udaydebnath
2025-09-15, 01:01 PM
প্রাইস সবসময় এক ট্রেন্ডে চলে না। চার্টে প্রাইস কিছুটা উঠে আবার নীচে নেমে যায়। ঠিক তেমনি ভাবে কিছুটা নীচে নেমে আবার উঠে যায়। এটা কেন হয় জানেন? যেমন ধরুন সোনা 150000 টাকা ভরি থেকে হঠাৎ 5 মিনিট পরে 200000 টাকা ভরি হয়ে গেল। তাহলে আমি যদি সোনার ক্রেতা হই, তাহলে আমি চাইব দাম কিছুটা কমলে তার পরে কিনব। এত দামে আমি কিনতে চাইব না। অর্থাৎ কিছুক্ষনের জন্য বাজারে সোনা কেনার জন্য কোনো লোক থাকবে না। অন্যদিকে যিনি সোনা কিনেছিলেন তিনি ভাববেন এখন সোনার দাম অনেক বেশি আছে , কিছু সোনা বিক্রি করে দিই। ফলে সোনার প্রাইস যে হঠাৎ করে বেশি হয়ে গেছিল সেটা আর থাকবে না। দাম কিছুটা কমতে বাধ্য। তার কারন এখন বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। দাম কিছুটা কমলে আবার বাজারে ক্রেতা আসবে এবং দাম আবার বাড়তে থাকবে। বিষয়টি চাহিদার উপর নির্ভর করে। চাহিদা বেশি দাম বেশি , চাহিদা কম দাম ও কম। আবার চাহিদার তুলনায় যোগান বেশি হলেও দাম কমে যায়।