PDA

View Full Version : ভোক্তা মূল্য সূচক



HELPINGHAND
2015-09-23, 11:59 AM
ভোক্তা মূল্য সূচক (Consumer Price Index)- নির্দিষ্ট সময়ের জন্য পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তনকে পরিমাপ করার সূচক হচ্ছে ভোক্তা মূল্য সূচক। ভোক্তা মূল্য সূচক বা সিপিআই খুবই গুরুত্বপূর্ণ মুদ্রার মূল্য বোঝার জন্য। যদি ভোক্তা মূল্য সূচক বৃদ্ধি পায় তবে এর অর্থ দাঁড়ায় যে জাতীয় মুদ্রা এর ক্রয় ক্ষমতা হারাচ্ছে। আর যদি ভোক্তা মূল্য সূচক হ্রাস পায় তবে এর অর্থ দাঁড়ায় যে জাতীয় মুদ্রা এর ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

আরও বলতে হয় যে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ভোক্তা মূল্য সূচক এর তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নিতে ব্যাপক প্রভাব বিস্তার করে, বিশেষ করে সুদের হার নির্ধারণে। এটা জানা কথা যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করে যাতে ভোক্তা মূল্য সূচক এর বৃদ্ধি থামানো যায়।

shakawath
2015-09-23, 05:49 PM
ভাই, আমি নিউজ ট্রেডিং এর তেমন কিছু বুঝি না। আশা করি সিপিআই দিয়ে কিভাবে ট্রেড করব অর্থাৎ ট্রেডিং স্ট্রেটিজি টা জানাবেন। আপনার পোস্ট থেকে জানালাম কিন্তু তারপর ও ভাসাভসা লাগছে।

AbuRaihan
2015-10-10, 11:02 PM
আমি আগে ভোক্তা সুচক সম্পর্কে টোটালি জানতাম না । আপনার অালোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ভোক্তা মূল্য সুচক ট্রেডের উপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে । আচ্ছা আমার প্রশ্ন হল এই ভোক্তা মূ্ল্য সুচক কোন ধরনের এনালাইসিস এর মধ্য অন্তভুক্ত ? অাশা করি সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন ।

MotinFX
2016-02-13, 10:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকে অর্থনীতি সম্পর্কে ভাল ধারনা হল আগে জানতাম না সুদের হারের সাতে অর্থনীতি সম্পর্ক কত টুকু। এখন আমাকে সুদের হারের সাথে অর্থনীতি সম্পর্ক জানলাম। আজকে জানতে পারছি ভুক্তা মুল্য সুচক সম্পর্কে। এই সম্পর্কে আমার কোন ধারনা ছিলনা ভুক্তা মুল্য সুচক কমলে আমরা কম দামে পন্য ক্রয় করতে পারব।

abdulguffer
2016-02-15, 11:24 AM
ভোক্তা মূল্য সূচক বৃদ্ধি বা হ্রাস পেলে জাতীয় মুদ্রার ক্রয় ক্ষমতার হ্রাস বা বৃদ্ধি ঘটে। নিউজ টরেডিং এ মুদ্রার মূল্য বোঝার জন্য ভোক্তা মূল্য সূচক খুবই গুরুত্বপূর্ণ ।

Marufa
2016-02-15, 06:20 PM
ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন সূচক রয়েছে যা ফরেক্স এর মূল্য উঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । েএসব সূচক এর পরিবর্তন িএর ফলে চাহিদা এবং যোগান এর পরিবর্তন হয় । ফরে কারেন্সি পেয়ার এর দাম এর হ্রাস বৃদ্ধি ঘটে । তাই ফরেক্স মার্কেট এর সফলতার জন্য এসব বিষয় জানা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি ।

basaki
2016-02-15, 06:55 PM
ফরেক্স মার্কেটে অনেক রকমের সুচক রয়েছে তার মধ্য এটি একটি সুছক।কেউ যদি ভাল করে ফরেক্স মার্কেটের সব সুচক নিয়ে জ্ঞান লাভ করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে তবে তার ট্রেডে আমি মনে করি খুব একটা লস হবে না। তাই আমাদের উচিত জ্ঞান লাভ করে ফরেক্স ট্রেড করা।

yasir arafat
2016-04-01, 12:37 PM
এটা নিয়ে আমার তেমন একটা ধারণা আগে ছিল না।আজ কিছুটা হলেও জানতে পারলাম।আশা করি কাজে দিবে।যারা স্বয়ং সম্পূর্ণ নিউজ ট্রেড করে থাকেন,তাদের অবশ্যই কাজে দিবে।কারণ এগুলোর প্রভাব আমরা ফরেক্স মার্কেটে ব্যপক পরিমাণ দেখতে পাই।

sharifulbaf
2016-05-20, 03:01 PM
ভোক্তা মুল্য সুচক বলতে আমরা মার্কেটের সূচক পরিবর্তনকে বুঝে থাকি,ফরেক্স মার্কেটে কারেন্সি সূচক পরিবর্তন হয়ে থাকে,তাই আমাদের ট্রেডিং করার সময় মার্কেটের সূচক দেখতে হবে,ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং।করে অনেক অর্থ ইনকাম করতে পারি তাই আমাদের ফরেক্স মার্কেটের সূচক দেখে ট্রেড করা।

