PDA

View Full Version : সিম্পল কী ট্রেডিং স্ট্রাটেজি কি



HELPINGHAND
2015-09-27, 12:27 PM
এটা খুবই সিম্পল একটা ফরেক্স স্ট্রাটেজি। একজন ট্রেডার জাস্ট এক সেকেন্ডের জন্য চার্ট দেখেই ট্রেডের প্লানের সিদ্ধান্ত নিতে পারেন এই স্ট্রাটেজির সাহায্যে। যে সকল ট্রেডাররা অন্য কাজে বিজি থাকেন এবং চার্ট লক্ষ রাখার সুযোগ পান কম তারা এটি ব্যবহার করতে পারেন। মূলত Bollinger Band ও দুটি ইএমএ ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করার একটি সিম্পল পদ্ধতি হচ্ছে সিম্পল কী ট্রেডিং স্ট্রাটেজি । এ দুটি ইন্ডিকেটর যখন পাশাপাশি ব্যবহার করা হয় তখন বেশ ভাল ফল দেয়! এই সিস্টেমটিকে বলা যায় সিম্পল ওয়েতে প্রফিট করার জন্য এক দারুন আবিস্কার।

Fxaziz
2015-10-18, 12:37 PM
এটা একটা সিম্পল ফরেক্স মার্কেট স্ট্রাটেজি। এত টা দিয়ে আপনি সহজে যে কোন কাজ করতে পারবেন। তবে আমাদের যে সব ট্রেড আর রা কাজ করতে করতে সারাক্ষণ বেস্ত থাকেন তারা এক সেকেন্ড এর জন্য এটা দেখে সিদ্দন্ত নিতে পারেন। স্ট্রাটেজি এর ব্যাপারে। যারা কম সময় পান তারা এটা ফলো করতে পারেন। আমার যানা মতে একটা ভালো স্ট্রাটেজি । এ চাডা আর অনেক স্ট্রাটেজি আছে যা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ।

Momen
2015-10-18, 01:14 PM
এটাও অনেক ভাল একটা ট্রেডিং স্ট্রেটেজি। সবারই উপকারে আসবে এটি। ট্রেড করার সময় আমাদের উচিৎ এই স্ট্রেটেজি গুলো ফলো করার।

mlbasumata
2015-10-20, 10:40 PM
আমি ইন্ডিকেটরকে সাপোর্ট করি। ইন্ডিকেটর যদি বাই/সেল-এর সাথে টেক প্রফিট ও স্টপ লস ম্যাসেজ দেয় তাহলে আরও ভাল। এমন অনেক ফ্রী ইন্ডিকেটর পাওয়া যায়, তবে কোনটি যে সবচেয়ে ভাল তা এখনও আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই ফরামে দিবেন।

md mehedi hasan
2016-02-01, 10:07 AM
ভাই আপনি যে ইন্ডিকেটরের কথা বলছেন এটা কিভাবে ফরেক্স মার্কেটে ব্যবহার করা হয় সেটা যদি আপনি বিস্তারিত জানাতেন তাহলে অনেক ট্রেডারে সুবিবা হত।আমরা শুধু ইন্ডিকেটরের নাম ও এটা দ্বারা কত লাভ করি সেই কথা ফোরামে আলোচনা করি।কিন্তুু এই ইন্ডিেটর কি ভাবে ব্যবহার করতে হয় বিষয়ে আমরা আলোচনা করিনা।ফলে আপনাদের কাছ থেকে ইন্ডেকেটার এর নাম ও কত লাভ করেন এটাই জানতে পারি কিন্তু এর ব্যবহার জানতে পারিনা।

Marufa
2016-02-02, 04:36 PM
অনেকেই *খুব সিম্পল ট্রেডিং স্ট্রাটিজির সাহোয্যে ট্রেড করে লাভবান হয়ে থাকে । ফরেক্স ট্রেডিং এ যে স্ট্রাটিজি যত সিম্পল সে স্ট্রাটিজি তত বেশি কার্যকরি হয় বলে আমি মনে করি । সিম্পল স্ট্রাটিজি ফরেক্স মার্কেটে অনেক বেশি কার্যকরী হয় বেশিরভাগ ক্ষেতেই । তবে স্ট্রাটিজি বেশিরভাগ ক্ষেত্রেই ভালভাবে ফলো করতে হবে । না হলে লাভ নেই ।

MotinFX
2016-02-07, 09:43 AM
আমি ইনডিকেটর দিয়ে এনালাইসিস করি কিন্তু শুধু ইনডিকেটর দিয়ে ট্রেড করি না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে আপনাকে প্রথমে ট্রেন্ড ধরে ট্রেড করতে হবে আমাদের ট্রেন্ডের বিপরীতে গেলে লস হবে। তাই আমাদের কে সব সবসময় ট্রেন্ড ধরে এনালাইসিস করতে হবে।বুরিংগার বেন্ড দিয়ে ট্রেড করা যায়না তার সাথে আমাদের আরও কিছু এনালাইসিস করে ট্রেড করতে হবে।

yasir arafat
2016-04-04, 04:14 PM
এতে নিজেদের অ্যনালাইসিস ভাল কাজ করে।সুতরা তা আমাদেরকে কার্যকরী হিসেবে মেনে নিতে হবে।আমরা প্রায় সকলে জানি যে ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়ের বাজার, যেটার মাধ্যমে আমরা ফরেক্সে প্রফিট করতে পারি।

Mamun13
2017-09-07, 09:49 AM
এটা 100% বাজে কথা৷ফরেক্স মার্কেটে যত ভালো স্ট্র্যাটেজী-ই তৈরি হউক না কেন তা মাত্র ১ সেকেন্ড দেখেই কোনো ট্রেডারের পক্ষে তৎক্ষনাৎ ট্রেডিং প্লান নেওয়া এবং ট্রেডে এন্ট্রী করার সুযোগ হবেনা৷ট্রেডে আগ্রহী ব্যাক্তিগণ যত ব্যাস্তই হোক না কেন তাকে এখানে ব্যাবসা করতে হলে সেসন দেখে বুঝে সময় দিয়ে আস্তে ধীরে ট্রেড করতে হবে৷কোনো স্ট্র্যাটেজীতে-একাধিক ইনডিকেটর যেমন b.b ও e.m.a ইনডিকেটর ব্যাবহার করলে তখন সেটি আর-'সিম্পল কী ট্রেডিং স্ট্র্যাটেজী' থাকেনা৷তখন সেটি হয়ে যায় 'কমপ্লিকেটেড কী ট্রেডিং স্ট্র্যাটেজী'৷সবাই মনে রাখবেন-"ইনডিকেটর বেইজড ট্রেডিং চার্ট ট্রেডের জন্য কখোনোই নিরাপদ ও সুবিধাজনক নয়"৷