View Full Version : ফরেক্স শিখা থেকে শুরু করে এই পর্যন্ত আমার
Ekram
2015-09-28, 12:04 PM
ফরেক্স শিখা থেকে শুরু করে এই পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যদি ফরেক্স এ সফল হতে হয় তাহলে অবশ্যই আমাকে ধৈর্য ধারন করতে হবে। এখানে ধৈর্য ও একটা অতিব জরুরি বিষয় এবং অন্যতম ইনভেস্টমেন্ট ও বলা যায়। তাই এখানে ধৈর্য ও আমদের জন্য অনেক সহায়ক।
Marufa
2015-09-28, 12:15 PM
অবশ্যই আপনি ঠিক বলেছেন ফরেক্স ট্রেডিং এ ধৈর্য অনেক বড় বিষয় । ধৈর্য না থাকলে এখানে সফলতা লাভ করা সম্ভব না । বেশির ভাগ লোকের ব্যার্থ হবার মূল কারন হচ্ছে ধৈর্য ধরে টিকে থাকতে না পারা । অতিরিক্ত লোভ বা আবেগ একাউন্ট জিরো হওয়ার কারন ।
AbuRaihan
2015-09-28, 07:44 PM
ফরেক্স এর ক্ষেত্রে ধৈর্য্যর গুরুত্ব অপিরিসীম । ফরেক্স এর মত বিশাল একটা ক্ষেত্রে যারা নিজেদেরে ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে শুধু তারাই এই মার্কেটে রাজত্ব করতে পারবে । প্রথম দিকে একজন নতুন ট্রেডারের এই মার্কেটে অনেক বেশি ধৈর্যশীল হতে হয় । ধৈর্যশীল না হওয়ার অন্যতম কারণ হল আমরা নিজেদেরকে অন্যর সাথে তুলানা করি এবং এতে করে আমাদের মাঝে অস্থিরতা বৃদ্ধি পায় । তাই নিজেকে অন্য কারো সাথে তুলনা করবেন না । অন্য কারো সাথে নিজের তুলনা করা মানে নিজেকে অপমানিত করা । তাই ধৈর্যশীল হউন এবং মনে রাখবেন ধৈর্য্যর ফল মধুর চেয়ে মিষ্টি বেশি ।
Realifat
2016-01-23, 07:02 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারন আমিও মনে করি যে ফরেক্স মার্কেটে ধৈর্য্য হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যা না থাকলে ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়া যায়না।যদিও বলা হয় ফরেক্স একটা গতিশীল মার্কেট কিন্তু তবুও উপার্জন করতে যে পরিমান প্রফিট প্রয়োজন তার জন্য অনেকসময় পরিস্তিতির বিবেচনায় প্রচুর সময় নিয়ে ধৈর্য্য ধরে ট্রেড করার প্রয়োজন হয়।
Md. Tariqul Islam
2016-06-20, 05:07 PM
ফরেক্স এর মত বিশাল একটা ক্ষেত্রে যারা নিজেদেরে ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে শুধু তারাই এই মার্কেটে রাজত্ব করতে পারবে । প্রথম দিকে একজন নতুন ট্রেডারের এই মার্কেটে অনেক বেশি ধৈর্যশীল হতে হয় । ধৈর্যশীল না হওয়ার অন্যতম কারণ হল আমরা নিজেদেরকে অন্যর সাথে তুলানা করি এবং এতে করে আমাদের মাঝে অস্থিরতা বৃদ্ধি পায়
Md. Tariqul Islam
2016-06-20, 05:09 PM
ধৈর্য না থাকলে এখানে সফলতা লাভ করা সম্ভব না । বেশির ভাগ লোকের ব্যার্থ হবার মূল কারন হচ্ছে ধৈর্য ধরে টিকে থাকতে না পারা । অতিরিক্ত লোভ বা আবেগ একাউন্ট জিরো হওয়ার কারন ।
Sahed
2016-07-24, 04:04 PM
ফেরেক্স মার্কেটে যারাই দৈর্য্য ধারন করতে পেরেছে তারাই সফলতা লাভ করেছে । অদৈর্য্যরা মার্কেটে বেশি দিন ঠিকতে পারেনা । আপনি যদি মার্কেট সফলতা লাভ করতে চান তাহলে ফরেক্স মার্কেটে দৈর্য্য ধারণ করে মার্কেট এ্যানালাইসিস মানি ম্যানেজমেন্ট ইত্যাদি ভালভাবে শিখতে হবে । তাছাড়া নিয়মিত ডেমো প্রাকটিস করতে হবে । ধন্যবাদ ।
fatema begum
2016-07-31, 03:52 AM
আমি এখনো ধৈর্য ধরে বসে আছি ।কে জানে কপালে হঠাত্* ভাল কিছু থাকতে পারে ।আমরা যদি ভাল কিছু পাওয়ার আশা রাখি তাহলেতো আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে।আমরা যদি ধৈর্য ধারণ না করি সফলতা পাব না ।শেখার কোন শেষ নেই এবং নিজেকে শুদ্রাবার কোন শেষ নেই ।এটা মনের মধ্যে লিখে রেখেছি।এমনিতে ঘরে বসে থাকি।এবার দেখি আমার দ্বারা কিছু হয় কিনা।
expkhaled
2017-12-11, 04:52 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন কিন্তু তারপর আমি কিছুটা বুঝতে পেরেছি যে, এখানে প্রথম এবং প্রধান ইনভেস্টমেন্ট হচ্ছে ধৈর্য্য যার দ্বারা আমাদের সবকিছু করতে হবে। ধৈর্য্য না থাকলে ফরেক্স শেখা হবে না যারা তারাতারি অনেক কিছু করতে চান তাদের জন্য ফরেক্স নয়। ফরেক্স হচ্ছে চলমান প্রক্রিয়া যেটা চলতে থাকবে এবং আমাদের ধৈর্য্য ধারন করে সুযোগের অপেক্ষায় থাকতে হবে কখন এটা থেকে আমাদের প্রফিটটুকু তুলে নিতে পারবো। আসলে ফরেক্স প্রতিদিন ব্যবসা করতে পারবেন না। এমন ও হতে পারে যে সপ্তাহে ১টা ট্রেডও পেলেন না তাহলে কি করবেন? সুতরাং এখানে মূল অংশটাই হচ্ছে ধৈর্য্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.