PDA

View Full Version : ফরেক্স মার্কেটে কোন পেয়ারের কি রকম স্পিড?



Biplob
2015-09-24, 05:12 PM
আমি একজন নতুন ট্রেডার,আমি জানতে চাই কোন পেয়ারের কি রকম স্পিড?

Momen
2015-09-24, 07:49 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার রয়েছে, তার মধ্যে আমি eur/usd তেই বেশি ট্রেড ওপেন করে থাকি। কারণ এই পেয়ারে মুটামোটি কম ব্যালেন্স নিয়েও বড় লটে ট্রেড করা যায়।

pips
2015-09-27, 01:39 PM
আমি ফরেক্স এ নতুন তাই আমি ও ভাল মত জানি না যে আসলে ফরেক্স মার্কেট এ কোন পেয়ারের কেমন স্পিড। তাই ফরেক্স এ যারা অভিজ্ঞ ট্রেডার আছেন তারা যদি এই বিষয় টা সমর্পক একটু ক্লিয়ার করতেন তাইলে আমরা যারা ফরেক্স এ নতুন তারা অনেক উপকৃত হতাম। আমি ফরেক্স এর একজন দক্ষ ট্রেডার হতে চায় তার জন্য আমাকে আরো কি কি জানতে হবে।

AbuRaihan
2015-10-10, 12:46 AM
দুঃখিত আপনি কি ধরনের স্পিডের কথা বলছেন তা কি জানতে পারি ? হয়তবা কোন পেয়ার খুব দ্রুত উঠানামা করে তা কি জানতে চেয়েছেন ? আসলে আপনি প্রশ্নটা করেছেন খুব সংক্ষেপে এবং বিষয়টা অস্পষ্ট । ফোরামে যে কোন ধরনের পোস্ট দেওয়ার সময় আপনার প্রশ্নগুলো একটু বিস্তারিত আকারে দিবেন এতে করে আমাদের সবার বুঝতে এবং বুঝাতে সুবিধা হয় । তাছাড়া আপনি একটা *গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাস করলে তা হতে অনেক নতুন ট্রেডাররা শিখতে পারবে ।

MotinFX
2016-02-08, 05:52 PM
ফরেক্স মার্কেটে কয়েক রকমের কারেন্সি রয়েছে আমি মেজর কারেন্সি গুরোতে ট্রেড করি। eurusd, gbpusd usdjpy এগুলো মেজর কারেন্সি। এই সকল কারেন্সি গুলোতে ইনস্টা ফরেক্স ব্রোকারে এক রকম স্পীড কাটে। আরও অনেক রকমের কারেন্সি রয়েছে যা বিভিন্ন বাবে স্পীড কাটে। আমাদের কে ট্রেড করার আগে স্পীড দেখে ট্রেড করতে হবে।

Marufa
2016-02-08, 06:17 PM
ফরেক্স মার্কেট এ যেসব পেয়ার মেজর পেয়ার তাদের ভলাটিলিটি বেশি থাকে । আবার যেসব পেয়ার ক্রস কারেন্সি তাদের ভলাটিলিটি মেজর পেয়ার এর তুলনায় একটু কম থাকে । তাই আপনি যদি একটি নিদির্ষ্ট সময়ে বেশি প্রফিট চান তাহলে মেজর পেয়ারগুলোতে ট্রেড করতে পারেন । বাংলাদেশ সময় রাত এ বেশি মার্কেট মুভমেন্ট করে । এ সময় বেশি প্রফিট করা সম্ভব হয় বলে আমি মনে করি ।

yasir arafat
2016-04-01, 12:36 PM
ফরেক্স মার্কেটে পেয়ারের স্পিড বলে কোন কথা নেই।এটা নির্ভর করে আপনার কারন্সি পেয়ারের স্প্রেডের উপর বা বেসিক কিছু কারেন্সি পেয়ারের উপর।যেমন gpb/usd ।এ কারেন্সি পেয়ারটিতে আপনি স্পিড বাদে দেখবে খুব দ্রুত পিপসের পরিবর্তন দেখতে পাবেন।একইভাবে usd/cad এ একই ।

