Log in

View Full Version : জিটিএ সিক্সের দ্বিতীয় ট্রেলার: একদিনে প্রায় ৫০ কোটি ভিউ



SUROZ Islam
2025-05-09, 12:53 PM
http://forex-bangla.com/customavatars/1664862403.jpg
গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্সের নতুন ট্রেলার প্রকাশ করেছে রকস্টার গেমস। এতে দেখা গেছে, ভাইস সিটির আদলে তৈরি জিটিএ সিক্সের ওপেন ওয়ার্ল্ড। হলিউড রিপোর্টারের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সব প্লাটফর্ম মিলিয়ে ৪৭ কোটি ৫০ লাখের বেশি দেখা হয়েছে দ্বিতীয় ট্রেলারটি। গেম প্রকাশক রকস্টার গেমসের দাবি, এটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় ভিডিও উন্মোচন। কারণ ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর: দ্য ফার্স্ট স্টেপস’ ট্রেলার প্রকাশের একদিনে ভিউ পেয়েছিল যথাক্রমে ৩৬ কোটি ৫০ লাখ ও ২০ কোটি।