Log in

View Full Version : দুই দশকে সম্প্রসারিত হয়ে পাঁচ গুণেরও বেশিতে বাহরাইনের অর্থনীতি



SUROZ Islam
2025-12-30, 05:00 PM
http://forex-bangla.com/customavatars/896717534.jpg
বাহরাইনের অর্থনীতি গত দুই দশকে পাঁচ গুণেরও বেশি সম্প্রসারিত হয়েছে। ২০০০ সালে দেশটির অর্থনীতির আকার ছিল প্রায় ৯০০ কোটি ডলার। আর ২০২৪ সাল নাগাদ তা বেড়ে হয়েছে ৪ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি। সম্প্রতি এসব তথ্য জানিয়েছে বাহরাইনের অর্থ মন্ত্রণালয় ও জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়। এ অর্থনৈতিক সম্প্রসারণের বাস্তব প্রতিফলন ঘটেছে বাহরাইনের জনগণের জীবনমানে। ২০০৫-২৪ সালের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় খাতে বাহরাইনি নাগরিকদের গড় মাসিক মজুরি প্রায় দ্বিগুণ হয়েছে।