sharifulbaf
2016-05-20, 03:09 PM
ফরেক্স মার্কেটে ব্রোকার ভেদে স্প্রেড কম বা বেশি হয়ে থাকে তার পরেও বলতে হয় কম স্প্রেড গুলি হল ইউরো /উএসডি,জিবিপি/উএসডি,এইউডি/উএসডি,/জেপিওয়াই।ফরেক্স মার্কেটে আরো অনেক কারেন্সি আছে যাদের স্প্রেড অনেক বেশি তাই ট্রেড করার জন্য ভাল হল কম স্প্রেড কারেন্সিতে ট্রেড করা

Sahed
2016-07-25, 04:24 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন রকম । সাধারনত মার্কেটে অধিকাংশ পেয়ারেই স্পেড তিন পিপন হয়ে থাকে । তবে জিবিপি জেপিওয়াই এই পেয়ারে স্পেড একটু বেশি । কারন মার্কেটে এই পেয়ারটির মুভমেন্ট খুবই বেশি । মার্কেটে এই পেয়ার তেকে ভালই লাভ করা যায় ।

fatema begum
2016-07-31, 08:37 PM
আপনি স্পিড বুঝাচ্ছেন নাকি স্প্রেড বুঝাচ্ছেন তা জানিনা।তবে স্পিডের ক্ষেত্রে জিবিপি বেশি নাড়াছড়া করে এবং স্প্রেড বেশি থাকে।আর ইউরোতে জিবিপির তুলনায় অনেক কম থাকে।আপনি ব্রোকারের টার্মিনালে গেলে বিস্তারিত দেখতে পাবেন।

dwipFX
2016-08-03, 03:31 PM
ফরেক্স মার্কেটে ইনস্টা ফরেক্স ব্রোকারে মেজর সব পেয়ার গুলোতে নির্দিষ্ট হারে কমিশন কাটে তাই আমাদের কে এই ব্রোকার ভাল কারন কিছু ব্রোকার আছে দেখায় এক রকম কাটে আরেক রকম তাই আমাদের কে নির্দিস্ট স্প্রীড কাটে এই রকম ব্রোকারে ট্রেড করতে হবে।

SHOYEB
2016-08-08, 12:00 PM
স্প্রেড ব্রোকার ভেদে বিভিন্ন রকম হতে পারে কোনটা তিন পিপস আবার কোনটা দুই পিপস আমার ব্যক্তিগত পছন্দের পেয়ার জিবিপি/ইউ এস ডি।

SHOYEB
2016-08-08, 04:21 PM
স্পীড না স্প্রেড প্রশ্নটা পরিস্কার না তারপর ও স্পীড বা মুভমেন্ট বুঝাতে গেলে আমি বলব gbp পেয়ারটার মুভমেন্ট তুলনামূলকভাবে অনেক বেশী । স্প্রেড বলতে ফরেক্স মার্কেটে যা বুঝানো হয় ব্রোকারেরা যেই পারচেনটেইজ নেই সেটাকেই স্প্রেড বুঝানো হয়েছে এখানে কোন ব্রোকারেরা তিন পিপস নেই আর কোন ব্রোকারেরা দুই পিপস।

md mehedi hasan
2016-11-30, 03:08 PM
ফরেক্স মার্কেটে কোন কোন পিয়ারের ভলালিটি ভালো থাকে।আমি মনে করি ফরেক্স মার্কেটে ইউরোই উএসডি পিয়ারের ভলালিটি ভালো থাকে।কারন এই পিয়ারে প্রতিদিন নিম্ন ৬০ থেকে ৭০ পিপস উঠানামা করে।এছাড়াও জিবিপি ইউএসডি পিয়ারের ও ভলালিটি ভালো থাকে।

Mamun13
2017-11-15, 09:37 PM
ফরেক্স মার্কেটে সর্বাধিক স্পীডি কারেন্সী পেয়ার হলো usd/jpy৷এর পরেই আছে gbp/usd,এছাড়াও eur/jpy ও gbp/jpy এর স্পীড বা ভলাটিলিটী তুলনা মূলক বেশি হয়ে থাকে৷এসব কারেন্সী পেয়ার প্রায় দিনই ১০০ পিপস থেকে ১৫০ পিপসও মুভ করে থাকে৷

FREEDOM
2020-04-23, 07:22 PM
আমি একজন নতুন ট্রেডার,আমি জানতে চাই কোন পেয়ারের কি রকম স্পিড?

