসিস করতে হয়,ভাল পপ্রফিট করতে হলে আমাদের এনালাইসিস করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেডিং করে ভাল প্রফিট করা যায়,তাই নিয়মিত ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে যাতে ভাল প্রফিট করা যায়।

md mehedi hasan
2016-12-04, 08:04 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে এনালাইসিস তিন ধরনের এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস এর গুরুত্ব অরেসীম।ফান্ডামেন্টাল এনালাইসিস মূলত নিউজ দেখে করা হয়।যখন কোন পিয়ারে হাই ইম্পেক্টের নিউজ প্রকাশিত হয় তখন ট্রেড ওপেন করতে হয়।

RUBEL MIAH
2017-03-03, 05:32 PM
আমরা সব সময় ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

shohanjacksion
2017-03-04, 12:11 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটি এনালাসিস,যা টেকনিক্যাল এনালাইসিসের সাথে সাথেই করতে হয়। এই দুইটা এনালাইসিস সঠিক না হলে ট্রেড সফল হয়না।প্রকৃতপক্ষে মার্কেট এর উঠানামা নির্ভর করে একমাত্র ফান্ডামেন্টাল এনালাইসিসের উপরই। কিন্তু ফান্ডামেন্টাল এনালাইসিস খুব কঠিন বিদায় আমরা অনেকেই এই এনালাইসিস করিনা অথবা কম করি। ফান্ডামেন্টাল নিয়ে আমাদের আরো বেশি বেশি লেখালেখি করা উচিত। ভাই , আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Md Masud
2017-05-25, 05:06 PM
অর্থনীতি যত শক্তিশালী হবে কর্মচারীদের চাহিদা তত বৃদ্ধি পাবে। তাদের চাহিদা যত বেড়ে যাবে মজুরীও তত বেড়ে যাবে । মজুরী বেড়ে গেলে সাথে সাথে খরচ ও বেড়ে যায় । ফলে বিভিন্ন পণ্যের বিক্রয়ও বেড়ে যায় এবং ঐ পণ্যটির দাম ও বেড়ে যায় । কেন্দ্রীয় ব্যাংকগুলো (cpi) এবং (ppi) এর উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত তৈরি করে ।

Mamun13
2017-06-01, 01:25 PM
ফান্ডামেন্টাল এনালাইসিসে থাকবে নিউজ ইমপেক্ট৷যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷এই নিউজ ইমপেক্টের দ্বারাই মার্কেটে প্রাইস মুভমেন্ট করে থাকে৷আমরা যেই দেশের পেয়ার নিয়ে ট্রেড করবো ঐ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্হার উপরে আমাদের লক্ষ রাখতে হয়৷ ঐ দেশের ট্রেডিং সেশনে অবশ্যই কিছু কম বেশি নিউজ প্রকাশিত হয়৷যে গুলো দেখে,বুঝে,এনালাইসিস করেই বিশ্বের সকল ট্রেডারগণ ট্রেড করে থাকেন৷এই নিউজগুলির জন্য forexfactory.com/investing.com এবং bbc/cnn এর উপর চোখ রাখতে হবে৷

Rahat015
2017-06-16, 12:14 PM
ভাল ট্রেডার হতে গেলে অবশ্যই এনালাইসিস এর উপর প্রচুর দক্ষতা অর্জন করতে হবে। আর এক্ষেত্রে টেকনিকাল এর পাশাপাশি ফানডামেন্টাল ও ভালোভাবে আয়ত্ত্বে আনতে হবে। আর ফানডামেন্টাল বুজতে হলে আপনাকে বিভিন্ন দেশের অর্থনীথি নিয়ে অনেক গবেষনা করতে হবে। উপরের আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখলাম ফানডামেন্টাল নিয়ে। আশাকরব আপনি আরো ভাল কিছু আমাদেরকে দিবেন।

mahbubhb
2017-08-13, 11:45 AM
ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের এনালাইসিস করা হয়ে থাকে। ১: ফান্ডামেন্টাল এনালাইসিস, ২: টেকনিক্যাল এনালাইসিস, ৩: সেন্টিমেন্টাল এনালাইসিস। তার মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস নির্ভর করে একটি দেশের অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক কার্যকালাপের উপর নির্ভর করে। আর আজ এই পোস্ট এর মাধ্যমে আরও বিস্তারিত জেনেছি। আমাদের সবার উচিৎ এই পোস্টটা মনযোগ সহকারে পড়ে বুঝা।

