Log in

View Full Version : অক্সফামের পূর্বাভাসে পরিবর্তন এক দশকের মধ্যে পাঁচ ট্রিলিয়নেয়ার পাবে বিশ্ব



DhakaFX
2025-01-21, 10:22 AM
বিশ্বের ধনকুবেরদের সম্পদ সাম্প্রতিক বছরগুলোয় অতি দ্রুত হারে বাড়ছে, একই সঙ্গে ধনী-গরিবের বৈষম্য প্রকট হয়ে উঠছে। এমন পরিপ্রেক্ষিতে বিশ্ব প্রথমবার পেতে যাচ্ছে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার সম্পদধারী ব্যক্তি। গত বছর এক পূর্বাভাসে দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছিল, এক দশকের মধ্যে বিশ্ব একজন ট্রিলিয়নেয়ার পেতে যাচ্ছে। কিন্তু এবার সে পূর্বাভাসে সংশোধন এনে বলছে, পাঁচজনের মতো ট্রিলিয়নেয়ার আবির্ভূত হবেন আগামী বছরগুলোয়। খবর দ্য গার্ডিয়ান।
http://forex-bangla.com/customavatars/1613729462.jpg