PDA

View Full Version : বাংলাদেশে চালু হলো গুগল পে



SUROZ Islam
2025-06-24, 05:24 PM
http://forex-bangla.com/customavatars/438813955.jpg
নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনে বাংলাদেশে চালু হয়েছে গুগল পে। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা যৌথভাবে বাংলাদেশে এই সেবা চালু করল। আজ মঙ্গলবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গুগল পে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রাথমিকভাবে কেবলমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা গুগল পে পেমেন্ট ব্যবহার করার জন্য গুগল ওয়ালেটে তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড যুক্ত করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য ব্যাংকের কার্ডও এই সেবার আওতায় আসবে। গুগল পে ব্যবহার করে দেশে বা বিদেশে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ট্যাপ করেই দ্রুত ও নিরাপদ লেনদেন করা যাবে। এর জন্য লাগবে কেবল একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, গুগল পে অ্যাপ এবং বর্তমানে কেবল সিটি ব্যাংক কার্ড। লেনদেন সহজ করার জন্য গুগল ব্যবহারকারীদের কাছ থেকে কোনো চার্জ নেবে না।