DhakaFX
2018-08-19, 05:13 PM
এককথায় ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারণ বা অনুধাবন করার একটা প্রক্রিয়া। আরো সহজ করে বলা যেতে পারে, কোন একটা দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভেলুর যে পরিবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ বা বের করার যে একটা উপায় তা-ই হল ফান্ডামেন্টাল এনালাইসিস।
ফান্ডামেন্টাল এনালাইসিসের মুল মন্ত্র হল ভালো অর্থনীতিতে কারেন্সি ভেলু বাড়বে এবং খারাপ অর্থনীতিতে ভেলু কমবে, যেমনঃ ইন্টারেস্ট রেইট, এমপ্লয়মেন্ট সিচুয়েশন, ট্রেড ব্যালেন্সȷ,বাজেট, ট্রাজেরি বাজেট এবং গ্রস ডোমেস্টিক প্রডাক্ট ইত্যাদির বিভিন্ন প্রভাবই হল বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল ইস্যু। আরো যেসব বিষয় ফান্ডামেন্টালএনা াইসিসের আওতায় পড়ে সেগুলো হলঃ
১। গভমেন্ট ক্রাইসিস।
২। সরকার বা মন্ত্রী পরিষদের বড় কোন পরিবর্তন।
৩। দেশের অর্থনৈতিক সূচক প্রকাশনায়।
৪। আন্তর্জাতিক দ্ধন্দ
৫। ইলেকশন পুর্ববর্তী সময়।
৬। প্রাকৃতিক দুর্যোগ।
ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য খুব বেশি সন্দিহান না থেকে দু-তিনটি বিষয় ব্যবহার এবং বিবেচনায় আপনি সহজে এই এনালাইসিস করে পারেন। সেগুলা হলঃ
১। ইকোনমিক ডাটাঃ
২। গোল্ড
৩। অয়েল
৪। ইকোনমিক ক্যালেন্ডার

Rokibul7
2020-05-13, 09:05 PM
খুব ভাল লাগলো আপনার পোষ্ট পড়ে।আমি ইদানিং নিজের জন্য নিউজ স্ট্রটিজি তৈরিতে আগ্রহি।আপনার পোস্ট পড়ে এক ধরনের স্ট্রটেজি তৈরি হলো আর সেটা হলো মেজর পেয়ার গুলোর এই cpi/ppi নিউজ এনালাইসিস করার।এভাবেই নিউজ এনালাইসিস শুরু করবো ভাবতেছি।

Rokibul7
2020-05-13, 09:11 PM
তাহলে আমি নিউজ এনালাইসিস শুরু করবো শুধু অনৈতিক নিউজ দিয়ে।তাই শুধু cpi/ppi এই নিউজ দিয়ে শুরু করবো।এই নিউজ গুলো নাকি হাই ইম্প্যাক্ট কারেন্সি পেয়ার এর।তাই শুদু মেজর পেয়ার গুলোতে এই নিউজ এনালাইসিস করবো।দোয়া করবেন আমার জন্য,আর আমি আছি আপনাদের সাথে।

Sakib42
2020-06-27, 10:54 PM
মৌলিক বিশ্লেষণ হ'ল কৌশলগুলি যা ফরেক্স বাজারের দামের চলাচলের পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে পার্থক্য হ'ল যদি আমরা প্রযুক্তিগত বিশ্লেষণ ব্যবহার করি তবে দামগুলি সরে যাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য আমাদের সূচকের প্রয়োজন। যদিও আমরা যদি মৌলিক বিশ্লেষণ ব্যবহার করি তবে আমরা দেখি যে নিউজ রিলিজের ভিত্তিতে বাজারটি কোথায় স্থানান্তরিত হবে।

