PDA

View Full Version : ট্রেডার হওয়ার ধাপ,,



FOREXTRADER
2015-09-27, 01:51 PM
অচেতনে অযোগ্যতা
এটা হল প্রথম ধাপ যখন আপনি সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছেন। আপনি জানেন যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়,,

FOREXTRADER
2015-09-27, 01:51 PM
তাই দুর্ভাগ্যবশত আপনি মনে করবেন এটা অনেক সহজ, ঠিক আপনার প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা আপনি মনে করেছেন সহজ হবে, সবচেয়ে বড় কথা আর কত কঠিনইবা হবে?

FOREXTRADER
2015-09-27, 01:52 PM
কিন্তু দুর্ভাগ্যবশত আপনি অনেক বেশী ট্রেড করবেন এবং প্রচুর রিস্ক নিবেন, ঠিক যেমন আপনি গাড়ির স্টিয়ারিং হুইলের সামনে প্রথম হাত রেখেছিলেন কিন্তু জানতেন না যে আপনি কি করছেন। যখন আপনি একটা ট্রেড করবেন এবং সেটা আপনার বিপক্ষে যাবে, তখন আপনি সেটা ক্লোজ করে বিপরীত ট্রেড নিবেন এবং সেটাও বিপক্ষে যাবে এবং এরকম হতেই থাকবে,

FOREXTRADER
2015-09-27, 01:53 PM
আপনার শুরুর দিকে কিছু প্রাথমিক সাফল্য থাকতে পারে, কিন্তু সেটা আপনার জন্য আরো খারাপ হবে, কারণ সেটা আপনার ব্রেইনকে বলবে যে ফরেক্স তো আসলেই সহজ এবং তার ফলে আপনি আরো বেশি রিস্ক নিতে শুরু করবেন,,

FOREXTRADER
2015-09-27, 01:53 PM
আপনি আপনার প্রতিটা লস পূরণের জন্য ট্রেড সাইজ আগের তুলনায় দ্বিগুণ করে দিবেন । তাতে মাঝেমাঝে কাজ হবে কিন্তু বেশিরভাগ সময় আপনার একাউন্টের ক্ষতি হবে। আপনি আপনার অযোগ্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে অন্যমনস্ক থাকবেন।

FOREXTRADER
2015-09-27, 01:54 PM
সচেতনে অযোগ্যতা
দ্বিতীয় ধাপে আপনি বুঝতে পারবেন যে আপনি যেমনটি ভেবেছেন ফরেক্স আসলে ঠিক তেমনটি নয় , এখানে আপনাকে আরো বেশি কাজ করতে হবে। আপনি সচেতনভাবে বুঝতে পারবেন যে আপনার রেগুলার প্রফিট করার মত যোগ্যতা বা জ্ঞান নেই।

FOREXTRADER
2015-09-27, 01:55 PM
এরপর আপনি ইউএসএ থেকে ইউক্রেন দুনিয়ার বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি শুরু করবেন , বিভিন্ন সিস্টেম এবং ইবুক দেখবেন , এবং সর্বোপরি হোলী গ্রেইল খোজা শুরু করবেন। এই সময় আপনি হয়ে যাবেন একজন "সিস্টেম যাযাবর"

FOREXTRADER
2015-09-27, 01:56 PM
আপনি একটা ট্রেডিং মেথড ঠিকমত কাজ করে কিনা ভাল করে পরীক্ষা না করে দিনের পর দিন এবং সপ্তাহের পর সপ্তাহ একটি ট্রেডিং মেথড থেকে আরেকটি দেখতে থাকবেন। যখনি আপনি নতুন একটা ইন্ডিকেটর দেখবেন আপনি ভাববেন এটাই আপনার পুরো ট্রেডিং পাল্টে দিবে এবং আপনাকে রেগুলার প্রফিট এনে দিবে।

FOREXTRADER
2015-09-27, 01:56 PM
আপনি মেটাট্রেডারে এক্সপার্ট এডভাইসর টেস্ট করতে থাকবেন। আপনি মুভিং এভারেজ, ফিবোনেসি লাইন, সাপোর্ট-রেসিসট্যান্স, পিভট, ফ্র্যাক্টাল, Divergence, DMI, ADX এরকম শতশত ইন্ডিকেটর নিয়ে খেলা করতে থাকবেন শুধু এই আশায় যে আপনার ম্যাজিক সিস্টেম আজই শুরু হয়ে যাবে,,

FOREXTRADER
2015-09-27, 01:57 PM
আপনি ইন্ডিকেটর দিয়ে সঠিক রিভার্সাল পয়েন্ট খোজার আশায় টপ & বটম ধরার চেষ্টা করবেন। শেষমেষ দেখবেন আপনি পরাজিত ট্রেডের পিছনে ছুটতেই থাকছেন এমনকি নতুন করে ট্রেড যোগ করছেন কারণ আপনি জানেন আপনি সঠিক,

FOREXTRADER
2015-09-27, 01:58 PM
আপনি বিভিন্ন লাইভ চ্যাট রুমে যাবেন এবং দেখবেন অন্যান্য ট্রেডাররা অনেক পিপস লাভ করছে । আপনি ভাববেন আপনি কেন পারছেন না। আপনি মিলিয়ন মিলিয়ন প্রশ্ন করতে থাকবেন যার মধ্য কতগুলো এমন প্রশ্ন যে যেগুলো দেখে চ্যাটরুমের অন্যান্য মানুষজন আপনাকে মূর্খ মনে করবে,,