ফরেক্স মার্কেটে মুলত দু ধরনের পেয়ার রয়েছে যার একটি হলো ক্রস কারেন্সী পেয়ার ও মেজর কারেন্সী পেয়ার। মেজর পেয়ারগুলোর স্প্রেড একটু কম হয়ে থাকে ইন্সটাফরেক্স ব্রোকারে স্প্রেড কাটে সাধারনত ৩ পিপস আর ক্রস পেয়ারের ক্ষেত্রে ৭ থেকে ১২ পিপসের মত কাটে বলেই আমি জানি। আর গোল্ড, ওয়েল এগুলোর স্প্রেড সাধারনত একটু ভিন্ন।

Dibakar Biswas
2020-04-23, 10:04 PM
আপনি যদি কোনো পেয়ারের দৈনিক মুভমেন্ট জানতে চান তাহলে নিচের চার্ট দেখতে পারেন।

নিচে টেবিল দেওয়া হলো নিউইয়র্ক সেশনের গড় মুভমেন্টের

পেয়ার নিউ ইয়র্ক
eur/usd 80
gbp/usd 140
usd/jpy 130
aud/usd 68
nzd/usd 62
usd/cad 90
usd/chf 56
eur/jpy 80
gbp/jpy 120
aud/jpy 80
eur/gbp 60
eur/chf 50

তবে সময় অনুসারে এর তারতম্য হতে পারে। যেমন বর্তমানে মার্কেটের মুভমেন্ট অন্য সময়ের তুলনায় বেশি।

Rokibul7
2020-04-25, 02:09 PM
ফরেক্স মার্কেটে যেসব মুদ্রার বেশি ওঠানামা করে এগুলোর মধ্যে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি ইউরে জিবিপি মেজর পেয়ার গুলো ওঠানামা বেশি করে এ মার্কেট গুলো দেখা যায় যে ঘুরেফিরে একই জায়গায় বারবার আসে

Rokibul7
2020-04-25, 02:10 PM
নতুন অবস্থায় আমি বলব যে নিজের পেয়ারগুলো নিতেই শুধু চ্যাট করা উচিত কারণে ওঠা-নামা করে বেশি এবং নির্দিষ্ট কিছু সময় পর নির্দিষ্ট স্থানে বেশিরভাগ সময় ফিরে আসে এসব পেয়ারে ট্রেড করে লসে পড়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে তাই আমি সাজেস্ট করব যে মেজর পেয়ার গুলো নেই নতুন অবস্থায় ট্রেড ওপেন করা উচিত তবে মানি ম্যানেজমেন্ট ব্যবহার করবেন

SR12
2020-04-25, 02:12 PM
আমি একজন নতুন ট্রেডার,আমি জানতে চাই কোন পেয়ারের কি রকম স্পিড?

ফরেক্স মার্কেটে দুই ধরনের পেয়ার রয়েছে মেজর কারেন্সী পেয়ার ও ক্রস কারেন্সী পেয়ার। ব্রোকার ভেদে স্প্রেড বিভিন্ন রকম হতে পারে তবে আমি যেহেতু ইন্সটাফরেক্সে অনেকদিন ধরে কাজ করেছি তাই এর সম্পর্কে ধারনা আছে এখানে মেজর পেয়ারের স্প্রেড তিন পিপস ফিক্সড এবং ক্রস কারেন্সী পেয়ারের স্প্রেড ৭ পিপস আবার ১২ পিপসও রয়েছে।