PDA

View Full Version : ৩০০ কোম্পানির ২ লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিলের আবেদন



Montu Zaman
2025-12-08, 03:27 PM
http://forex-bangla.com/customavatars/1538284869.jpg
শীর্ষ ঋণখেলাপি বিভিন্ন শিল্পগ্রুপসহ প্রায় ৩০০ কোম্পানি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠন সুবিধা চেয়েছে। সব মিলিয়ে এর পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা।
আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, তানাকা গ্রুপ, ড্যান্ডি ডাইং, বেঙ্গল গ্রুপ, অ্যাম্বিয়েন্ট স্টিল বিডি, জিপিএইচ ইস্পাত, প্রাইম গ্রুপ, আনোয়ার গ্রুপ, সিল্কওয়ে গ্রুপ, শাদাব ফ্যাশন ও অ্যাপেক্স উইভিং।
আরও আবেদন করেছে সিকদার গ্রুপ, ডায়মন্ড স্পিনিং মিলস, মিম গ্রুপ (আলেমা টেক্সটাইল), এসএমএ গ্রুপ (এএ নিট স্পিন), বিইউসি এগ্রো, রাইজিং স্টিল, ব্লিং লেদার প্রোডাক্টস, অঙ্কুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ, সৌরভ অ্যালুমিনিয়াম ওয়ার্কস, ইনটেনসিটি লিমিটেড এবং গ্লোবাল অ্যাসেট।