PDA

View Full Version : ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্নস



HELPINGHAND
2015-09-23, 12:02 PM
ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্নস
ট্রেন্ড লাইন কে সাধারণত Diagonal সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বলে।

ট্রেন্ড ৩ রকমঃ

আপট্রেন্ড (higher lows)
ডাউনট্রেন্ড (lower high)
সাইডওয়ে ট্রেন্ড (ranging)

আপট্রেন্ডে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। তাই আপনি বাই করতে পারবেন। ডাউনট্রেন্ডে মার্কেট নিম্নমুখী থাকে। তাই আপনি সেল করতে পারবেন। সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।

ট্রেন্ড লাইন আঁকার সময় যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে...............

অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।
যত খাড়াভাবে আপনি ট্রেন্ড লাইন আঁকবেন, ততই এইটি গুরুত্বহীন বা অকার্যকর হয়ে পরবে এবং তত শিগ্রই এর ভেঙ্গে পড়ার সম্ভাবনা বেশি।

smartroni1996
2015-09-23, 06:39 PM
ভাই ছবি সহ দিলে খুব ভার বুঝা যেত।
আরেকটা পোষ্ট করুন ছাবসহ

alamsat
2018-09-23, 12:59 PM
চার্ট প্যাটান এ একবার ট্রেড লাইন আঁকতে পারলে বেশ ভালভাবে ট্রেড করা যাই। কারন একটি মার্কেট কোনদিকে যাচ্ছে সেটি বুঝতে হলে ট্রেড লাইন অতি গুরুপ্তপূর্ণ একটি বিষয়। ট্রেড লাইনের মাধ্যমে আপনি আপট্রেড এবং ডাউনট্রেড সহজে বুঝতে পারবেন এবং বাই এবং সেল করতে পারবেন। তবে ট্রেড লাইন টি ভাল করে আঁকা শিখতে হবে। ট্রেড লাইন আঁকতে হলে আপনাকে দুইটি বা তার বেশি টপ এবং বটম ঠিক করতে হবে তারপর ট্রেড লাইন আঁকতে হবে।

md mehedi hasan
2018-12-07, 01:29 PM
6763 ট্রেন্ড তিনপ্রকার ১)আপট্রেন্ড ২)ডাউন্ড ট্রেন্ড ৩)সাইডওয়ে বা রেঞ্জবাউন্স ট্রেন্ড।
উপরের চিত্রে শুরুতেই আমারা দেখতে পাচ্ছি আপট্রেন্ড মার্কেট।রেসিসটেন স 72.78 ও সাপোর্ট 66.1 এর মধ্যে মার্কেট রেঞ্জবাউন্স ছিলো।এবং মার্কেট 66.01সাপোর্ট লেভেল ভেজ্ঞে ডাউন্ড ট্রেন্ড হয়েছে।