PDA

View Full Version : instaforex- এর মেটাট্রেডার ৫ এ লগিন করতে সমস্যা।



smartroni1996
2015-09-24, 12:08 PM
instaforex- এর মেটাট্রেডার ৫ এ লগিন করতে গেলে দেভায় কানকশান লস্ট।এখন কি করব?

Momen
2015-10-18, 01:33 PM
হয়তো আপনার ইন্টারনেট কানেকশন এ কোণ সমস্যা থাকতে পারে। তাছাড়া আপনি ধরনের প্রব্লেম ফেস করছেন তা না দেখে এই ভাবে বলা যাচ্ছে না। স্ক্রীন শর্ট সহ আপ করেন দয়া করে।

mlbasumata
2015-10-23, 12:08 PM
মেটাট্রেডার ৪ ও ৫ প্রায় একই রকম, শুধুমাত্র ব্যবহারিক সুবিধা ছাড়া। কারণ মেটাট্রেডার ৫-এ একটু বেশি সুবিধা দেওয়া আছে। কাজেই লগিনে কোন অসুবিধা থাকার কথা নয়। আমার মনে হয় ইন্সটলেশনে একটু ত্রুটি হয়েছে, রি-ইন্সটল করলেই হয়তো ঠিক হয়ে যাবে।

hasan019
2015-10-26, 09:01 PM
ইন্টারনেট কানেকশন আগে চেক করেন। রি-ইন্সটল করতে পারেন আর কানেকশন স্লো হলে প্রবলেম হতে পারে। আর না হলে মেটাট্রেডার ৪ ইউজ করেন।

HasanXM
2015-11-16, 12:52 PM
আমার ঠিক একই সম্স্যাতে ভুগছি ইন্টারনেট কানেকশন ও রি-ইন্সটল করে কোন কাজ হয় না ফলে আমি এখন মেটাট্রেডার ৪ ইউজ করি যদি কেও ভাল পরামর্শ থাকে বলবেন.

iqbalearth
2015-11-21, 12:30 AM
ইন্টারনেট কানেকশন আগে চেক করেন। রি-ইন্সটল করতে পারেন আর কানেকশন স্লো হলে প্রবলেম হতে পারে। আর না হলে মেটাট্রেডার ৪ ইউজ করেন।

iqbalearth
2015-11-23, 10:30 AM
মেটাট্রেডার ৪ ও ৫ প্রায় একই রকম, শুধুমাত্র ব্যবহারিক সুবিধা ছাড়া। কারণ মেটাট্রেডার ৫-এ একটু বেশি সুবিধা দেওয়া আছে। কাজেই লগিনে কোন অসুবিধা থাকার কথা নয়। আমার মনে হয় ইন্সটলেশনে একটু ত্রুটি হয়েছে, রি-ইন্সটল করলেই হয়তো ঠিক হয়ে যাবে।

HKProduction
2015-12-15, 11:56 AM
আপনি আপনার মডেম এর স্পিড বাড়িয়ে দেখতে পারেন। তাছাড়া রি-স্টার্ট দিয়ে অনেক সময় অনেক সময় অনেক সমস্যা সমাধান করা যায়। একান্তই যদি না হয় তা হলে মেটা চারেই পড়ে থাকুন। আমরা অনেকেই মেটা চারে ট্রেড করে থাকি। আমরা কিন্তু তেমন কোন সমস্যা মোকাবিলা করছি না।

yasir arafat
2016-04-02, 05:10 PM
instaforex- এর মেটাট্রেডার ৫ এ লগিন করতে সমস্যা।

এটা আপনার নেট কানেকশন বা ইনফরমেশন ভুল দেওয়া কারণে হতে পারে।আপনি এক কাজ করতে পারেন,এটাকে আন ইন্সটল করে আবার লগইন করুন।এবার ঠিক ঠাক লগিন হবেই।