FOREXTRADER
2015-09-27, 01:59 PM
অবশেষে আপনার মনে হবে যে ঐসব ট্রেডাররা যারা পিপসের পর পিপস লাভ করছে তারা মিথ্যা কথা বলছে এবং নিশ্চয়ই ডেমো অ্যাকাউন্টের স্ক্রীনশট দিচ্ছে। কারণ আপনি ফরেক্স সম্পর্কে গবেষণা করেছেন, আপনি ঐসব সফল ট্রেডাররা যা জানে তার সবই জানেন, কিন্তু আপনি লাভ করছেন না , তার মানে ঐসব ট্রেডাররা মিথ্যা বলছে। কিন্তু তারা দিনের পর দিন ফরেক্স ট্রেড করছে এবং তাদের একাউন্ট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যেখানে আপনার একাউন্ট শুধুই হ্রাস পাচ্ছে,,

FOREXTRADER
2015-09-27, 01:59 PM
আপনি টিনএজারদের মত হবেন। টিনএজারদের সবাই ফ্রি উপদেশ দেয় কিন্তু কেউ শোনেনা। আপনাকেও সবাই উপদেশ দিবে ফরেক্স সম্পর্কে, কিন্তু আপনি আপনার মত একগুঁয়ে থাকবেন এবং ভাববেন আপনি তো সবই জানেন। আপনি আপনার মত বেশি বেশি ট্রেড করতে থাকবেন। আপনি অন্যান্য সফল ট্রেডারদের সিগন্যাল ফলো করবেন। কিন্তু যখন সেটা কাজ করবে না তখন আপনি অন্যান্য সিগন্যাল প্রোভাইডার থেকে কিনে সিগন্যাল ব্যবহার করতে চাইবেন। সেটাও আপনার জন্য কাজ করবে না,,

FOREXTRADER
2015-09-27, 02:00 PM
আপনি কিছু "গুরু"র কাছে যাবেন যারা আপনাকে প্রফেশনাল ট্রেডার বানিয়ে দিতে রাজী হবে, অবশ্যই কিছু ফি এর বিনিময়ে। সেই গুরু ভাল হোক বা না হোক আপনি কিছুই শিখতে পারবেন না কারণ সময়ের কোন বিকল্প নেই, এবং আপনি এখনো মনে করে আছেন আপনি সবই জানেন।

FOREXTRADER
2015-09-27, 02:01 PM
এই ধাপ বছরের পর বছর স্থায়ী হতে পারে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলা নিশ্চিত করে এই ধাপ সহজেই ১ বছর থেকে ৩ বছরের কাছাকাছি স্থায়ী হতে পারে। এই ধাপে আপনি নিছক হতাশার কারণেও ফরেক্স ট্রেডিংকে বিদায় জানাতে পারেন,,

FOREXTRADER
2015-09-27, 02:02 PM
৬০% এর মত নতুন ট্রেডার প্রথম ৩ মাসেই ফরেক্সকে বিদায় জানাবে, এবং এটি ভাল। একবার ভাবুন, ট্রেডিং যদি এতই সোজা হত তবে আমরা সবাই সহজেই মিলিয়নিয়ার হয়ে যেতাম । অন্য ২০% এক বছরের মত যাবে এরপর হতাশার কারণে অতিরিক্ত রিস্ক নিয়ে তাদের একাউন্ট উড়িয়ে দিবে,

FOREXTRADER
2015-09-27, 02:03 PM
যেটা আপনাকে আশ্চর্য করতে পারে সেটা হল বাকী ২০% ৩ বছরের মত টিকে থাকবে, এবং তারা ভাববে তারা নিরাপদ আছে। কিন্তু ৩ বছর পরেও শুধুমাত্র ৫-১০% চালিয়ে যাবে এবং ধারাবাহিকভাবে লাভ করতে থাকবে,,

FOREXTRADER
2015-09-27, 02:03 PM
বাই দ্য ওয়ে, এইসব ফিগার কিন্তু রিয়েল। এমন নয় যে আমার মাথায় এসেছে আর আমি লিখে গিয়েছি। তাই যখন ৩ বছর হবে তখন ভাববেন না যে এখান থেকে সোজা আপনি সফল হয়ে যাবেন। আমার বহুলোকের সাথে এই ফিগারগুলো নিয়ে তর্ক হয়েছে। মজার ব্যাপার হল তারা কেউ ৩ বছরের বেশি সময় ধরে ট্রেড করছে না,,

FOREXTRADER
2015-09-27, 02:04 PM
যদি আপনি মনে করেন আপনি ভাল জানেন তাহলে কোন ফোরামে এমন কাউকে প্রশ্ন করুন যে ৫ বছর ধরে ট্রেড করছে। জিজ্ঞেস করুন ১০০% দক্ষ হতে কত সময় লেগেছে। সামান্য ব্যতিক্রম থাকতে পারে কিন্তু আমি এখনো এমন কাউকে দেখিনি।

