PDA

View Full Version : জাপানের অধঃগতিতে দুশ্চিন্তামুক্ত ইউরোপ



HELPINGHAND
2015-09-23, 11:58 AM
জাপানে ইউরোপের একটি রপ্তানির বাজার রয়েছে। গত কয়েক মাস ধরে জাপানের মুদ্রা ইয়েনের নিম্নমুখীতে ইউরোপিয়ান রপ্তানিকারকদের চিন্তা করার কোন দরকার নেই। ইয়েনের পড়ে যাওয়ায় ইউরোপকে আন্তর্জাতিক বাজারে কম প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। জাপানের ইয়েনের নিম্নমুখীতার ফলে ইউরোর কোন বিপদসংকেত নেই।

MotinFX
2016-01-02, 11:24 PM
আন্তর্জাতিক বাজারে কখনো জাপানের ভাল যাবে আবার কখনো ইউরোপের ভাল যাবে। জাপান আগামিতে ভাল কিছু করতে পারবে কারন জাপানিরা পরিশ্রমী তাদের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে ভাল কাজ করে।

fxbkm
2016-01-03, 12:35 AM
আমার মনে হয়, ইয়েনের মুল্য যদি কমে যায় তাইলে অবশ্যই এইটা ইউরোপিয়ানদের জন্য একটা ভাবনার কারন। কারন মুল্য কমে যাওয়া মানে হল এখন অপ্ল দামে ঐ পণ্য জাপানি বাজারে পাওয়া যাবে। বাজারে মুল্য কমে গেলে ঐ পণ্যের সেল বেড়ে যাওয়ার কথা, তাইলে ইউরোপিয়ানদের আন্তর্জাতিক বাজারে তখন আগের থেকে বেশি প্রতিজগিতা করা লাগবে। আর ইউরোপের দেশ গুলর মধ্যে সুধু মাত্র জার্মানি থেকে জাপান আমদানি করে থাকে। 1990

yasir arafat
2016-04-06, 12:20 PM
দেখা যাক পরবর্তীতে কি হয়।ভাই আমি একটা জিনিস এখনো বুঝলাম না যে,এখানে জাপানের প্রভাবটা ইউরোতে পড়বে কেন।আর এটা কি কারেন্সিকো রিলেশনের জন্য হয়ে থাকে,নাকি অন্য কোন কারণে হয়।

Realifat
2016-07-29, 04:33 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত।জাপানের অর্ধগতির সাথে আমি মনে করি ইউরোপিয় ইউনিয়নের কোনো ক্ষতি হওয়ার কথা নয় বা কোনো চিন্তার কারনই নয়। আপনি বিষয়টা এমনভাবে উপস্থাপন করেছেন যেটা অল্প অসুবিধা হচ্ছে।তবে ভালোভাবে বুঝার চেষ্টা করলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। কেননা একটু ভালোভাবে বিষয়টা নিয়ে ভাবলে বোঝা যাচ্ছে।

MoinFX
2016-10-05, 02:15 PM
এখন জাপান আবার গুরে দাড়িয়েছে তাদের মুদ্রার ব্যাপক উথান হয়েছে সে এখন ভাল অবস্হানে সে তুলনাই ইউরোর অবস্হান আরও খারাপ হচ্ছে কারন যুক্তরাজ্য ইউরোপ থেকে বের হওয়ার ফলে দুই রাস্ট দুর্বল হচ্ছে।

mithunsarkar
2016-10-06, 12:10 AM
ফরেক্স একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভাল করে জানতে হবে । মার্কেট অনেক ভাল ভাবে এনালাইসি করতে হবে । তাই সবার অাগে ডেমো ট্রেড এর মাধ্যমে ম্যানেজমেন্ট শিখতে হবে । সব ব্যবসায় লাভ লস অাছে তাই ব্যবসায় লস হলে তা ঠান্ডা মাথায় নিয়ে বুঝতে হবে লস কেন হলো । যত বেশি ডেমো ট্রেড করবেন তত বেশি দক্ষ হয়ে উঠবেন ।

tarekbsl101
2016-10-06, 04:04 PM
জাপানের ইয়েন এর সাথে আশা করি উরো এরকোণো সম্পক্রে নেই

nisho5533
2016-11-16, 08:40 PM
MotinFX ভাই আমি আপনার সাথে একমত আন্তর্জাতিক বাজারে কখনো জাপানের ভাল যাবে আবার কখনো ইউরোপের ভাল যাবে। জাপান আগামিতে ভাল কিছু করতে পারবে কারন জাপানিরা পরিশ্রমী তাদের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে ভাল কাজ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথা গুলো বলার জন্য |

RUBEL MIAH
2017-04-29, 06:02 PM
ইয়েনের পড়ে যাওয়ায় ইউরোপকে আন্তর্জাতিক বাজারে কম প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে । জাপানিরা পরিশ্রমী তাদের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে ভাল কাজ করে । লস হলে তা ঠান্ডা মাথায় নিয়ে বুঝতে হবে লস কেন হলো । যত বেশি ডেমো ট্রেড করবেন তত বেশি দক্ষ হয়ে উঠবেন ।

Md Masud
2017-05-23, 10:28 PM
ভালোভাবে বুঝার চেষ্টা করলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না । লস হলে তা ঠান্ডা মাথায় নিয়ে বুঝতে হবে লস কেন হলো । জাপান আগামিতে ভাল কিছু করতে পারবে কারন জাপানিরা পরিশ্রমী তাদের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে ভালো কাজ করে । সব ব্যবসায় লাভ লস অাছে তাই ব্যবসায় লস হলে তা ঠান্ডা মাথায় নিয়ে বুঝতে হবে লস কেন হলো ।