Tofazzal Mia
2025-04-28, 03:38 PM
থ্রেডস ডট নেট থেকে থ্রেডস ডট কমে (threads.com) স্থানান্তর হয়েছে মেটার সোশ্যাল প্লাটফর্ম ইনস্টাগ্রাম থ্রেডস। সাম্প্রতিক এ পরিবর্তনের সঙ্গে ওয়েব অ্যাপে বিভিন্ন সুবিধাও যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা। যেমন কাস্টম ফিড, সংরক্ষিত পোস্ট ও লাইকে সহজে প্রবেশ, নতুন কলাম তৈরি, পোস্ট পুনরায় শেয়ার করা এবং এক্স থেকে পছন্দের ক্রিয়েটরদের খুঁজে পাওয়া। ২০২৩ সালের জুলাইয়ে থ্রেডস প্রথম থ্রেডস ডট নেটে উন্মোচন হয়। ওই সময় থ্রেডস ডট কম ডোমেইনটি একটি স্টার্টআপের মালিকানাধীন ছিল। এটি গত বছর শপিফাইকে বিক্রি করা হয়। মেটা সেপ্টেম্বরে ডোমেইনটি কিনে নেয়।
http://forex-bangla.com/customavatars/696602085.jpg
http://forex-bangla.com/customavatars/696602085.jpg