PDA

View Full Version : ইগুডু ফরেক্স স্টাটেজি



HELPINGHAND
2015-09-27, 12:26 PM
ইগুডু নামক একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার এই স্টাটেজিটি উদ্ভাবন করেছেন বলে এর নাম করন করা হয়েছে ইগুডু টেডিং স্ট্রাটেজি। এটা খুবই সিম্পল কিন্তু খুবই কার্যকরী একটা ট্রেডিং স্ট্রাটেজি। মূলত এডিএক্স ও দুটি ইএমএ ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করার একটি সিম্পল পদ্ধতি হচ্ছে ইগুডু ট্রেডিং স্ট্রাটেজি। এ দুটি ইন্ডিকেটর যখন পাশাপাশি ব্যবহার করা হয় তখন বেশ ভাল ফল দেয়! এই সিস্টেমটিকে বলা যায় সিম্পল ওয়েতে প্রফিট করার জন্য এক দারুন আবিস্কার। অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড করা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট থেকেই এই সিস্টেম উঠে এসেছে।

Momen
2015-10-17, 08:36 PM
আমি ফরেক্স এ নতুন, এই স্ট্রেটেজি টা আমার অনেক উপকারে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই স্ট্রেটেজিটা শেয়ার করার জন্যে।

basaki
2016-03-15, 09:15 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক স্টেজেটি দেখেছি অনেকে ব্যবহার করতে তবে আপনি যদি ভ্ল ফরেক্স ট্রেডার হন তবে আমি মনে করি খুব কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করলেই আপনি অনেক লাভবান হতে পারবেন কিন্তু আপনাকে আপনার লোভ সামাল দিয়েই লাভ করতে পারবেন।

RUBEL MIAH
2016-05-27, 10:36 PM
একটু অধ্যবসায় করলেই ফরেক্স মার্কেট থেকে লাভবান হওয়া সম্ভব । কিন্তু তার জন্য চাই লোভকে বাদ দেওয়া । যে যত বেশী দ্রুত এই লোভকে বাদ দিতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং কোন কাজেই লোভ করা যাবে না । লোভ করছেন তো মরছেন । কাজেই আমরা দক্ষতা অর্জন করে তারপর এই ব্যবসা করার চেষ্টা করব ।

maziz6989
2016-06-01, 09:45 PM
আসলে ভাই এভাবে বললে কে বুঝবে আপনার স্ট্রাটেজি। আপনি আসলে বললেনই না এডিএক্স এর সেটিং কি হবে কত ঘন্টার ইএমএ ব্যবহার করতে হবে। কিভাবে বাই আর কিভাবে সেল এই বিষয় গুলো আরও বিশদ ভাবে আলোচনা করা উচিত ছিল। কেননা এটা একটা স্ট্রাটেজি। যদি আপনার জানানোর ইচ্ছা থাকে তবে সঠিক ভাবে লিখুন। ধন্যবাদ।

Rahat015
2016-06-15, 12:51 AM
ইগুডু নামক একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার এই স্টাটেজিটি উদ্ভাবন করেছেন বলে এর নাম করন করা হয়েছে ইগুডু টেডিং স্ট্রাটেজি। এটা খুবই সিম্পল কিন্তু খুবই কার্যকরী একটা ট্রেডিং স্ট্রাটেজি। মূলত এডিএক্স ও দুটি ইএমএ ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করার একটি সিম্পল পদ্ধতি হচ্ছে ইগুডু ট্রেডিং স্ট্রাটেজি। এ দুটি ইন্ডিকেটর যখন পাশাপাশি ব্যবহার করা হয় তখন বেশ ভাল ফল দেয়! এই সিস্টেমটিকে বলা যায় সিম্পল ওয়েতে প্রফিট করার জন্য এক দারুন আবিস্কার। অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড করা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট থেকেই এই সিস্টেম উঠে এসেছে।

