Log in

View Full Version : স্পেসএক্সের সঙ্গে রকেট প্রকল্প স্থগিত করল মার্কিন বিমানবাহিনী



Montu Zaman
2025-07-09, 04:24 PM
http://forex-bangla.com/customavatars/839626188.png
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করার পর থেকেই তাঁর সঙ্গে ইলন মাস্কের সম্পর্কে টানাপোড়েন চলছে। একে অপরের সমালোচনা করায় তাঁদের মধ্যে একসময়কার ঘনিষ্ঠ সম্পর্ক এখন আর নেই বললেই চলে। আর তাই গত জুনে ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন বিমানবাহিনী স্পেসএক্সের সঙ্গে প্রস্তাবিত হাইপারসনিক রকেট কার্গো ডেলিভারি প্রকল্প স্থগিত করার ঘোষণা দিয়েছে।
মার্কিন বিমানবাহিনীর তথ্যমতে, বিজ্ঞানী ও বন্য প্রাণী অধিকারকর্মীদের উত্থাপিত পরিবেশগত উদ্বেগের কারণে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে অংশীদারত্ব স্থগিত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রশান্ত মহাসাগরের দূরবর্তী দ্বীপ অ্যাটলে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করতে সক্ষম রকেট ও যানবাহনের কার্যকারিতা পরীক্ষা করার পরিকল্পনা ছিল। প্রশান্ত মহাসাগরের দ্বীপটি ১৪ প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক পাখির আবাসস্থল। আর তাই প্রকল্প বাস্তবায়ন হলে সেই এলাকার পাখির জনসংখ্যা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে প্রতিবাদও জানিয়েছেন জীববিজ্ঞানী ও সংরক্ষণবাদীরা।