Log in

View Full Version : নতুন এআই পারসোনাল সুপারকম্পিউটার উন্মোচন এনভিডিয়ার



Rakib Hashan
2025-03-20, 04:21 PM
http://forex-bangla.com/customavatars/1462874295.jpg
এআই পারসোনাল সুপারকম্পিউটারের নতুন লাইনআপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। কোম্পানিটির নতুন চিপ প্লাটফর্ম গ্রেস ব্ল্যাকওয়েলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এসব কম্পিউটার। এনভিডিয়া আয়োজিত বার্ষিক প্রযুক্তি সম্মেলন জিটিসি ২০২৫-এ গত মঙ্গলবার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং দুটি নতুন কম্পিউটার মডেল উন্মোচন করেন। এগুলো হলো ডিজিএক্স স্পার্ক ও ডিজিএক্স স্টেশন। নতুন কম্পিউটারগুলো ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের এআই মডেল তৈরি, পরীক্ষা ও ব্যবহারের সুযোগ করে দেবে। খবর টেকক্রাঞ্চ