md mehedi hasan
2016-12-03, 05:14 PM
ভোক্তা মুল্য সুচকের সাথে মার্কেটের সূচক পরিবর্তন হয় তা আজকে আপনাদের পোষ্টি পড়ে জানতে পারলাম।ভোক্তা মূল্য সূচক হ্রাস বা বূৃদ্ধির সাথে সাথে জাতীয় মুদ্রা এর ক্রয় ক্ষমতা বৃদ্ধি বা হ্রাস পায়।যা ফরেক্স মার্কেটকে দারুন ভাবে প্রভাবিত করে।

Mamun13
2017-11-22, 08:21 PM
C.p.i বা ভোক্তা মূল্য সূচকের ব্যাবহার ফান্ডামে্টাল এনালাইসিসের বিষয়৷এটি পাওয়া যাবে নিউজ সাইটগুলোতে এবং এই c.p.i নিউজ প্রকাশিত হলে মার্কেটে লেনদেন বৃদ্ধি পায়৷c.p.i বৃদ্ধিতে সংশ্লিষ্ট দেশের জাতীয় মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস পাবে আর c.p.i কমলে মুদ্রার ক্রয় ক্ষমতা বাড়বে৷

jasminbd
2018-05-10, 01:21 PM
আমি সকলকে অবহিত করছি যে আজ বাংলাদেশ সময় 6:30pm মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক ভোক্তা মূল্য সূচক(CPI) নিউজ নিউজ প্রকাশ করবে। এটি একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -0.1% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.3%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

shohanjacksion
2018-05-26, 12:36 PM
এখানে আমরা ক্যারি ট্রেডের সুবিদা পাই। শান্তশিষ্ট ট্রেডারবৃন্দ এই ক্যারি ট্রেডে ঝুকে বসে থাকেন কিন্তু আমি বা আপনি করতে পারিনা। কারণ এত পরিমান টাকা পয়সা ইনভেষ্ট করে লম্বা সময় নিয়ে বসে থাকার সময় আমাদের নেই। তবে ভূক্তা মূল্য সূচক বিষয়টা আমি এই প্রথমবার বুজলাম তাই পোষ্টকারী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে এই রকম গুরুত্বময় পোষ্ট আরও আশা করছি।

amreta
2020-01-25, 12:29 PM
জিবিপি / ইউএসডি জুটি সংযুক্ত কিংডম জবস রেকর্ড-নেতৃত্বাধীন ইনট্রডায় আয়ের জন্য উত্সাহ দেয় এবং বর্তমানে ওভার-উইক-ভিনটেজ অবতরণকারী ফ্যাশন-চ্যানেলের শীর্ষ প্রতিরোধের দ্বারা চিহ্নিত একটি প্রতিরোধের নিকটে অবস্থিত।
এটি সাবধানে প্রতিরোধের ব্যবহারের কার্যকর উপকারী সংস্থার সাথে চার ঘণ্টার চার্টে চার-ঘন্টার চার্টে শত-মেয়াদী এসএমএ ব্যবহারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, এটি 1.3100 গোলাকার-সিদ্ধান্ত চিহ্নের পথের মধ্যে রয়েছে, যা পরিষ্কার হলে দেখা যেতে পারে বুলিশ গ্রাহকদের মূল কারণ হিসাবে।
অন্তর্বর্তীকালীন সময়ে, উল্লিখিত চার্টের প্রযুক্তিগত লক্ষণ এবং লক্ষণগুলি এবং চিহ্নগুলি ক্রোধ অর্জন করছে এবং তদুপরি প্রবাহের সাথে একইভাবে প্রশংসা করার সম্ভাবনাগুলিকে সহায়তা করে ভয়াবহ অঞ্চল থেকে অনেক দূরে সরে গেছে।

Rokibul7
2020-05-08, 10:27 PM
ভাই আমি এই সিপিআই সম্পকে কিছুই জানতাম না,শুধু দপখি সিপিআই নিউজ,কিন্তু এই নিউজ যে এই ব্যাপার নিদেশ করে বা মূদ্রার সাথে এটা এতটা সম্পকৃত যেটা জানতাম না। আশা করি এই নিৎজ সম্পকে আপনি আরও বিসতারিত জানাবেন,তাহলে আমাদের মত নতুনদের খুব সহজ হবে

Md.shohag
2020-11-30, 01:58 PM
আমি আগে ভোক্তা সুচক সম্পর্কে টোটালি জানতাম না । আপনার অালোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ভোক্তা মূল্য সুচক ট্রেডের উপর ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে । আচ্ছা আমার প্রশ্ন হল এই ভোক্তা মূ্ল্য সুচক কোন ধরনের এনালাইসিস এর মধ্য অন্তভুক্ত ? অাশা করি সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন ।