PDA

View Full Version : বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম



SUROZ Islam
2025-10-30, 04:48 PM
http://forex-bangla.com/customavatars/1610528782.jpg
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক হওয়ার কথা রয়েছে আজ। এ বৈঠক দুই দেশের মধ্যে চলমান শুল্কবিবাদ প্রশমনে ভূমিকা রাখতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমার তথ্যও পণ্যটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ২২ সেন্ট বা দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৬২ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৩৫ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেশি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আজ দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন। এ বৈঠক ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উন্নয়নে নতুন গতি আনবে’ এবং ‘দুই দেশ ইতিবাচক ফলাফলের জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত’।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রল ও ডিস্টিলেটের মজুদ কমেছে। মার্কিন পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৪০ লাখ ২০ হাজার ব্যারেল কমেছে। এ সময় পেট্রল ও ডিস্টিলেটের মজুদ কমেছে যথাক্রমে ৬৩ লাখ ৫০ হাজার ও ৪৩ লাখ ৬০ হাজার ব্যারেল।

ফিলিপ নোভার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াংকা সাচদেবা বলেন, ‘মজুদ কমার তথ্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। তবে শুল্ক নিষেধাজ্ঞা এবং ওপেক প্লাসের উত্তোলন বৃদ্ধির তথ্য মূলত বাজারে প্রভাব ফেলছে। দামের ঊর্ধ্বগতি সাময়িক। কারণ চাহিদা এখনো নিম্নমুখী এবং অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসও রয়েছে।’

বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। জোটভুক্ত দেশগুলো কয়েক বছর ধরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির লক্ষ্যে উত্তোলন সীমিত রেখেছিল। তবে চলতি বছরের এপ্রিলে উত্তোলন হ্রাসের নীতি শিথিল করা শুরু হয়। ডিসেম্বরে আবারো ওপেক প্লাস জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে পারে। আলোচনায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাজারে অংশীদারত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে মাসভিত্তিক উত্তোলন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখবে জোটটি।

সূত্রের দেয়া তথ্যমতে, ওপেক প্লাস জোটের আগামী রোববারের বৈঠকে ডিসেম্বরে জ্বালানি তেলের উত্তোলন লক্ষ্যমাত্রা আরো দৈনিক ১ লাখ ৩৭ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। এর আগে আসন্ন নভেম্বরেও একই পরিমাণ জ্বালানি তেল উত্তোলন বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ওপেক প্লাস।

অন্য এক সূত্র বলেন, ‘শীতকালীন মৌসুমে জ্বালানি তেলের চাহিদা কিছুটা কমে আসতে পারে। তাই উত্তোলন লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে সাময়িক বিরতি নেয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।’

ওপেক, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নভাকের কার্যালয় ও সৌদি আরব সরকারের গণমাধ্যম দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে ২২ সদস্যবিশিষ্ট ওপেক প্লাস বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় অর্ধেক উত্তোলন করে। জোটটির এ অতিরিক্ত সরবরাহের কারণে ২০ অক্টোবর আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল।

ওপেক প্লাসের উত্তোলন বৃদ্ধির খবরে গতকালও জ্বালানি তেলের দাম ২ শতাংশ কমে গিয়েছে। এছাড়া বিনিয়োগকারীরা এ সময় যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনার অগ্রগতির বিষয়েও মূল্যায়ন করেছেন।

অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্ট গতকাল ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৩৩ সেন্টে বিক্রি হচ্ছিল। এটি আগের দিনের তুলনায় ব্যারেলে ১ ডলার ২৯ সেন্ট বা ২ শতাংশ কম। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ব্যারেলে ১ ডলার ২০ সেন্ট বা ২ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য নেমে এসেছে ৬০ ডলার ১১ সেন্টে।

এ বিষয়ে এএনজেডের এক নোটে বলা হয়েছে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনার অগ্রগতি এবং সরবরাহ পরিস্থিতি মূল্যায়ন করেছেন।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘সাম্প্রতিক নিষেধাজ্ঞা রাশিয়ার জ্বালানি তেল রফতানিতে প্রভাব ফেলবে কিনা এ বিষয়ে বাজার অংশীদাররা এখনো নিশ্চিত নন।’

আন্তর্জাতিক এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, ‘নিষেধাজ্ঞার প্রভাব সীমিত হবে। কারণ বাজারে অতিরিক্ত সরবরাহ সক্ষমতা রয়েছে।’