FOREXTRADER
2015-09-27, 02:05 PM
অবশেষে আপনি এই ধাপ থেকে উঠে আসতে শুরু করবেন। আপনি সম্ভবত আপনার প্রত্যাশার চাইতেও বেশি সময় এবং অর্থ শেষ করেছেন, আপনার ২-৩ টা লাইভ একাউন্ট জিরো হয়ে গেছে, কিন্তু ফরেক্স এখন আপনার রক্তে বহমান......ফরেক্স ইন দ্যা ব্লাড।একদিন আপনি ৩য় ধাপে পৌছাবেন,,

FOREXTRADER
2015-09-27, 02:06 PM
ধাপ ২ শেষের পথে আপনি বুঝবেন সিস্টেমে আসলে কোন সমস্যা নেই, যেটা আপনি মনে করেছিলেন। আপনি বুঝতে শুরু করবেন সিম্পল মুভিং এভারেজ দিয়েও টাকা কামানো সম্ভব যদি আপনি সঠিক মানি ম্যানেজমেন্ট প্রয়োগ করতে পারেন। আপনি সাইকোলজি নিয়ে বিভিন্ন ইবুক পড়তে শুরু করবেন এবং ঐসব বইয়ে বর্ণীত বিভিন্ন চরিত্র মেলাতে থাকবেন। অবশেষে ইউরেকা মোমেন্টে এসে পৌছাবেন।

FOREXTRADER
2015-09-27, 02:07 PM
এই ইউরেকা মোমেন্ট আপনার ব্রেইনে নতুন এক সংযোগ তৈরি করবে। আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি কেন, পৃথিবীর কেউ মার্কেটের পরবর্তী ১০ সেকেন্ডে কি হবে সেটা অনুমান করতে পারবেনা, ২০ মিনিট তো পরের কথা,,

FOREXTRADER
2015-09-27, 02:08 PM
এই বোধের কারণে আপনি অন্যরা কে কি বলে, এই নিউজ মার্কেটে কি প্রভাব ফেলবে বা ঐ ইভেন্ট কিরকম হবে সেগুলো চিন্তা করা বন্ধ করবেন। আপনি ট্রেড করবেন আপনার নিজস্ব মেথডে। আপনি শুধু ১টা সিস্টেম নিয়ে কাজ করা শুরু করবেন যেটা আপনার সাথে যায়, আপনি খুশি হতে শুরু করবেন, এবং আপনার লস ডিফাইন করে দেয়া শুরু করবেন।

FOREXTRADER
2015-09-27, 02:09 PM
আপনি আপনার সিস্টেমে ভাল দেখায় এমন প্রতিটি ট্রেড নেয়া শুরু করবেন। যখন খারাপ ট্রেড হয় তখন আপনি আর রাগ করবেন না, কারণ আপনি বুঝবেন এটা আপনার দোষ নয়। আপনি তাড়াতাড়ি ট্রেড ক্লোজ করে দিবেন যখন বুঝবেন এটা খারাপ ট্রেড। আপনি বুঝবেন এরপরের ট্রেড অথবা তার পরের ট্রেড হয়তো ভাল হবে কারণ আপনি জানেন আপনার সিস্টেম কাজ করে।

FOREXTRADER
2015-09-27, 02:10 PM
আপনি ট্রেড টু ট্রেড রেজাল্ট দেখা বন্ধ করবেন এবং সাপ্তাহিক রেজাল্ট দেখা শুরু করবেন । কারণ আপনি জানেন ১ টা খারাপ ট্রেড ১টা সিস্টেম কে খারাপ বানায় না।
আপনি হঠাৎ বুঝবেন ট্রেডিং গেম হচ্ছে শুধু ১টা ব্যাপার নিয়ে, সেটা হল আপনার সিস্টেমের প্রতিটা ট্রেড নেয়ার শৃঙ্খলা এবং দৃঢ়তা, কারণ আপনি জানেন সম্ভাব্যতা আপনার পক্ষেই থাকবে,,

FOREXTRADER
2015-09-27, 02:11 PM
আপনি ভাল মানি ম্যানেজমেন্ট , লেভারেজ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে শিখবেন এবং ১ বছর আগে আপনাকে যারা এই বিষয়ে শিখতে উপদেশ দিয়েছিল তাদের মনে করে মুচকি হাসবেন। আপনি তখন তৈরি ছিলেন না, কিন্তু এখন আপনি তৈরি। ইউরেকা মোমেন্ট তখনই আসবে যখন আপনি বুঝবেন যে আপনি মার্কেট সম্পর্কে অনুমান করতে পারবেন না,,

FOREXTRADER
2015-09-27, 02:12 PM
আপনি তখনই ট্রেড করছেন যখন আপনার সিস্টেম ট্রেড করতে বলছে। আপনি যত সহজভাবে লাভ করেন তেমন সহজভাবেই লস মেনে নেন। আপনি এখন আপনার উইনিং ট্রেডকে তাড়াতাড়ি ক্লোজ না করে শেষ পর্যন্ত রাখেন । আপনি জানেন আপনার সিস্টেম যতগুলো লস ট্রেড করে তারচেয়ে বেশি লাভজনক ট্রেড করে এবং যখন আপনার ট্রেড লসে যায় তখন আপনি ক্লোজ করে দেন .আগের মত আরো পজিশন অ্যাড না করে.

FOREXTRADER
2015-09-27, 02:13 PM
আপনি এখন এমন এক পর্যায়ে যেখানে বেশিরভাগ সময় আপনার একাউন্ট Break Even হয় (লাভ লস সমান সমান)।. হয়ত এই সপ্তাহে ১০০ পিপস লাভ করলেন তো পরের সপ্তাহে ১০০ পিপস লস করলেন। এই পর্যায়ে আপনি টাকা হারাচ্ছেন না, আপনি Break Even করছেন। আপনি এখন জানেন আপনি ভাল ট্রেড গুলোই করছেন এবং চ্যাটরুমে আপনি অন্যান্য ট্রেডারদের সম্মান পাচ্ছেন এবং অনেককে সিগন্যালও দিচ্ছেন। আপনাকে এখনো অনেক পথ যেতে হবে এবং যতই আপনি সামনে এগুবেন ততই আপনি লস করার চাইতে লাভ বেশি করবেন,,

FOREXTRADER
2015-09-27, 02:14 PM
আপনি দিন শুরু করবেন ২০ পিপস লাভ করে, কিন্তু পরক্ষনেই ৩৫ পিপস লস করবেন কিন্তু আপনার মানসিক অবস্থার কোন পরিবর্তন হবে না কারণ আপনি জানেন যে সে পিপস গুলো আবার ফিরে আসবে। আপনি এখন প্রতি সপ্তাহে ধারাবাহিক লাভ করতে থাকবেন , এই সপ্তাহে ২৫ পিপ্স তো পরের সপ্তাহে ৫০ পিপস এভাবেই যেতে থাকবে,,

FOREXTRADER
2015-09-27, 02:14 PM
এখন আপনি ড্রাইভিং করছেন। প্রতিদিন আপনি আপনার চেয়ারে বসেন এবং ট্রেড করেন। আপনি এখন সব করেন অচেতনভাবে। আপনি এখন অটো পাইলট চালাচ্ছেন। আপনি এখন বড় ট্রেড করছেন । দিনে ২০০ পিপস লাভ করা কিংবা ১ পিপ লাভ করা সমান, কোনটাই আপনার কাছে কোন আনন্দ/উচ্ছাস তৈরি করতে পারে না,,

Ekram
2015-09-28, 12:14 PM
অচেতনে অযোগ্যতা
এটা হল প্রথম ধাপ যখন আপনি সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছেন। আপনি জানেন যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়,,

ফরেক্স উপারজনের সহজ রাস্তা পুরুপুরি ঠিক নয়। ফরেক্সে অনেক চরাই উতরাই আছে। অনেক চরাই উতরাই পার হয়ে আমরা অনেকেই এখানে সফল হই বা হয়ে থাকি। তবে সহজ তখনি হয় যখন আমরা ফরেক্সে যথেষ্ট অভিজ্ঞ হয়ে পরি তখনি ফরেক্স আমাদের কাছে সহজ বিষয় মনে হতে পারে।

Momen
2015-09-28, 12:50 PM
ফরেক্স মার্কেট টা অনেক কঠিন একটা মার্কেট। এই খানে ভাল কিছু করতে হলে এই মার্কেট সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। ভাল একজন ট্রেডার হতে হলে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনার বিভিন্ন স্ট্রেটেজি ডেভেলপ করতে হবে। সব দিকে খেয়াল রেখে আপনাকে একটা ট্রেড ওপেন করতে হবে।

Defender
2015-09-28, 01:51 PM
১ম এ কাজ টাকে একটা নেশা আকারে নিতে হবে তাবে এটা থেকে আয় বা লাভ পাওয়া যাবে আমি মনে করি তাই এটা কে যার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ তাদের কাছ থেকে আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি এছাড়া ফরেক্স শিখায়

AbuRaihan
2015-09-28, 09:29 PM
ট্রেডার হওয়ার ধাপ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার মত করে সিনিয়র এবং অভিজ্ঞ ট্রেডাররা যদি আমাদেরকে উপদেশ প্রদান করে তবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব । আসলে একজন দক্ষ ট্র্রেডার হওয়া অনেক বেশি সময়সাপেক্ষ এবং অনেক বেশি অধ্যবসায়ের ব্যাপার । ফরেক্সকে নিজের মত করে লোভহীন ট্রেড করতে পারলে এখানে অনেক ভালো কিছু করা সম্ভব । ধন্যবাদ ।

dinner
2015-12-04, 02:49 PM
ট্রেডার হওয়ার ৫ টি ধাপ রয়েছে ।
ধাপ -১ (অচেতনে অযোগ্যতা)
এটা হল প্রথম ধাপ যখন আপনি সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছেন। আপনি জানেন যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। তাই দুর্ভাগ্যবশত আপনি মনে করবেন এটা অনেক সহজ, ঠিক আপনার প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা আপনি মনে করেছেন সহজ হবে, সবচেয়ে বড় কথা আর কত কঠিনইবা হবে ।
ধাপ ২ - সচেতনে অযোগ্যতা
দ্বিতীয় ধাপে আপনি বুঝতে পারবেন যে আপনি যেমনটি ভেবেছেন ফরেক্স আসলে ঠিক তেমনটি নয় , এখানে আপনাকে আরো বেশি কাজ করতে হবে। আপনি সচেতনভাবে বুঝতে পারবেন যে আপনার রেগুলার প্রফিট করার মত যোগ্যতা বা জ্ঞান নেই।
ধাপ ৩ - ইউরেকা !!
ধাপ ২ শেষের পথে আপনি বুঝবেন সিস্টেমে আসলে কোন সমস্যা নেই, যেটা আপনি মনে করেছিলেন। আপনি বুঝতে শুরু করবেন সিম্পল মুভিং এভারেজ দিয়েও টাকা কামানো সম্ভব যদি আপনি সঠিক মানি ম্যানেজমেন্ট প্রয়োগ করতে পারেন। আপনি সাইকোলজি নিয়ে বিভিন্ন ইবুক পড়তে শুরু করবেন এবং ঐসব বইয়ে বর্ণীত বিভিন্ন চরিত্র মেলাতে থাকবেন। অবশেষে ইউরেকা মোমেন্টে এসে পৌছাবেন।
ধাপ ৪ - সচেতনে যোগ্যতা
আপনি তখনই ট্রেড করছেন যখন আপনার সিস্টেম ট্রেড করতে বলছে। আপনি যত সহজভাবে লাভ করেন তেমন সহজভাবেই লস মেনে নেন। আপনি এখন আপনার উইনিং ট্রেডকে তাড়াতাড়ি ক্লোজ না করে শেষ পর্যন্ত রাখেন । আপনি জানেন আপনার সিস্টেম যতগুলো লস ট্রেড করে তারচেয়ে বেশি লাভজনক ট্রেড করে এবং যখন আপনার ট্রেড লসে যায় তখন আপনি ক্লোজ করে দেন (আগের মত আরো পজিশন অ্যাড না করে)।
ধাপ ৫ - অচেতনে যোগ্যতা
এখন আপনি ড্রাইভিং করছেন। প্রতিদিন আপনি আপনার চেয়ারে বসেন এবং ট্রেড করেন। আপনি এখন সব করেন অচেতনভাবে। আপনি এখন অটো পাইলট চালাচ্ছেন। আপনি এখন বড় ট্রেড করছেন । দিনে ২০০ পিপস লাভ করা কিংবা ১ পিপ লাভ করা সমান, কোনটাই আপনার কাছে কোন আনন্দ/উচ্ছাস তৈরি করতে পারে না।

HKProduction
2015-12-06, 06:45 PM
আসলে তোরা যে যা বলিস ভাই , আমার সোনার হরিণ চাই। - এখানে এটা সম্পূর্ণ বিপরীত। কাব্য আর ভাবের সাগরের চেয়েও অনেক বড় এই মার্কেট। এখানে সবচেয়ে বড় শত্রু আমাদের ইমোশন। এটা কন্ট্রোল করতে পারলে ৯০ শতাংশ ট্রেডার সোনার হরিণ পেয়ে যাবে। এটা ১০০% সত্যি। কিন্তু আমরা তা পারিনা। সুতরাং সেই পুরানো কথা আবার বলুন- আসলে আমার ভাগ্যটাই খারাপ।

sharifulbaf
2015-12-09, 10:30 AM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে কিছু ধাপ মেনে চলতে হয়,সেই ধাপ মেনে চলতে পারলে ভাল ট্রেডার হওয়া যায়।ধাপ গুলো হল যথা,আপনাকে ফরেক্স নিউজ প্রতিদিন ট্রেড করতে হবে,অবশ্য য় ট্রেডিং করার সময় স্টপ লস, ও টেক প্রফিট ব্যাবহার করতে হবে। সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত।

sayem11
2015-12-10, 01:24 AM
একথা প্রায় সত্য যে ফরেক্সে ৯৫% নতুন ট্রেডার লস করে থাকে । আর এই ১ম ধাপটি হল, অচেতনে অযোগ্যতা ও ইমোশনাল ট্রেড করা, যাকে বাংলায় বলে "হুজুগে মাতাল" । ১ম অনেকেই লাভ অথবা লস না বুজেই আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । আর এই সময় অভিজ্ঞতার অভাবে লোভে পড়ে আরও ট্রেড করতে থাকে ঠিক তখনি লস করতে শুরু করে । তাই আমাদের বুঝে ট্রেড করার চেষ্টা করা উচিৎ । হয়তোবা তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।

shihab
2015-12-10, 05:21 PM
ফরেক্স এর প্রথম ধাপ হল ফরেক্স মার্কেট টি আসলে কি তা সম্পর্কে জানা, এখানে কারা ট্রেড করে এবং কিভাবে করে তা সম্পর্কে জানা। এর পরের দাহপ হল Candle Stick সম্পর্কে ধারনা নেয়া এবং সাথে কিছু চার্ট প্যাটার্ন ও বেসিক কিছু ইনডিকেটর সম্পর্কে ধারনা নেয়া, এর পরের ধাপ হল ফান্দামেন্তাল নিজ সম্পর্কে ধারনা নেয়া এবং শরব শেষ দাহপ হল নিজের ট্রেডিং সাইকোলজির উন্নতি করা।

Talha
2015-12-11, 05:52 PM
ফরেক্স ট্রেডার হওয়ার কয়েকটা ধাপ থাকতে পারে যেমন লস করে শিক্ষা নেওয়া একটি ধাপ ব্যালেন্স জিরো করা একটি ধাপ ট্রেড করে সফল হওয়া কিছু লাভ করা এটা একটা আস্ত আস্তে সফল ট্রেডার হওয়া এগুলো প্রত্যেকটা ধাপ অতি ক্রম করা মানে ফরেক্স ট্রেড সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন

Furkan
2015-12-19, 01:27 AM
ধাপ বলতে আমরা কি বুজি। ধাপ বলতে অনেক কিছু বুজায়। ট্রেডার হতে হলে প্রথমে ট্রেড করা যানতে হবে। আর ট্রেড করা যানতে পারলে। আপনি ও ভাল মাপের ট্রেডার হতে পারবেন। ধাপ মানি দিরে দিরে সামনের দিকে আগানুকে বুজায়। মনে রাখবেন আপনি যদি ভাল ট্রেডার হতে চান । আগে ফরেক্র শিখেন কার কাছ থেকে। ভাল ভাবে শিখে একজন ভাল ট্রেডার হন।

Realifat
2015-12-20, 10:33 AM
ফরেক্স মার্কেটে ট্রেডার হওয়ার বহুবিধ ধাপ রয়েছে। প্রথম ধাপে প্রতিটি ট্রেডারই শিক্ষানবিশ হওয়ার ভূমিকা পালন করে। কারন প্রতিটি নতুন ট্রেডারকে প্রথমত ভালোভাবে ফরেক্স শিখতে হবে। এরপর ডেমো ট্রেড বা প্রাকটিস ধাপ। তারপর সবকিছুই ঠিকঠাক হলে ফান্ড ডিপোজিট করে ফরেক্স ট্রেডিং ব্যবসায় শুরু করা যেতে পারে।

basaki
2016-03-18, 05:38 PM
ফরেক্স ট্রেডার হবার অনেক ধাপ আছে আপনি যদি সেই ধাপগুলু না মেনে চলেন তবে আপনি ভাল কিছু করতে পারবেন না ফরেক্স মার্কেটে। আর কোন কিছু করতে হলে তার সম্পর্কে ভাল করে জ্ঞান লাভ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি যেটা বুঝি ফরেক্স মার্কেটে লাভ করতে হলে ধ্যের্য করে ট্রেড করতে হবে।

ASADUR RAHMAN
2016-03-19, 09:45 PM
আপনি জানেন যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। তাই দুর্ভাগ্যবশত আপনি মনে করবেন এটা অনেক সহজ, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি অনেক বেশী ট্রেড করবেন এবং প্রচুর রিস্ক নিবেন, যখন আপনি একটা ট্রেড করবেন এবং সেটা আপনার বিপক্ষে যাবে, তখন আপনি সেটা ক্লোজ করে বিপরীত ট্রেড নিবেন এবং সেটাও বিপক্ষে যাবে এবং এরকম হতেই থাকবে।

abdulguffer
2016-03-20, 01:58 AM
ফরেক্স ট্রেডার হওয়ার কিছু ধাপ রয়েছে । প্রথমেই আপনাকে ফরেক্স এএর উপর পড়াশোনা করে ফরেক্স ট্রেড এর বেসিক জ্ঞান অর্জন করতে হবে। এর পর আপনি ডেমো ট্রেড আরম্ভ করে , ধিরে ধিরে ফরেক্স ট্রেডিং এর ফান্ডামেন্টাল এনালাইসিস করতে শিখতে হবে । সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করে ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস করার কৌশল শিখতে হবে।

abdulguffer
2016-03-20, 02:04 AM
নিউজ বুঝতে ও নিউজ ট্রেড করতে হবে, ফরেক্স ফোরাম এ দক্ষ ট্রেডার ভাইদের উপদেশ ও পরামর্শ শুনতে ও ফলো করতে হবে। ডেমো ট্রেড কন্টিনিউ করতে হবে । এখানে আপনি লস করবেন ও অনেক ভুল করবেন যা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। যত বেশি প্রেকটিস করবেন তত বেশি দক্ষ হবেন তাই কমপক্ষে ছয় মাস ডেমো একাউন্ট এ সিরিয়াসলি প্রেকটিস করতে হবে।

abdulguffer
2016-03-20, 02:12 AM
সফল ট্রেডার হতে হলে ফরেক্সে এ এমন একটি মানি ম্যানেজম্যান্ট সিস্টেম তৈরী করতে হবে যা থেকে প্রতিদিন ধারাবাহিক ভাবে 2%থেকে 5% প্রফিট আসে । আর তা তৈরি করতে হলে নিজের ভেতর লুকিয়ে থাকা লোভ ও ইমোশন কে কনট্রোল করতে হবে। ওভার লিভারেজ ব্যবহার, ওভার ট্রেড করা ও ওভার লট ব্যবহার ত্যাগ করতে হবে । যথা সম্ভব ছোট লট এ ট্রেড এন্ট্রি নেওয়ার অভ্যাস করতে হবে।

yasir arafat
2016-04-01, 02:56 AM
সংক্ষিপ্তভাবে ধাপগুলোকে উল্লেখ করলে বলা যায় যে আমরা যখন প্রথম ফরেক্সে পা রাখি তখন এখানে টাইম মেইনটেই করতে শিখি না ।যার কারণে আমরা বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্ছিত হই।কারণ শেখার অনেক কিছু বাকি থেকে যায় । তাদের মধ্যে কিছু হল অভার ট্রেডিং ,লোভ করা,লাভের আশায় লস বেশি দিয়ে একাউন্ট জিরো করে ফেলা।তাই আমি মনে করি আমাদেরকে সজাগ হতে হবে।:yahoo:

RUBEL MIAH
2016-12-02, 11:16 AM
ট্রেডার আমরা আস্ত আস্তে অর্জন করার চেষ্টা করব । যে ট্রেডার যত ধৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় একজন দক্ষ ট্রেডার কিভবে হতে পারব সেদিকে লক্ষ্য রাখব । যে ট্রেডার যত বেশী পারদর্শী সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় অভিজ্ঞ ট্রেডার হতে চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-11-15, 10:08 PM
ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হতে হলে নিম্নোক্ত ধাপগুলো মাথায় রাখতে হবে-#১ম ধাপঃ উদাহরণ স্বরূপ-আমরা যে কোনো নতুন কাজ সম্পর্কে কিছুই প্রথমে জানিনা ও বুঝিনা,তাই পারিও না,বারবার ভূল হয়৷তাই আমরা সেই কাজ সম্পর্কে অযোগ্য ও অচেতন থাকি৷#২য় ধাপঃ কিছুদিন পরে সেই কাজ দেখতে দেখতে কিছু সুস্পষ্ঠ ধারণা-চেতনা আসে ঠিকই কিন্তু কলা-কৌশল না জানার কারণে কাজটি সঠিক ভাবে করতে পারিনা৷#৩য় ধাপঃএইভাবে নিয়মিত কাজটি দেখতে দেখতে কাজ করার কৌশল গুলো একটু একটু করে করে জানতে পারি এবং বুঝতে পারি৷#৪র্থ ধাপঃএইধাপে আমরা কাজের কলা কৌশল গুলো ধীরে ধীরে শিখতে থাকি এবং আয়ত্ব করতে শুরু করি৷#৫ম ধাপঃএই ধাপে আমরা পুরোপুরি অভিজ্ঞতা অর্জন করে ফেলি৷বিশ্বের সকল পেশাদার ট্রেডারগণ এভাবেই ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয়ে যান৷

expkhaled
2017-11-20, 12:39 PM
আসলে এটা সাধারন ব্যপার কেউ যদি ফরেক্স থেকে ইনকাম করতে চায় এবং ফরেক্স এ ট্রেড করেন এবং বেশী বেশী লাভের আশায় লস করেন। এটা অস্বাভাবিক নয়। কিন্ত প্রত্যেকটি বিষয় নিয়ে কাজ করার আগে জানতে হবে উক্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। সে রকম যে ধাপ গুলো ফরেক্স এর জন্য উল্লেখিত হয়েছে সেগুলো বাস্তব। তবে যেকোন বিদ্যা শেখার জন্য সময় দিতে হয়। ফরেক্স তো আরও বেশী বড় ব্যপার। এটা থেকে যদি লাভবান হতে চান সময় দিতে হবে অনেক। যদি এত সহজ হতো তাহলে তো দুনিয়ায় অনেক মিলিয়নিয়ার হয়ে যেত এতদিনে। সুতরাং সময় ফরেক্স শিখুন এবং ডেমো প্র্যাকটিস করতে থাকুন।

morshed naim
2017-12-05, 03:30 AM
এই ধাপ বছরের পর বছর স্থায়ী হতে পারে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলা নিশ্চিত করে এই ধাপ সহজেই ১ বছর থেকে ৩ বছরের কাছাকাছি স্থায়ী হতে পারে।আপনি এখন অটো পাইলট চালাচ্ছেন। আপনি এখন বড় ট্রেড করছেন ।ইউরেকা মোমেন্ট তখনই আসবে যখন আপনি বুঝবেন যে আপনি মার্কেট সম্পর্কে অনুমান করতে পারবেন না আপনি বুঝবেন এটা আপনার দোষ নয়। আপনি তাড়াতাড়ি ট্রেড ক্লোজ করে দিবেন যখন বুঝবেন এটা খারাপ ট্রেড। আপনি বুঝবেন এরপরের ট্রেড অথবা তার পরের ট্রেড হয়তো ভাল হবে কারণ আপনি জানেন আপনার সিস্টেম কাজ করে।

FREEDOM
2020-10-29, 12:27 PM
আপনি দিন শুরু করবেন ২০ পিপস লাভ করে, কিন্তু পরক্ষনেই ৩৫ পিপস লস করবেন কিন্তু আপনার মানসিক অবস্থার কোন পরিবর্তন হবে না কারণ আপনি জানেন যে সে পিপস গুলো আবার ফিরে আসবে। আপনি এখন প্রতি সপ্তাহে ধারাবাহিক লাভ করতে থাকবেন , এই সপ্তাহে ২৫ পিপ্স তো পরের সপ্তাহে ৫০ পিপস এভাবেই যেতে থাকবে,,

Pavel66
2020-11-06, 11:25 PM
অবশেষে আপনার মনে হবে যে ঐসব ট্রেডাররা যারা পিপসের পর পিপস লাভ করছে তারা মিথ্যা কথা বলছে এবং নিশ্চয়ই ডেমো অ্যাকাউন্টের স্ক্রীনশট দিচ্ছে। কারণ আপনি ফরেক্স সম্পর্কে গবেষণা করেছেন, আপনি ঐসব সফল ট্রেডাররা যা জানে তার সবই জানেন, কিন্তু আপনি লাভ করছেন না , তার মানে ঐসব ট্রেডাররা মিথ্যা বলছে। কিন্তু তারা দিনের পর দিন ফরেক্স ট্রেড করছে এবং তাদের একাউন্ট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যেখানে আপনার একাউন্ট শুধুই হ্রাস পাচ্ছে,,

