PDA

View Full Version : সৌদির শীর্ষ ১০ কোম্পানির বাজারমূল্য ছাড়িয়েছে ২ ট্রিলিয়ন ডলার



Montu Zaman
2025-07-09, 04:21 PM
http://forex-bangla.com/customavatars/201903547.jpg
সৌদি আরবে তালিকাভুক্ত শীর্ষ ১০টি কোম্পানির সম্মিলিত বাজারমূল্য ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বা ২ লাখ ১০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। গত বছরের ২৫ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে ফোর্বস মিডল ইস্ট। খবর আরব নিউজ।

প্রতিবেদন অনুসারে, এ প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে গত বছর ১৩ হাজার ৩৯০ কোটি ডলার নিট মুনাফা করেছে। এ তালিকায় জ্বালানি, ব্যাংক, টেলিকম, শিল্প ও পরিষেবা খাতের কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।

এ মাইলফলক অর্জন হয়েছে এমন এক সময়ে, যখন সৌদি স্টক এক্সচেঞ্জ বা তাদাউলকে ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শেয়ারবাজার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সেখানে এক বছরে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৫৫, যা বাজারে তারল্য বাড়িয়েছে ৪০ শতাংশ।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি শেয়ারবাজারে আধিপত্য বিস্তার করেছে ব্যাংক খাত। শীর্ষ দশের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই এ খাতের। যাদের সম্মিলিত সম্পদের আকার ৮৫ হাজার ৪৭০ কোটি ডলার।

তবে শীর্ষে রয়েছে জ্বালানি জায়ান্ট সৌদি আরামকো, যার বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার কোটি ডলার। কোম্পানিটি ২০২৪ সালে আয় করেছে ৪৮ হাজার ৪০ কোটি ডলার এবং নিট মুনাফা ১০ হাজার ৬২০ কোটি ডলার।

ব্যাংক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোয় ২০২৪ সালে মুনাফা বেড়েছে ডাবল ডিজিটে। এর মধ্যে সৌদি ন্যাশনাল ব্যাংক দেশটির এ খাতে বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে; যার সম্পদের পরিমাণ ২৯ হাজার ৪৪০ কোটি ডলার এবং নিট মুনাফা করেছে ৫৬০ কোটি ডলার। তাছাড়া তাইওয়ানে ৫০ কোটি ডলারের বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি বৈশ্বিক উপস্থিতি বাড়িয়েছে।

২৫ হাজার ৯৮০ কোটি ডলারের সম্পদ নিয়ে এর পরের অবস্থান আল রাজি ব্যাংকের, ২০২৪ সালে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৩০ কোটি ডলার। পুঁজিবাজারের শীর্ষ ১০ তালিকায় থাকা এর পরের তিন ব্যাংক হলো রিয়াদ ব্যাংক, সৌদি আওয়াল ব্যাংক ও আলিনমা ব্যাংক।

ফোর্বসের শীর্ষ তালিকায় থাকা বাকি চার কোম্পানি হলো টেলিকম খাতের এসটিসি গ্রুপ, বৈশ্বিক কেমিক্যাল জায়ান্ট সাবিক, মধ্যপ্রাচ্যের শীর্ষ খনি শিল্প প্রতিষ্ঠান মাডেন এবং বিদ্যুৎ খাতের সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি।