Rassel Vuiya
2025-08-20, 03:53 PM
সংকটে থাকা মার্কিন চিপ নির্মাতা ইন্টেলে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপানের বহুজাতিক বিনিয়োগ কোম্পানি সফটব্যাংক। এক যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানিয়েছে, ইন্টেলের সাধারণ শেয়ারের জন্য শেয়ারপ্রতি ২৩ ডলার পরিশোধ করবে সফটব্যাংক। এর আগে সোমবার বলা হয়েছিল, ইন্টেলের প্রায় ১০ শতাংশ শেয়ার কিনতে পারে মার্কিন সরকার, যার মূল্য প্রায় ১ হাজার ৫০ কোটি ডলার।
http://forex-bangla.com/customavatars/1682713528.jpg
http://forex-bangla.com/customavatars/1682713528.jpg