Tariq
2020-11-19, 04:04 PM
আপনি বিভিন্ন লাইভ চ্যাট রুমে যাবেন এবং দেখবেন অন্যান্য ট্রেডাররা অনেক পিপস লাভ করছে । আপনি ভাববেন আপনি কেন পারছেন না। আপনি মিলিয়ন মিলিয়ন প্রশ্ন করতে থাকবেন যার মধ্য কতগুলো এমন প্রশ্ন যে যেগুলো দেখে চ্যাটরুমের অন্যান্য মানুষজন আপনাকে মূর্খ মনে করবে,,

Md.shohag
2020-11-29, 07:03 PM
আপনি আপনার প্রতিটা লস পূরণের জন্য ট্রেড সাইজ আগের তুলনায় দ্বিগুণ করে দিবেন । তাতে মাঝেমাঝে কাজ হবে কিন্তু বেশিরভাগ সময় আপনার একাউন্টের ক্ষতি হবে। আপনি আপনার অযোগ্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে অন্যমনস্ক থাকবেন।

Bossking
2021-01-23, 02:30 PM
দীর্ঘমেয়াদে আপনি বিশ্বাস করবেন যে সেই ব্যবসায়ীরা যারা একাধিক পিপস পেয়েছেন তারা মিথ্যাবাদী এবং নিঃসন্দেহে ডেমো অ্যাকাউন্টের স্ক্রিন ক্যাপচার দিচ্ছেন। আপনি যেহেতু ফরেক্স নিয়ে গবেষণা করেছেন, আপনি কার্যকর ডিলাররা যা জানেন তা আপনি জানেন তবে তবুও আপনি কোনও উপকার করছেন না, এটি বোঝায় যে এই ব্রোকাররা মিথ্যা বলছে। যাইহোক, তারা বেশ কিছু সময়ের জন্য ফরেক্স বিনিময় করছে এবং তাদের রেকর্ড ক্রমাগত বিকাশ করছে যেখানে আপনার রেকর্ডটি হ্রাস পাচ্ছে

AbdulRazzak
2021-01-26, 05:47 PM
এই অনুভূতির কারণেই, আপনি অন্যান্য লোকেরা কী বলছেন, এই নিউজ বাজারে এর কী প্রভাব ফেলবে বা ইভেন্টটি কেমন হবে সে সম্পর্কে আপনি চিন্তাভাবনা বন্ধ করবেন। আপনি নিজের মতো করে বাণিজ্য করবেন। আপনার সাথে চলে এমন একটি সিস্টেমে আপনি কাজ শুরু করবেন, আপনি খুশি হতে শুরু করবেন এবং আপনার ক্ষতির সংজ্ঞা দিতে শুরু করবেন।

zubair
2021-01-27, 08:56 AM
অবশেষে আপনার মনে হবে যে ঐসব ট্রেডাররা যারা পিপসের পর পিপস লাভ করছে তারা মিথ্যা কথা বলছে এবং নিশ্চয়ই ডেমো অ্যাকাউন্টের স্ক্রীনশট দিচ্ছে। কারণ আপনি ফরেক্স সম্পর্কে গবেষণা করেছেন, আপনি ঐসব সফল ট্রেডাররা যা জানে তার সবই জানেন, কিন্তু আপনি লাভ করছেন না , তার মানে ঐসব ট্রেডাররা মিথ্যা বলছে। কিন্তু তারা দিনের পর দিন ফরেক্স ট্রেড করছে এবং তাদের একাউন্ট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যেখানে আপনার একাউন্ট শুধুই হ্রাস পাচ্ছে

Mas26
2021-02-28, 12:27 PM
ফরেক্স ট্রেডার হওয়ার ধাপ বলতে আমি মনে করি যে আপনি প্রথম ধাপটা সেখানে আপনার মনে হতে পারে যে ফরেক্স আসলেই অনেক কঠিন। এখানে ট্রেড করে প্রকৃত লাভ করা সম্ভব হবে না। আমি জানিনা এরকম ধরনের চিন্তাভাবনা করতে পারেন কিন্তু যখন আপনি ফরেক্সে কিছুদিন স্টাডি করলেন পরে সম্পর্কে আপনার অভিজ্ঞতা হইল তখন আপনার কাছে এই ধারণাটা প্রান্ত বলে মনে হবে। আসলে ফরেক্স তেমন কোনো কঠিন একটা ব্যাপার না ফর এসের মাধ্যমে আমরা অনেকেই অর্থ উপার্জন করতে পারি এবং খুব সহজেই আমরা এখান থেকে অর্থ উপার্জন করতে পারি। কোন ইনভেস্ট ছাড়াই আবার ইনভেস্ট করেও আমরা অর্থ উপার্জন করতে পারি ফরেক্স এর মাধ্যমে। তাই ফরেক্স এর মাধ্যমে আমরা ট্রেড করে থাকি আর ফরেক্স বুঝতে পারলে খুবই সোজা শুধু একটু মাথা খাটান ট্রেড করতে পারলেই আপনি ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ।