PDA

View Full Version : ইলিয়ট ওয়েভ সম্পর্কিত



shakawath
2015-09-24, 10:32 AM
শুনেছি ইলিয়ট ওয়েভ এনালাইসিস নাকি অনেক ভাল। কেউ কি এই এনালাইসিস ব্যবহার করে সাকসেস পেয়েছেন। আর এর বাই সেল স্ট্রেটিজি কারও জানা থাকলে এখানে শেয়ার করুন। অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।

Fxaziz
2015-10-16, 12:36 AM
আমি ফরেক্স মার্কেট এ নতুন আমি তেমন জানি না। এলিওট ওয়েব সম্পকে আমি তেমন জানি না ।তবে আমি শুনছি এটা নাকি অনেক ভালো । আপনারা কেও যদি এটা সম্পর্কে জাণেণ তাহলে আশা করি আমকে জানাবেন । আর আপনারা এটা দিয়ে এনালাইসিস করে সফলতা পান তাহলে আমক জানবেন । এর ফলে আপনার যেমন অভিজ্ঞতা হবে তেমনি আমার আপনার কাস থেকে কিছু শিখা হল। আমি আসা করি আপনাদের কাস থেকে একটি উপযুক্ত উত্তর পাব। ধন্যবাদ।

basaki
2016-03-26, 12:37 PM
হা আমিও মনে ককরি অনেকে অনেক ধরনের স্টেটেজি ব্যবহার করে সাক্সেস হয়েছে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি যদি সাকসেস হতে চান তবে আমার মত বেশি করে পড়া শুনা করে ফরেক্স মার্কেটে ট্রেড করে জান আর কম কম করে ট্রেড ওপেন করেন আর কম কম করে লাভ করেন।

md mehedi hasan
2016-11-01, 08:08 AM
ফরেক্স মার্কেটে ইলিয়ট প্যাটান একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন।আমি সবসময় ইলিয়েট প্যাটার্নের জন্য আপেক্ষাকরে থাকি।কারন এই প্যাটার্ণ ট্রেড করার ক্ষেত্রে অত্যান্ত উপযোগী।এই প্যাটানে প্রথমে বাই দিয়ে ট্রেড করা যায় এবং পরে সেল দিয়ে ট্রেড করতে হয়।ইলিয়েট প্যাটার্ন যে কোন টাইম ফ্রেমে উঠতে পারে তবে ১ ঘন্টা ৩০,১৫ ও ৫ মিনিটের টাইম ফেমে বেশি দেখা যায়।

Mamun13
2017-09-19, 08:43 AM
এলিয়ট ওয়েভ হলো ক্যান্ডেল স্টীকের উপর একধরনের প্যাটার্ণ যা শ্রদ্ধ্যেয় গণিত পন্ডিত এলিয়ট সাহেব তৈরি করেছিলেন৷এই থিওরিতে ফরেক্স মার্কেটের প্রাইস মাঝে মধ্যে মুভ করতে দেখা যায় কিন্তু প্রায়ই নয়৷থিওরি টা হচ্ছে-1/3/5/a/c এবং যা না আকঁলে কিছুই বুঝবেন না৷ঠিক যেন পিরামিডের মতই...এবং যে কোনোও টাইম ফ্রেমেই আপনি এই এলিয়ট ওয়েভটি দেখতে পারবেন৷৷(একেঁ বুঝাতে পারলাম না বলে দুঃখিত)

Nishpap Papi
2017-09-22, 05:24 PM
এই প্যাটার্ন টা এখনো স্পষ্ট হয়নি আমার কাছে

Montu Zaman
2020-03-02, 01:03 PM
শুনেছি ইলিয়ট ওয়েভ এনালাইসিস নাকি অনেক ভাল। কেউ কি এই এনালাইসিস ব্যবহার করে সাকসেস পেয়েছেন। আর এর বাই সেল স্ট্রেটিজি কারও জানা থাকলে এখানে শেয়ার করুন। অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
10219
ইলিয়ট ওয়েভ প্যাটার্ন মার্কেট এ খুব ভাল কাজ করে। এই ইলিয়ট ওয়েভ অনুযায়ি মার্কেট একটি সার্কেলে ক্রমাগত মুভ করে, যেটাকে হল ইনভেস্টরদের ইমোশন। এটা নির্দিষ্ট ওয়েতে হয়,*এটার রুল অনুসারে*1-2-3-4-5 এবং A-B-C পদ্ধতি হল*সাবওয়ে সিকোয়েন্স, আর এটি মার্কেট মুভ এর উপর নির্ভর করে। মোট ২১ ধরনের abc কারেকটিভ প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো ৩ টা সহজ ফরমেশন দিয়ে তৈরি। সেগুলো হলঃ যেমন: জিগজ্যাগ, ফ্ল্যাট, ট্রায়াঙ্গেল।

amreta
2020-03-02, 06:49 PM
শুনেছি ইলিয়ট ওয়েভ এনালাইসিস নাকি অনেক ভাল। কেউ কি এই এনালাইসিস ব্যবহার করে সাকসেস পেয়েছেন। আর এর বাই সেল স্ট্রেটিজি কারও জানা থাকলে এখানে শেয়ার করুন। অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।

প্রিয় সদস্য আগর আপন বাজার কো অচি তারাহ সে বিশ্লেষণ কর্ণ চাহতে হৈং আর ইসমেন লাভ ট্রেড অপকো আচ্ছা লাভ ডেট রাহেগা এপ এফআইআর হামেন সহায়তা দে সাকতে হো

Rokibul7
2020-03-03, 09:55 PM
ভাই আপনার লেখা গুলো খুব ভাল লাগে।আপনি অনেক কিছু জানেন।আপনার লেকা পোষ্ট ফোরামে প্রচুর আছে।আপনার মূল্যবান সময় টুকু ফোরামে পোষ্ট করেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

FREEDOM
2020-04-01, 08:41 PM
আমি বিভিন্ন সাইটে ট্রেডারদের দেখেছ ইলিয়ট ওয়েব ব্যাবহার করে ট্রেড করতে কিন্তু বিষয়টা আমি ক্লিয়ারলি এখনো বুজতে পারি নাই। এটা কি কোনো ইন্ডিকেটর নাকি ফরেক্স এক্সপার্টরা নিজে নিজে এনালাইসিস করে ড্র করে। আসলে আমি দেখেছি কিছু সুইং হাই আবার কিছু সুইং লো a,b,c আবার 1,2,3 এভাবে মার্কিং করে ট্রেডে এন্ট্রি নেয়। তবে আমি এখনো এই ব্যাপারে ভালো বুজতে পারছি না।