Starship
2020-07-06, 11:19 PM
ট্রেড করার পূর্বে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল এই তিনটি এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোন দেশে আর্থিক অবস্থা যাচাই করার জন্য সেই দেশের জিডিপি সম্পর্কে আমরা অবগত হলেই সে দেশে অর্থনৈতিক অবস্থা ধারণা পেতে পারি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে সেই দেশের আর্থিক অবস্থা, রাজনৈতিক ও অর্থনীতি সব কিছু বিশ্লেষণ করে আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস এর সিদ্ধান্ত নেয়। এই ফান্ডামেন্টাল এনালাইসিস উপর মার্কেট পরিচালিত হয়।

jasminbd
2020-07-07, 03:05 PM
ফান্ডামেন্টাল আনাল্যসিস হল মুলত বিভিন্ন দেশের অর্থনৈতিক নিউজগুলোর উপর আনাল্যসিস করে ট্রেড নেওয়া। যারা ফান্ডামেন্টাল আনাল্যসিস করে তাদের জন্য ফরেক্স নিউজ খুবই গুরুত্বপূর্ণ। আর এই নিউজগুলো অর্থনৈতিক বা রাজনৈতিক হয়ে থাকে। কোন দেশে অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি সে দেশের কারেন্সি তে প্রাভব ফেলে। কোন দেশের অর্থনৈতিক নিউজ গুলো একটি নির্দিষ্ট সময়ের হয়ে থাকে যেমন, সপ্তাহিক, মাসিক, প্রান্তিক, বার্ষিক ইত্যাদি। আর কারেন্সি পেয়ারকে বেশি প্রভাবিত করে এমন নিউজ গুলো হল- সুদের হার, জিডিপি, বেকারত্বের হার, মনিটারি পলিসি, ইত্যাদি। এসব নিউজগুলো প্রকাশের পূর্বে অর্থনীতিবীদ করা পূর্বাভাস দেয়ে যে এই নিউজগুলো ভাল হবে নাকি খারাপ হবে। যদি নিউজের ফলাফল পূর্বাভাস অপেক্ষা ভাল হয় তাহলে সে সময় উক্ত কারেন্সি শক্তিশালী হয়। আর যদি যদি নিউজের ফলাফল পূর্বাভাস থেকে কম হয় তাহলে তা উক্ত কারেন্সিকে দুর্বল করে।

নিউজ টাইম গুলো জানার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে তার মধ্যে একটি হল ইন্সটাফরেক্সের ক্যালেন্ডার- https://www.instaforex.org/bd/forex_calendar
এই ক্যালেন্ডার থেকে আমারা আগে থেকে গুরুত্বপূর্ণ নিউজ গুলো সময় জানতে পারব। আর লাল চিহ্ন গুলো হল হাই ইমপ্যাক্ট নিউজ।

FREEDOM
2020-07-25, 04:43 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে শুধু নিউজ এনালাইসিস করা বুঝতাম। কিন্তু নিউজ এনালাইসিস করতে হলে আরো অনেক কিছু জানার, বুঝার ও শিখার আছে। আপনার পোস্ট পড়ে নিউজ থেকে কিভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে তার কিছুটা হলেও বুঝতে পারলাম। আরো বিস্তারিত জানালে উপকৃত হব ।

Md.shohag
2020-07-26, 12:49 PM
অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেছেন ফান্ডামেন্টাল এনালাইসিস নিয়ে । ফরেক্স মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য অন্যতম হল ফান্ডামেন্টাল এনালাইসিস । ফান্ডমেন্টাল এনালাইসিস মূলত করতে হয় কোন দেশের অর্থনৈতিক অবস্থাকে বিশ্লেষণ করার মাধ্যমে । অর্থ্যাৎ কোন দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা সে দেশের কারেন্সির উপর প্রভাব বিস্তার করে যা ট্রেডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

