PDA

View Full Version : ফরেক্সে কি নিউজ ট্রেড করা যায়?



Biplob
2015-09-24, 05:25 PM
আমি একজন নতুন ট্রেডার,আমি জানতে চাই ফরেক্সে নিউজ ট্রেড করা যায় কি না?

Momen
2015-09-24, 07:46 PM
হ্যা, তবে সব ব্রোকার নিউজ ট্রেড এলাও করে থাকে না। দেখা যায় যে নিউজ ট্রেড করলে তারা আপনার একাউন্ট ডিজেবল করে দিতে পারে।

pips
2015-09-27, 02:05 PM
হ্যা আপনি চাইলে ফরেক্স এ নিউজ ট্রেড করতে পারেন। ফরেক্স এ সফলতা লাভ এর মূল চাবিকাঠি হল আপনি কিভাবে ট্রেড করছেন সেইটা। ফরেক্স এ সফলতা অজন এর জন্য আপনাকে এনালাইসিস করে ট্রেড অপেন করতে হবে। যদি আপনি একজন ভাল ট্রেডার হতে চান তাইলে আমি বলব যে লোভ আপনার জন্য না। আপনাকে অবশ্যই লোভ ত্যাগ করতে হবে।

AbuRaihan
2015-10-07, 10:48 PM
ফরেক্স নিউজ ট্রেড সাধারণত সবাই করে থাকে এবং এটা সম্ভব । যখনই নিউজ প্রকাশিত হয় তখন কারেন্সির অবস্থা দেখেই সবাই ট্রেড করে । তবে সব ব্রোকার নিউজ ট্রেড এলাও করে না । এবং তারা অনেক সময় অাপনার একাউন্ট ডিজেবল করে দিতে পারে ( কিন্ত তা সবসময় হয় না ) । কিন্ত ফরেক্স মার্কেটে এর উপর কম নির্ভরশীল হওয়াই ভালো । কারণ আপনি যদি ভালো একজন এনালাইসার হতে পারেন এবং নিজের একটা স্ট্রাটেজি গড়ে তুলতে পারেন তবে আপনি বুঝতে পারবেন কোন মুদ্রা জোড়ের কি অবস্থা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন ।

Md. Ridoy parvej
2015-10-08, 01:52 PM
আসলে আমি সঠিক ভাবে জানিনা ফরেক্সে নিউজ ট্রেড করা যায় কি । আমি ফরেক্সে নতুন কাজ করি । তাই যদি কেউ এটা জানেন তবে আমর একটু বলবেন কি ?

dinner
2015-12-12, 12:29 AM
হ্যা । কারন ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।

sayem11
2015-12-15, 03:12 PM
প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে । সেই নিউজ ট্রেড করতে হলে অবশ্যই ফরেক্সে অভিজ্ঞ হতে হয়, কারন অভিজ্ঞ ট্রেডাররাই কোন নিউজ মার্কেটে কি ধরনের ইমপ্যাক্ট ফেলে তা বুজতে পারেন । নতুন কোন ট্রেডার ফরেক্স ট্রেড শুরু করেই নিউজ ট্রেড করা সম্পূর্ণ রিস্কি ও বোকামিও বটে ।

HKProduction
2015-12-17, 07:33 PM
ফান্ডামেন্টাল এনালাইসিসকে আমি তেমন পছন্দ করি না বিধায় এ ব্যাপারে আমি কাউকে তেমন উৎসাহিত করি না। আমি যতটুকু জানি একজন ফরেক্স ট্রেডার শুধু মাত্র তার টেকনিক্যাল এনালাইসিস দিয়েই মার্কেটকে ভালভাবে বুঝতে পারবেন। নিউজ অনেক সময় আমাদেরকে হতাশ করতে পারে।

basaki
2015-12-18, 04:47 PM
আসলে ফরেক্স মার্কেটের ট্রেড করতে গেলে অনেক কিছুই দেখেশুনে ট্রেড করতে পারলে ভাল। ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত ভিবিন্ন কম্পানির উপর নিউজ আসে যা দেখে অনেক ট্রেডার ট্রেড করে থাকে। আপনি যদি মনে করেন নিউজ দেখে ট্রেড করলে আপনার সুবিধা হয় তাহলে করতে পারেন।

RUBEL MIAH
2016-04-01, 07:12 PM
অবশ্যই ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করা সম্ভব । যে ব্যক্তি এই নিউজ ট্রেড করবে তাকে অবশ্যই দক্ষতাবান হতে হবে । সুতরাং আমরা সব সময় নিউজ ট্রেড করার সময় ধৈর্য্য ধারণ করে তারপর করব তাহলেই সফলকাম হতে পারব ।

yasir arafat
2016-04-06, 11:38 PM
হ্যা ভাই অবশ্যই নিউজ ট্রেড করতে পারবেন।ফরেক্সে ফান্ডামেন্টাল বলে একটা অ্যানালাইসিস আছে,এটাই হচ্ছে নিউজ ট্রেডিং।আপনি প্রতিদিনের নিউজগুলো দেখে ট্রেড করতে পারেন।ফরেক্স মার্কেটে নিউজের গুরুত্বতা অনেক বেশি।কারণ নিউজের কারণ মার্কেট অনেকটা ভোলাটাই হয়ে পড়ে।

sharifulbaf
2016-05-19, 10:56 PM
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড বলতে আমরা বুঝে থাকি ফরেক্স মার্কেটে নিউজ প্রকাশ করার পরে মার্কেটের যে মুভমেন্ট হয়ে তথাকে,এই মুভমেন্টের সাথে যদি আমরা ট্রেড করতে পারি তাহলে ভাল প্রফিট করতে পারি,তার জন্য আমাদের স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে যাতে বেশি লস না হয়।

Sahed
2016-07-25, 04:50 PM
ফরেক্স মার্কেটে নিউজ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে । নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে আগে নিউজটি ভালভাবে বুঝতে হবে । নিউজের ইফেক্ট কি আসবে তা জানা দরকার । তাছাড়া ফরেকাস্ট এবং একচুয়াল কি সে বিষয়ে ধারনা থাকতে হবে । তবে আমার মতে নিউজের সময় মার্কেটে ট্রেড না করাই ভাল কারন তখন মার্কেট খুব বেশি উটা নামা করে । আপনি চাইলে মার্কেটে নিউজ ট্রেডিং করতেও পারেন ।

nisho5533
2016-08-19, 10:08 PM
হা অবশ্যই ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করা যাই আপনি দেকবেন ফরেক্স এর নিউজ এর মাধমে অধিক অংশ সময় মাকেট ভালো থাকে | আমি ফরেক্স নিউজ থেকে ট্রেড করি এবং অনেক লাভ করেছি অভিগতাও হয়াছে|

milonkhanfx1993
2016-09-28, 01:32 PM
আপনি চাইলেই বেশির ভাগ ব্রোকার এই নিউজ ট্রেড করতে পারেন তবে আপনি যদি বেগিনার হইয়ে থাকেন তবে অবশ্যি আগে ডেমো তে নিউজ অনেক অনেক প্র্যাক্টিস করবেন কারন নিউজ ট্রেড মানে ভলাটাইল মারকেট এ আপনার টেকনিক আর চলার অভভাস।পিচ্ছিল পথে দৌড়ানোর মত অনেকটা।

MoinFX
2016-10-06, 11:25 AM
ফরেক্স মার্কেটে সবাই কম বেশি নিউজ ট্রেড করে থাকি তবে সে ক্ষেত্রে আমাদের কে বুজে করতে হবে কারন নিউজ ট্রেড সবচেয়ে জুকিপুর্ন কারন নিউজ ট্রেড করে কেই ফরেক্স মার্কেটে ভাল কিছু করছে আমার জানা নেই তবে যারা লং টাইমে ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে পারে।

Hassan Raja
2016-10-06, 11:14 PM
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে কম বেশি মার্কেটের নিউজ জানতে হবে । ক্যারেন্সি মার্কেট এ নিউজ এর প্রভাব অনেক খানি আপনাকে নিউজ এ্যানালাইসিস করে ট্রেডের সিধান্ত নিতে হবে । আর এ জন্য নিউজ কে ভালবাভে এ্যানালাইসিস করা জানতে হবে তবেই আপনি দক্ষতা অর্জন কতে পারবেন।

Rahat015
2016-10-15, 11:18 PM
হ্যা। ফরেক্স এ নিউজ ট্রেড করা যায়। তবে সেটা করতে হবে নিউজ প্রকাশ হওইয়ার ৩০ মিনিট পর। কারন নিউজ প্রকাশ হওইয়ার পর পর আপনি ট্রেড করলে তা বুজা যায় না যে মার্কেট কোন দিকে যাবে। কিন্তু ৩০ মিনিট পর মার্কেট একটা স্থিতিশীল অবস্থায় আসে যখনে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে পরবর্তি মার্কেট কোন দিকে যেতে পারে।

mithunsarkar
2016-10-20, 12:35 PM
ফরেক্সের নিউজ বুঝতে হলে আগে ফরেক্স ভালো ভাবে জানা দরকার। তারপরেও আপনি নিউজ সম্পর্কে বুঝতে চাইলে forexfactory.com থেকে নিউজ দেখতে পারেন। নিউজ বুঝার জন্য ফরেক্স ভালো করে বুঝা দরকার বেশি কারন ফরেক্স না জানলে নিউজ কোন কাজে আসবে না।

Sahed Srabon
2016-10-26, 04:28 AM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মার্কেটে নিউজ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে । নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে আগে নিউজটি ভালভাবে বুঝতে হবে ।নিইজের ইফেক্ট কি আসবে তা জানা দরকার । তাছাড়া ফরেকাস্ট এবং একচুয়াল কি সে বিষয়ে ধারনা থাকতে হবে । তবে আমার মতে নিউজের সময় মার্কেটে ট্রেড না করাই ভাল কারন তখন মার্কেট খুব বেশি উটা নামা করে ।

Mamun13
2017-10-22, 12:34 PM
অবশ্যই ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করা যায়৷forexfactory.com,investing.com...ইত্যাদি অনেক গুলো নিউজ সাইট আছে,যেখানে আমরা এই নিউজগুলো দেখে বুঝে এনালাইসিস করে ট্রেড করি৷তবে নতুন অদক্ষ ট্রেডারদের জন্য নিউজ ট্রেড না করাই উত্তম হবে৷নিউজ ট্রেড করে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণ প্রচুর প্রফিট করে থাকেন আর নতুন ট্রেডারগণ এই নিউজ আওয়ারে উল্টা পাল্টা ট্রেড করে তাদের ব্যালেন্সগুলো শুন্য করে দেন ৷