ভাই এভাবে বললে তো কিছু বুজা যাবে না। আর আপনার পোসট করা ও বৃথা। কিছু শিখতে পারলাম না। যদি পুরোপুরি লিখতেন তাহলে কিছু শিখতে পারতাম।

Md. Tariqul Islam
2016-06-16, 04:30 PM
একটু অধ্যবসায় করলেই ফরেক্স মার্কেট থেকে লাভবান হওয়া সম্ভব । কিন্তু তার জন্য চাই লোভকে বাদ দেওয়া । যে যত বেশী দ্রুত এই লোভকে বাদ দিতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।কিভাবে বাই আর কিভাবে সেল এই বিষয় গুলো আরও বিশদ ভাবে আলোচনা করা উচিত ছিল। কেননা এটা একটা স্ট্রাটেজি। যদি আপনার জানানোর ইচ্ছা থাকে তবে সঠিক ভাবে লিখুন।

Md. Tariqul Islam
2016-06-22, 12:21 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক স্টেজেটি দেখেছি অনেকে ব্যবহার করতে তবে আপনি যদি ভ্ল ফরেক্স ট্রেডার হন তবে আমি মনে করি খুব কম কম করে ফরেক্স মার্কেটে ট্রেড করলেই আপনি অনেক লাভবান হতে পারবেন কিন্তু তার জন্য চাই লোভকে বাদ দেওয়া । যে যত বেশী দ্রুত এই লোভকে বাদ দিতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং কোন কাজেই লোভ করা যাবে না । লোভ করছেন তো মরছেন । কাজেই আমরা দক্ষতা অর্জন করে তারপর এই ব্যবসা করার চেষ্টা করব ।

milonkhanfx1993
2016-10-03, 11:12 PM
ইগুডু নামক একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার এই স্টাটেজিটি উদ্ভাবন করেছেন বলে এর নাম করন করা হয়েছে ইগুডু টেডিং স্ট্রাটেজি। এটা খুবই সিম্পল কিন্তু খুবই কার্যকরী একটা ট্রেডিং স্ট্রাটেজি। মূলত এডিএক্স ও দুটি ইএমএ ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করার একটি সিম্পল পদ্ধতি হচ্ছে ইগুডু ট্রেডিং স্ট্রাটেজি। এ দুটি ইন্ডিকেটর যখন পাশাপাশি ব্যবহার করা হয় তখন বেশ ভাল ফল দেয়! এই সিস্টেমটিকে বলা যায় সিম্পল ওয়েতে প্রফিট করার জন্য এক দারুন আবিস্কার। অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড করা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট থেকেই এই সিস্টেম উঠে এসেছে।

ভাই আপনার স্ট্রাটেজি টা যদি পুরো বিষয় টা বুঝিয়ে বলতেন তাহলে আমার মনে হয় আমাদের মত বেগিনার রা ভাল করে বুঝতে পারত কারন আপনি নিজে দেখেই বুঝতে পারতেছেন ,আপনার এই পোস্ট থেকে আমার কিছুই বুঝতে পারতেছি না,এক্টু কষ্ট করে স্টেপ বাই স্টেপ বুঝইয়ে লিখবেন।

udaydebnath
2016-10-04, 11:46 AM
ষ্ট্রাটেজি বিষয়ে তেমন কিছু নেই বলে আপনার ট্রেডিং ষ্টাইল বুঝতে পারলাম না, বিস্তারিত আলোচনা করতে পারতেন, আমরাও একটু বুবুঝতে পারতাম

Mamun13
2017-09-19, 07:19 AM
ইনডিকেটর নির্ভর কোনোও ট্রেডিং স্ট্র্যাটেজী সঠিক,কার্যকরী ও নিয়মিত প্রফিট দিতে পারে না৷ইনডিকেটর দিয়ে যদি আপনি ট্রেড করার অভ্যাস তৈরি করেন তাহলে সাংঘাতিক ভূল করবেন৷আপনার ইনডিকেটর কখোনোও ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আগাম সিদ্ধান্ত দিতে পারবেনা৷