SUROZ Islam
2022-11-01, 03:22 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস হল অথনৈতিক খবর বিশ্লেষণ করা। ট্রেডাররা খুবই গুরুত্ব সহকারে অথনৈতিক ডাটাগুলো পরীক্ষা করে থাকে কারণ এই অথনৈতিক পরিস্থিতি পরিবতনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হতে পারে । সাধারণভাবে, শক্তশালী অথনৈতিক সে দেশের কারেন্সির চাহিদা বৃদ্ধি করে এর ফলে ব্যক্তি এবং ব্যবসায়িক দিকে থেকে সেই কারেন্সিতে ইনভেস্টমেন্ট লেভেল বাড়তে থাকে। সুতবাং, যখন কোন প্রধান ইভেন্টে অথনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হয়েছে দেখায়, তখন ট্রেডাররা ভবিষ্যতে ওই কারেন্সিটার চাহিদা বৃদ্ধি পাবে ভেবে কিনতে থাকে । যদি প্রত্যাশার তুলনায় খারাপ আসে তাহলে ওই কারেন্সিটা চাহিদা হ্রাস পাবে।সাধারণত, ফরেক্স ট্রেডাররা যে ধরণের প্রধান অথনৈতিক প্রকাশনাকে গুরুত্ব দিয়ে থাকে । তা নিম্নে দেয়া হলো-
১) Meetings of central banks on the rate of interest (কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত মিটিং): যখন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করে, তখন সেই দেশের টাকা বিনিয়োগকারী অংশীদারিগণ এই সুবিধা ভোগ করে থাকে । উচ্চ সুদের হারের ফলে ওই কারেন্সিটার চাহিদাও বেড়ে যায় ।
২)Employment data (কর্মসংস্থান তথ্য): যদিও এটিকে পশ্চাৎ সূচক হিসেবে চিহ্নিত করা হলেও, এই কর্মসংস্থান তথ্য হচ্ছে দ্বিতীয সবচেয়ে বেশি পঠিত অথনৈতিক ঘটনা । এই জন্য কমসংস্থান বৃদ্ধিকে অথনৈতিক শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
৩)Price Index (CPI) (মূল্যসূচক): এটি হচ্ছে সবচেয়ে কঠিন অথনৈতিক সূচক । সিপিআই একটি দেশের মুদ্রাস্ফীতির মাত্রাকে বুঝায় । মুদ্রাস্ফীতির নিম্নমাত্রায় কারেন্সি প্রায় দুবল হয়ে পড়ে, তাই ট্রেডেরা নিম্ন সিপিআইকে অথনৈতিক মন্দার চিহ্ন হিসেবে বিবেচনা করে থাকে । তবে উচ্চ মাত্রার মুদ্রাস্ফীতিও ক্ষতিকারক হতে পারে কারণ এটি একটি দেশের কারেন্সির মূল্যহ্রাসে নিদেশক হয় ।
৪)Studies on manufacturing (উৎপাদন): এটি একটি দেশের উৎপাদন খাত বৃদ্ধির সম্মুখীন হচ্ছে কি না তা নির্দেশ করে থাকে । দেশ এবং উপাদানের উৎপাদেনের পরিমানের উপর নিভর করে বিনিময় হারে বড় ধরণের ওঠানামা হতে পারে ।
৫)Retail sales (খুচরা বিক্রয়) : এটি হচ্ছে একটি দেশের খুচরা খাতে ব্যয়ের মাসিক রিপোট । বিক্রয় বৃদ্ধি ভোক্তাদের দেশের আর্থিক ব্যবস্থার উপর আস্থা নির্দেশ করে, সাধারণত এটির দ্বারা একটি সামগ্রিক অথনৈতিক প্রবৃদ্ধি বাড়ে।
18466

Mas26
2023-04-25, 12:12 PM
অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।ফান ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অরথনিইতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেরে জেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।

kazitanzib
2023-04-30, 04:30 PM
ফান্ডামেন্টাল এনালাইসিস হল একটি কোম্পানির মূল ব্যালেন্স শীট. যা একটি কোম্পানি ভালো না খারাপ তা জানতে সহায়তা করে.