Log in

View Full Version : মুনাফা করেও শেয়ারধারীদের লভ্যাংশ দিতে পারেনি ১২ ব্যাং



SaifulRahman
2025-07-11, 07:14 PM
http://forex-bangla.com/customavatars/530372186.jpg
২০২৪ সালে পুঁজিবাজারে শেয়ারধারীদের লভ্যাংশ দিতে পারেনি ১৯ ব্যাংক। এগুলোর মধ্যে সাতটি ব্যাংক লোকসানের মুখে পড়ে। অপরদিকে, বাকি ১২ ব্যাংক মুনাফা দেখালেও অপর্যাপ্ত মূলধন ও খেলাপি ঋণের প্রভিশনিং ঘাটতি থাকায় লভ্যাংশ দিতে পারেনি। এসব আর্থিক প্রতিষ্ঠান লভ্যাংশ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। তবে ব্যাংক কোম্পানি আইনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। আর্থিকভাবে অসচ্ছল ব্যাংকগুলোকে লভ্যাংশ ঘোষণা করা থেকে বিরত রাখা হয়।