Log in

View Full Version : গুগলের ভিডিও তৈরির টুল ভিও থ্রি এখন জেমিনিতেও ব্যবহার করা যাবে,



SUROZ Islam
2025-07-07, 07:26 PM
http://forex-bangla.com/customavatars/1941787320.jpg
গত মে মাসে গুগলের বার্ষিক আই/ও সম্মেলনে ‘ভিও থ্রি’ উন্মোচনের পর থেকেই ভিডিও জেনারেটর টুলটি নিয়ে প্রযুক্তি বিশ্বে আগ্রহ বাড়তে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বার্তা থেকে সরাসরি ভিডিও তৈরি করতে সক্ষম ভিডিও জেনারেটর টুলটিতে সংলাপ ও শব্দও যুক্ত করা যায়, যা কৃত্রিম ভিডিও তৈরির প্রযুক্তিতে নতুন মাত্রা যুক্ত করেছে। এবার নিজেদের এআই চ্যাটবট জেমিনিতে ভিও থ্রি যুক্ত করেছে গুগল। এর ফলে জেমিনি চ্যাটবট ব্যবহারকারীরা বাড়তি ঝামেলা ছাড়াই দ্রুত ভিও থ্রি ব্যবহার করতে পারবেন।


প্রাথমিকভাবে ভিও থ্রি শুধু গুগলের ‘এআই আলট্রা’ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল। এরপর মে মাসের শেষ দিকে কিছু নির্বাচিত দেশে বসবাসকারী ‘গুগল এআই প্রো’ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এখন থেকে বিভিন্ন দেশের জেমিনি ব্যবহারকারীরা সরাসরি ভিও থ্রি ব্যবহার করতে পারবেন।



জেমিনিতে যুক্ত হলেও ভিও থ্রি টুলটির মাধ্যমে ইচ্ছেমতো ভিডিও তৈরি করা যাবে না বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, জেমিনিতে যুক্ত হওয়া ভিও থ্রি টুলটির মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ তিনটি ভিডিও তৈরি করা যাবে। প্রতিটি ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের বিষয়ভিত্তিক বিস্তারিত ও সুনির্দিষ্ট প্রম্পট লিখতে হবে। এআই আলট্রা প্ল্যানের গ্রাহকদের জন্য দৈনিক ভিডিও তৈরির সীমা তুলনামূলক বেশি হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গুগল।